নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
ভোটের আস্থা হারিয়ে ফেলছে ভোটার,
যায় না যে তাই ভোট দিতে কেউ কেন্দ্রে;
নির্বাচনের আনন্দ নেই কোথাও,
হিংসা-বিদ্বেষ জমছে রন্ধ্রে রন্ধ্রে।
ভোটার নামের তুরুপের তাসগুলান
জীবন মায়ায় হয় না ঘরের বাহির,
দশ শতাংশ ভোট যদি দেয় ভোটার,
'সঠিক হইছে' মিডিয়ায় হয় জাহির।
ভোটের যুদ্ধ চললে এমনি ধারায়,
ভোটার হবেন আস্তাকুড়ের ময়লা!
শক্তি যাদের মুল্লুক হবে তাদের,
দুগ্ধ থুইয়া বেচবে মাদক গয়লা।
হায়রে ভোটার, স্বর্ণ-রূপার তুল্য,
দিনকে দিনকে কমছে তোমার মূল্য।
১৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
কবীর হুমায়ূন বলেছেন: সময় পেলেই পড়ি। তবে, তার পরিমাণ হয়তো কম। তবে, পোস্টও অনিয়মিতভাবে মাঝে মাঝে দেই। ভালো থাকুন নিরন্তর।
২| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৮:০০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আস্থা বড় বিষয় না, বড় বিষয় হামলা। সবার পরিবার পরিজন আছেন, কে হামলার শিকার হতে যাবেন?
১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১৬
কবীর হুমায়ূন বলেছেন: হয়তো আপনিও ঠিক। তবে, জনজোয়ারের কাছে সকল অপশক্তিই হটে যায়। আস্থার খামতিই আমাদেরকে ভোটকেন্দ্রমূখী করতে পারছে না। আর এটা একটি কবিতা মাত্র। বক্তব্যের চিত্রকল্পের সাথে কাব্যিকতা কতটুকু প্রিয? শুভ কামনা সব সময়।
৩| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভোট তো আর কম দিলাম না।যুক্ত ফ্রন্টের ১৮ দফার ভোট,আইউব খানের ভোট ৬ দফারভোট,জিয়ার ভোট,খালেদ জিয়ার ভোট এবং শেখ হাসিনার ভোট কিন্তু ভাগ্যের কোন পরিবর্তন হল না কেবল যাদের ভোট দিলাম তাদের ভাগ্য পালটালো।তাই এখন চিন্তা করছি কি করা যায়।
১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২২
কবীর হুমায়ূন বলেছেন: তাই বলেইতো, ভোটের প্রতি ভোটারের আস্থা কমে যাচ্ছে!!!
সুস্থ ও সুন্দর থাকুন নুরুল ইসলাম দাদাভাই। এ দুর্যোগকালীন সময়ে সাবধানে থাকবেন।
৪| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
শুধুই কবিতা হলে কবিতা খুবই ভালো হয়েছে। মনের কথা বলেছেন। আজকে আমার একটি পোস্ট আছে পড়ে দেখতে পারেন সমসাময়িক নিজেদের খাবার সমস্যা নিয়ে লেখা।
১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২২
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয়। শুভ কামনা।
৫| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ২:০৭
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২৮
কবীর হুমায়ূন বলেছেন: শুভ কামনা সব সময়।
৬| ১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর তো।
চালিয়ে যান।
আছি সাথে।
১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২৮
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয়। শুভ কামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪১
রাজীব নুর বলেছেন: আপনি কি শুধু পোস্ট ই দিয়ে যাবেন? কারো পোষ্ট পড়বেন না? মন্তব্য করবেন না?