![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুন করেছি
এক উস্ফুলিঙ্গ রক্তজবা
দেখো এখনো রক্তাক্ত ওর সারা অঙ্গ
আমার তরবারির আঘাতে ক্ষতবিক্ষত ওর দেহ
সেও আমাকে আঘাত করতে চেয়েছিল
তার তীক্ষ ধারালো তীর সম কাটা দিয়ে
কিন্তু না আমিতো সকল আঘাতের উর্ধে
কোন আঘাত আমাকে স্পর্শ করতে পারে না
আঘাতের গুরুত্ব বুঝার ক্ষমতা
সে অনেক আগেই হারিয়ে ফেলেছে
তরুণীর বক্ষে ঝাপিয়ে পরা
হায়নাদের তীক্ষ আক্রমন
সাদা গোলাপের ন্যায় দেহকে
ক্ষত বিক্ষত করা
অতপর রঞ্জিত হৃদপিন্ডের রক্ত পানে
পিপাসিতের শান্ত হওয়া
হেটে হেটে চেয়ে দেখা জগতের পথ জুড়ে
রক্তের ক্যানেল বয়ে চলা
এবং আবিষ্কার করা মৃত্যুর নব্য কৌশল
অনুভুতিহীন হৃদয়কে আঘাত করবে
রংহীন হৃদয়কে রঞ্জিত করবে
তোমার আপন হাতের স্পর্শে
আমার হৃদয় উড়াবে
এবং তুলে নেবে আমার প্রাণ
তোমার আপন হাতের পরশে
২| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৫
সুমন কর বলেছেন: পরপর ২টি পোস্ট একই ব্লগারের দেখতে ভালো লাগে না !!!
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২১
ইফতেখার ভূইয়া বলেছেন: কবিতা ভালো লেগেছে। কিন্তু কবিতায় দেয়া ছবি অজস্র প্রশ্ন রেখে গেছে।
- ছুরি হাতে ঐ লোকটা কে?
- এত বড় টুপি পরছে ক্যানো?
- এত বড় পা-ওয়ালা লোকটা কে?
- মনে হচ্ছে টুপিওয়ালা লোকটাই এত বড় মানুষটাকে খুন করেছে, সত্যিই তাই?
- এত ছোট ছুরি দিয়ে এত বড় মানুষটাকে মারলো কিভাবে?
- ঐ ভিক্টিম টুপি ওয়ালাকে কিছু বলে নাই?
- নাকি শুধু দাঁড়ায়ে ছিলো?!
আরো প্রশ্ন আছে বলবো? ধন্যবাদ।