![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেঙেছে কিছু বসত ভিটা তার সাথে দালান কোঠা;
তাতে কি!
ভেঙেছে কিছু মক্তব আর মন্দির তার সাথে মসজিদ;
তাতে কি!
ভেঙেছে কিছু জনপদ আর স্কুল তার সাথে সাঁকো-পুল;
তাতে কি!
ভেঙেছে কিছু ছোট খাট বাজার তার সাথে মাজার;
তাতে কি!
ভেঙেছে কিছু রাস্তা ঘাট তার সাথে ফসলের মাঠ;
তাতে কি!
মানুষ তো কোথাও মরে নি!!
স্বাধীন দেশের প্রজা তারা
এ দেশেরই উজির মোরা
করে দিব কিছু সুবিধা
তাহলে তো পুষে যাবে ক্ষতিটা।
এখন থেকে দিতে হবে না আর খাজনা,
প্রচার করে দাও দিয়ে ঢোলে বাজনা,
ঘুচে যাবে তোমাদের যতশত ক্ষতি,
আমরা তোমাদেরই ভোটে মহারানী।
________কবির সরদার (০৮/১২/২০১৭)
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০১
নূর-ই-হাফসা বলেছেন: কবিতার কথা গুলো সত্যি । ছন্দে প্রকাশ করলেন । ভালো লাগলো ।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লাগলো।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৩
কবির সরদার বলেছেন: ধন্যবাদ ।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫২
কানিজ রিনা বলেছেন: বাঃ সত্য বলেছেন বলে ধন্যবাদ।