নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

একটি খবর এবং অনেক প্রশ্ন

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২১

গত ২৩ সেপ্টেম্বর, ২০২৩; শনিবার-এর প্রথম আলো পত্রিকায় ৭ মাস বয়সেই মা-বাবা ও বোনকে হারাল শিশুটি শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। রিপোর্টার নুরুল আমিন-এর সংবাদের বর্ণনা মতে, ২১ সেপ্টেম্বর, ২০২৩ (বৃহস্পতিবার) মিরপুরের কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড়া বস্তির কাছাকাছি, রাত সাড়ে নয়টার দিকে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মিজান (৩৫) নামের একজন ঝালমুড়িওয়ালা, তাঁর স্ত্রী মুক্তা (২৫) এবং মেয়ে লিমা (৭) বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান। তাদেরকে উদ্ধার করতে এসে মোহাম্মদ অনিক (১৮) নামের অন্য একজন যুবকও বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন।

খবরে প্রকাশ, ৭ মাস বয়সী হোসাইন ( মৃত মিজানের সন্তান) আহত অবস্থায় বেঁচে ছিলো। এ আহত শিশুটিকে নিয়ে দু'জন বৃহন্নলা (তৃতীয় লিঙ্গের সদস্য, যারা হিজড়া নামে পরিচিত)- বৃষ্টি ও আমিনা ঘটনাস্থলের আশেপাশের কয়েকটি হাসপাতালে নিয়ে গেলেও কোন হাসপাতালের কর্তৃপক্ষই শিশুটির চিকিৎসা করতে রাজি হয়নি। এহেন অমানবিক দৃষ্টিভঙ্গীর হাসপাতালগুলো একটি প্রচলিত রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে থাকার কী প্রয়োজন? এবং সেগুলো থাকেইবা কোন নিয়মনীতির উপর ভিত্তি করে?



পরিশেষে, স্বস্তির সংবাদ- সেই সম্মানীত শিখণ্ডীদ্বয় শিশুটিকে রাত্রি সাড়ে বারোটার সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং যথাযথ চিকিৎসাপূর্বক শিশুটিকে সুস্থ করে তোলেন। অতঃপর, তার দাদার (মিজানের বাবা) হাতে তুলে দেন।


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৯

আলমগীর সরকার লিটন বলেছেন: এই ঘটনা ফেসবুকে দেখি-----------

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৮

আখেনাটেন বলেছেন: মাথায় পচন ধরলে দেহ কি আর ঠিক থাকে?

আপনার কি মনে হয় দেশের কোনো সেক্টরে শৃঙ্খলা বিরাজ করছে?

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:



৩য় বিশ্বে খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও চাকুরী সৃষ্টির মেকানিজম সাধারণ মানুষের হাতে আনার দরকার।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: আসল সমস্যা হলো- সরকারে দক্ষ ও যোগ্য লোক নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.