![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধ করে মালা গাঁথিয়া
পরাতে পারনি যারে
কি আর হবে মনে রাখিয়া
ভুলে যাও ভুলে যাও একেবারে
অষ্ট প্রহর দাবানলে জ্বলে
হৃদয় পুড়িয়েছে যার
জানি দেখিবেনা নয়ন মেলিয়া
ভালবাসিবেনা আর
এইতো সেদিনও বসিয়া থাকিতে
করিয়া কত মান
দেখা হয়নাই বলে চোখ ছলছলে
করিতে শত অভিমান
সেসব গেছে সন্ধ্যা তারার বনে
হারিয়েছে সব আলোছায়ার আবরণে
তবে থাক পরে থাক
ভাঙ্গাচোরা মন শূন্য ঘরে
লেখাঃ ২৯-৭-১৬
২| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৩
আয়েশা আহমদ বলেছেন: শুভকামনা রইলো ।
৩| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৫
সুমন কর বলেছেন: ভালো লাগল।
৪| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১:০১
অরুনি মায়া অনু বলেছেন: সাধু চলিতের মিশ্রণ হয়ে গেছে। যেকোন একটা বেছে নিলে ভাল হত।
৫| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ২:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: আরো ভাল লিখতে হবে।। শুভ কামানা
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৬
মেহেদী রবিন বলেছেন: বক্তব্য বেশ ভালো। শব্দ মাধ্যম অগোছালো।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪২
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক ভালোলাগলো