![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানেই বসে বসে রোদ পোহাত দাদিমা
দাদাভাই পাশে।
এখানেই ফসলের ক্ষেতে নিড়ি দিছে বাবা
মা ছিল পাহালে।
এখানেই উঠোনে খেলেছে বুবু এক্কা দোক্কা
আমি ডাঙ্গুলি।
এখানেই চড়ে বেড়াত ছাগল আর ভেরা
গোয়ালে গরু।
পুকুর পাড়ে ছিল পেঁপে আর কলা গাছ মেলা
বানিয়েছি কত ভেলা।
কড়ইএর মগডালে ঈগল বেঁধেছিল বাসা
মান্দারে কাক।
আজ আছে শুধু ঢেউ আর ভয়ানক স্রোত
দূরে ডুবু চর।
নেই কোন ঠিকানা নেই কোন ঘর।
_____কবির সরদার (১৩/১২/২০১৭)
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪
জাহিদ হাসান রানা বলেছেন: কিছুটা স্মৃতিচারণ আমিও করে ফেললাম।শুভকামনা রইল।।