![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেবলি তোমার
চরণ দাসী
কেমনে বলি আমি,
তোমায় ভালবাসি
কোন সে গুনে কোন সে গানে
তব আঁখি পানে
মনোহরা লাগিবে না জানি
হৃদয় গহীনে
বিহঙ্গ মূর্ছনা তানে
নাচিবে না রানী
নাচিবে না আমার প্রাণে
খেলেছ নির্জনে
প্রেম , প্রণয় আভাসে
সকল বাসনার বিসর্জনে
চির শুণ্যতা মানি
তুমি সারদা দক্ষিণা দানে
আমি তব তপসি
কেমনে বলি আমি ,
তোমায় ভালবাসি
২| ০৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৫
খায়রুল আহসান বলেছেন: কেমনে বলি আমি,
তোমায় ভালবাসি - যারা জীবনে কাউকে ভালবেসেছে, তারা জানে এই বলার কাজটা কতটা দুঃসাধ্য।
কবিতা ভাল লেগেছে। ব্লগে বিলম্বিত সুস্বাগতম জানাচ্ছি। শুভ হোক এখানে আপনার পদচারণা, আনন্দময় হোক, দীর্ঘ হোক!
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৩
আরণ্যক রাখাল বলেছেন: ভালো