নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

কবির কথা

৩০ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৫

বলছে কবি কলম তুলে হাতে
কাব্য লেখা অতি সহজ কর্ম;
যদি অনেক শব্দ থাকে মাথে
লিখতে পারো জেনে কাব্য-ধর্ম।
সহজ কথা সহজ করে লিখো
চিন্তা-মাঝে আনো সফল সত্য;
খ্যাতিমানের কাব্য পড়ে শিখো
পেয়ে যাবেই ভালো লেখার তত্ত্ব।
ইচ্ছেমতো লিখলে কিছু কথা,
কাব্যকথা হয় যে বাতুলতা।


নয়ন খুলে দেখো আকাশখানি
বিশ্বমাঝে কী অপরূপ সৃষ্টি!
দেখো পাহাড়, সাগর-নদী-পানি
খুলে তোমার অনুভবের দৃষ্টি।
অন্ধকারে চলো আলোর খোঁজে
ছেড়ে সকল লোভ-লালসা, সন্ধ;
আলোর ঘরে দেখো চক্ষু বুঁজে
মনের মাঝে রবে না আর দ্বন্দ্ব।
তখন কথা কাব্য হয়ে এসে,
উঠবে জেগে নবীন রূপে হেসে।


ভালোবাসার রজ্জুখানি ধরে
মগ্ন রহো ভাবের পদপ্রান্তে;
ঠাঁই দিও না কখনো অন্তরে
দুঃখকথা; তবে, পারবে জানতে-
কি যে সত্য, কি যে মিথ্যা ভবে,
ধরার মাঝে কি যে তোমার লক্ষ্য?
দীর্ঘপথে হাঁটতে হবে; তবে,
আমিত্বহীন উদার করে বক্ষ।
সবে তখন ক'বে তোমায় কবি,
কবির কথা নহে তো আজগুবি।


সহজ পথে যায় না পাওয়া কিছু
ভুবন মাঝে যায় বলে এ বৃদ্ধ,
যদিই বলো- 'কাঁঠাল বড় লিচু',
মন-বাসনা হবে না আর সিদ্ধ।
লিখতে হলে পড়তে হবে বেশি
দেখতে হবে মোহ-মায়ার পৃথ্বী,
বাসবে ভালো দেশী কি পরদেশী
ধরার বুকে রবে তোমার কীর্তি।
'হামবড়া হুঁ'! আগে তো দূর করো,
তারপরেতে কলমখানি ধরো।


২৬/০৭/২০২২
মিরপুর, ঢাকা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিরা সব সিময় খুব
সুন্দর কথা বলেন!
আপনার কথাগুলোও
খুব সুন্দর হয়েছে।

৩১ শে জুলাই, ২০২২ রাত ১১:৫৮

কবীর হুমায়ূন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপনাকে। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.