![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিনো ছিল প্রিয়ো
এমন ঘোর বাদলো
তোমাতে আমাতে প্রথম যেদিন
দেখা হয়ে ছিল
সেদিন আমি দাড়িয়ে ছিলেম প্রহর গুনে
তুমি এলে সুদূর হতে আমার প্রাণে
ভেসে যাওয়া সূর গুলো তব আগমনে
ক্ষণিক তরে বীণায় বাজিলো
মনেতে মাদল উথলিয়া হায়
আঁখিতে আঁখিতে শ্রাবণ ধায়
চকিত গগন বলিয়া যায়
তোমা ছাড়া এত সুখ কোথা পাইব বলো
কাননে কুসুম সুভাসে মাতিলো
পরশ বুলিয়া আড়ালে চলো
তবে কি সেই স্মৃতি জাগাতে মোরে
বাদল ঝড়ে প্রিয়ো
১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩১
কবির মন্ডল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৭
শিশির ভেজা রোদ বলেছেন: সুন্দর সকালে সুন্দর কবিতার জন্য ধন্যবাদ