নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবির মন্ডল

NIL

কবির মন্ডল › বিস্তারিত পোস্টঃ

দেখা হয় ক্ষনকালের পরে

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৬


দেখা হয় ক্ষনকালের পরে
তবু যেন মনে হয়
দেখা হয় কত কালের পরে
তবু এ মন উতলা রয়
দেখিতে তারে
রাখিতে নয়নে নয়নে

এত প্রেম প্রিয়ো , এত মধুর গহন
রোদেলা দহনে বৃথা সমীরনো
যদি ভুলিয়া যাও, যদি সরিয়া যাও
তবে কেন মিছে আশা
তবে কেন ভালবাসা
তবে কেন প্রভাত প্রান্তরে
বারে বারে ফিরে আসো

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫৭

খায়রুল আহসান বলেছেন: কবিতায় ব্যক্ত গভীর হৃদয়াবেগ স্পর্শ করে গেল। কবিতায় প্রথম 'লাইক' এবং প্রথম মন্তব্য রেখে গেলাম।
আমার ব্লগের পাতায় আপনাকে স্বাগতম জানাচ্ছি। সেখানে গত ০৭ জানুয়ারী ২০১৬ তারিখে "নীরব প্রার্থনা" নামে একটা কবিতা প্রকাশ করেছিলাম। সেটাতে আপনার মন্তব্য আশা করছি।
একটা সাজেশন দিতে চাই, বিবেচনা করে দেখতে পারেন, গ্রহনীয় না হলে উপেক্ষাও করতে পারেনঃ
আপনার কবিতার প্রথম স্তবকটি একটু সম্পাদনা করে এরকম করা যায় কিনা? -
দেখা হয় ক্ষণকালের পরে
তবু যেন মনে হয়
দেখা হয় কত কাল পরে
তবু এ মন উতলা রয়
দেখিতে তাহারে
রাখিতে নয়নে নয়নে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.