নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
যাকে নিয়ে লেখা কবিতা আমার,
সে যেন একটি জলজ নদী;
তোলপাড় করে দু'পাড় ভেঙ্গে
অজানায় বহে দূর অবধি।
তার শরীরের ভাঁজে ভাঁজে জাগে
বালিয়াড়ি মোহ, মুগ্ধকর!
এ জীবন যেন দুঃখের নদী,
কেউতো রাখে না তার খবর।
অনন্তকাল ভালোবেসে যায়-
কখনো বন্ধু, কখনো মাতা;
ছায়দানকারী যেন মেঘমালা,
কখনো গাছের সবুজ পাতা।
কখনো ভগ্নি উদার প্রেমের,
কখনো সুখের বারবনিতা,
কখনো জাগায় তীব্রদহনে
প্রাণের গহীনে মরন-চিতা।
তার আশ্রমে কেটে যায় দিন,
গঞ্জনা আর ভালোবাসায়;
এরই মাঝে সে সরল প্রেমের
পরম পরশে সুখে ভাসায়।
স্বর্গ বালিক! মোহমায়া নামে
ধরণীতে এলে প্রেমোজ্জ্বল,
তোমার পরশে অহরহ ঝরে
আকাশ ভাঙিয়া গোলাপজল।
২৩/১০/২০১৯
মিরপুর, ঢাকা।
০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫৯
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা শাহিন বিন রফিক ভাই। প্রেমময় নারী বলা ঠিক হবে না; তিনি প্রেমময় স্ত্রী অর্থাৎ গৃহবন্ধু। ভালো থাকবেন সব সময়।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০২ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৩৫
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ রাজীব নুর। শুভ কামনা সব সময়।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৩
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
০২ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৩৫
কবীর হুমায়ূন বলেছেন: শুভ কামনা নার্গিস জামান। ভালো থাকুন।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:২০
এস সুলতানা বলেছেন: যেন কবিতা নয় জ্বলন্ত এক ছবি । অসাধারণ ,অসাধারণ ।
০২ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৩৬
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ এবং ভালোবাসা এস সুলতানা। শুভ কামনা নিরন্তর।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫২
এস সুলতানা বলেছেন: কেমন আছেন আপনি?
০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪৭
কবীর হুমায়ূন বলেছেন: আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপনি ভালো থাকুন কামনা করি। শুভ কামনা প্রিয় সুলতানা।
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫৯
এস সুলতানা বলেছেন: আপনাকে দেখতে পেয়ে অনেক ভালো লাগছে আমার ।
০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৩
কবীর হুমায়ূন বলেছেন: আপনাকে দেখে আমারও ভালো লেগেছে। আর, আমার প্রথম ব্লগিং এ সামুর ঘরেই শুরু। শুভ কামনা কবি শাহানাজ সুলতানা।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১:৪০
শাহিন বিন রফিক বলেছেন:
বহমান নদীর সাথে প্রেমময় নারীর যে ছবি এঁকেছেন তা সত্যিই এক কথায় আসাধারণ।
কবিতায়, +++