নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

বউ সাজতে সাজতে বিয়ের অনুষ্ঠান শেষ (অনুপ্রেরণায়ঃ প্রণয়ের মৌমাছি- রাজীব নুর)

০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৮

আমাদের রাজীব ভাই একদিন পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ আকাশাবণী হলো - ''দাঁড়া...'' ।
রাজীব ভাই দাঁড়িয়ে গেলেন, আর তখনই তার সামনে একটা বড় পাথরের চাঁই পড়লো। তিনি প্রাণে বেঁচে গেলেন।
আওয়াজ দাতাকে ধন্যবাদ দিয়ে গন্তব্যের দিকে চলে গেলেন।

কিছু দিন পরে বাজীব ভাই একটি ব্যস্ত রাস্তা পার হচ্ছিলেন। তখন আবার আওয়াজ এলো- '' রাস্তা থেকে সরে দাঁড়া....''।
তিনি দ্রুত সরে দাঁড়ালেন। আর তখনই একটা ট্রাক তাঁর গা ঘেঁষে দ্রুতগতিতে চলে গেল। তিনি বেঁচে গেলেন।
রাজীব ভাই আবার আওয়াজদাতাকে ধন্যবাদ দিলেন এবং জিজ্ঞাসা করলেন, কে ভাই আপনি? বারবার আমার জীবন বাঁচাচ্ছেন ?
আওয়াজ দাতা বললেন, ''আমি তোর শুভাকাঙ্খী দেবদূত ...''।

তখন আমাদের রাজীব ভাই কাঁদো কাঁদো স্বরে প্রশ্ন করলেন, ''প্রভু, আমার বিয়ের সময় আপনি কোথায় ছিলেন'' ?
উত্তর এলো - ''আওয়াজ তো তখনও দিয়েছিলাম, কিন্তু তুই শুনতে পাসনি ...। ডি জে বাজছিলো, আর তুই খুব নাচছিলি।

উৎসর্গঃ রাজীব নুরকে।

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহহাহা
দারুন হয়েছে

০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:০৯

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা।

২| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


ভাগ্যিস, রাজিবের বউ মাত্র ১টা!

০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:১০

কবীর হুমায়ূন বলেছেন: এই ১ টাইতো জীবন ঝালাপালা করে দেয়!!! শুভ কামনা প্রিয়।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫

রানার ব্লগ বলেছেন: B-)

০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:১০

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




অনেক দিন পর ব্লগে মজাদার গল্প পড়েছি। সত্যি সত্যি মজাদার গল্প। আপনি এমন গল্প আরোও লিখুন।

০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:১২

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয়। শুভ কামনা। ভালো থাকুন।

৫| ০৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৯

মুজিব রহমান বলেছেন: মজাই লাগলো।
এমনিতেই শব্দাতঙ্কে ভীত থাকি।

০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:১৩

কবীর হুমায়ূন বলেছেন: 'শব্দাতঙ্ক' ! আজীবন মানিয়ে নিতে হয়। শুব কামনা সব সময়।

৬| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভাগ্যিস ডিসে বাজছিলো
তা না হলে আজ খানসাবকে
পরীর মতো দুই সন্তানের বাবা
হবার সুযোগ থাকতো না !!

০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:১৪

কবীর হুমায়ূন বলেছেন: তা ঠিক বলেছেন। এ দিল্লিকা লাড্ডু-এর খপ্পরে প্রায় সবাইকেই পড়তে হয়। শুভ কামনা।

৭| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নবী হবার সম্ভাবনা দেখা যাচ্ছে।সাধারন মানুষকে দেবদূত এসে সাবধান করবেনা।

০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:১৬

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয়। গল্পে সবই সম্ভব হয়। শুভ কামনা।

৮| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৬

ওমেরা বলেছেন: আপনি তো ভারী মজার লোক ।

০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:১৬

কবীর হুমায়ূন বলেছেন: তাই? সুন্দর ও সুস্থ থাকুন সব সময়।

৯| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: শিরনামের সাথে মিল না পেলেও আনন্দ পেলাম ষোলআনা।

০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:২২

কবীর হুমায়ূন বলেছেন: রাজীব নুর-এর লেখা প্রণয়ের মৌমাছির ১ নং গল্পের বাই-প্রোডাক্ট আমার লেখাটি। আমার লেখা পড়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয়। শুভ কামনা।

১০| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৯

রাবেয়া রাহীম বলেছেন: হা হা হা হা হিহিহ হিহি

০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:২৩

কবীর হুমায়ূন বলেছেন: ভালো থেকো দিদিভাই। শুভ কামনা।

১১| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২২

রাজীব নুর বলেছেন: হা হা হা---------

মজার পোষ্ট। ভালো লেগেছে।

০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:২৩

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা প্রিয়।

১২| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:০১

কবিতা ক্থ্য বলেছেন: নূরু ভাই-
রাজীব ভাইয়ের পরীর মতো ২ সন্তান?
বলেন কি? আমি তো জানতাম ১ জন।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৩

ইসিয়াক বলেছেন: হা হা হা .....।মজা লাগলো।

১৪| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতা ক্থ্য বলেছেন: নূরু ভাই-
রাজীব ভাইয়ের পরীর মতো ২ সন্তান?
বলেন কি? আমি তো জানতাম ১ জন


বিগত ১ জানুয়ারি খানসাব আর একটি সন্তানের
জনক হয়ছেন। সুরভী হয়েছেন তার মা।
তাদের উভয়ের জন্য শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.