নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবির মন্ডল

NIL

কবির মন্ডল › বিস্তারিত পোস্টঃ

আজ সকালে

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৫

আজ সকালে
মেঘেদের গুনগুন বৃষ্টি ঝড়ে
তোমার ঘরের সামনে দাড়িয়ে
দরজায় করা নেড়ে বলি, চলো বৃষ্টিতে ভিজি !

চলো উষ্ণ কফি হাতে নিয়ে
সিড়ি বেয়ে বেয়ে ছাদে উঠি
মুক্ত জবার মুক্তো সুখে
দুজন দুজন কে জড়িয়ে বলি
ভালবাসি ভালবাসি

শীতল হাওয়ায় একটু দুষ্টুমি
ভিজে চুল ভিজে শরীর জল ভরা দৃষ্টি
আধো আধো কুসুমের ঘ্রাণ হয়েছে ভারি
মেঘ গুলো রাগ করেছে মেঘ কন্যা কেদে চলেছে
হয়ত আমাকে ভালবেসে

এখনো উঠোনি ঘুম থেকে তুমি?
সেই কখন থেকে দাড়িয়ে আছি আমি
ভীষন রাগ হচ্ছে, বৃষ্টি শেষে চলে যাব
আর আসবনা, কেদে সারা হলেও আসবনা আমি

ঘুম ঘুম চোখে দরজা খুলে বললে তুমি
"ঘুম পাচ্ছে ভীষণ ঘুমাবো এখন
এতো সকালে আমি কখনো উঠিনি
অন্য কোন শ্রাবণে ভিজব দুজনে যাও তো তুমি এখন'

বোকা মেয়ে বুঝেনা পুরুষের মন বুঝেনা রোমান্টিসিজম
বসন্ত গেছে চলে শ্রাবণ ও যাবে চলে
দুরত্ব বেড়ে চলে সময়ের তালে তালে
আজ না হয় কফি খাব লিকুর দোকান হতে


আবার আসবে শ্রাবণ বৃষ্টি হবে কোন এক সকালে
হয়ত বাজবেনা শ্রাবণের গান আজকের
হয়ত থাকবেনা কফির স্বাদ আজকের
বৃষ্টিও ভূলে যাবে সকল বিরহ

আবার আসব আমি
মেঘেদের গুনগুন বৃষ্টি ঝড়বে,
তোমার ঘরের সামনে দাড়িয়ে
দরজায় করা নেড়ে বলবো, চলো বৃষ্টিতে ভিজি !





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.