![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চায়ের কাপে ঝড় – ১
শরীয়তপুর – ২ আসন, নরিয়া এবং সখিপুর থানা। এখানে মোট চায়ের দোকান কতগুলো হবে। সবাই এক বাক্যে বলবে জানি না। জানারও কথা না। এ জাতিয় কোন পরিসংখ্যানও নেই। এসব চায়ের স্টলগুলোতে এখন প্রধান আলোচনার বিষয় নির্বাচন – ২০১৯। নির্বাচন নিয়ে পর্যালোচনা করা খুবই দুরূহ ব্যাপার। এ ক্ষেত্রে আপনি যত নিরপেক্ষ ভাবে পর্যালোচনা করেন না কেন, সমালোচনার পাত্র হবেনই। তারপরও এসব অপবাদ মাথায় নিয়েই পর্যালোচনা করতে হয়। কারণ চায়ের কাপে ঝড় তো তুলতেই হবে।
দেখা যাক শরীয়তপুর-২ আসনের পূর্বের ইতিহাস। এ আসনের ইতিহাস খুবই সরল। আওয়ামী লীগের মহা দূর্যোগের সময়ও এখানে নৈকা প্রতিকই বিপুল ভোটে জিতেছে। তাই সেদিক দিয়ে বিবেচনা করে বলা যায় নির্বাচন একতরফা হোক আর সুষ্ঠু হোক, নৌকা প্রতীকের বিজয় অবধারিত। তাই আমার আলোচনা আমি নৌকা প্রতীকের উপরই সীমাবদ্ধ রাখব। এখন কথা হল কে পাবে এই নৌকা প্রতীক? পূর্বে এ আসন ছিল শুধু নরিয়া থানা নিয়ে। এখন সখিপুর থানা যোগ হয়েছে। অতএব চায়ের কাপে ঝড় একটু ব্যাপক ভাবেই তুলতে হয়। এদুটি থানার বিভিন্ন চায়ের স্টলে কমবেশি তিনটি নাম উঠে আসে।
প্রথমতঃ অল্প কিছু স্টলে যে নামটি শোনা যায় তিনি হলেন অভিজ্ঞ রাজনীতিবিদ আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী জনাব সুলতান মাহমুদ সীমন। তিনি এখন উপর মহলেই কিছুটা ঘোরাঘুরি করছেন। এলাকার জনগণ তাকে তেমন একটা পাচ্ছে না। তাছাড়া তার জনপ্রিয়তা বলতে গেলে এ দুটি থানার মধ্যে মাত্র ৩টি ইউনিয়নেই কিছুটা পরিলক্ষিত হয়। ইউনিয়ন ৩টি হল ভোজেশ্বর, বিঝারি ও ফতেহজঙ্গপুর। আরও পূর্বাপর বিভিন্ন ঘটনাবলী বিবেচনা করে তার প্রতীক পাওয়ার সম্ভাবনা ২০% এর বেশি দেখা যাচ্ছে না।
দ্বিতীয়তঃ যে নামটি একটু বেশিই শোনা যায় বিশেষ করে নরিয়া থানার ইউনিয়ন গুলিতে তিনি হলেন বাবার নামে বেশি পরিচিত ডাঃ খালেদ শওকত আলী। তিনি এখনও ব্যক্তিগত কোন রাজনৈতিক ইমেজ তৈরি করতে পারেন নি । যদিও ইদানিং এলাকার বিভিন্ন জনকল্যাণ মুলক কর্মকান্ডে তাকে দেখা যাচ্ছে। আমাদের দেশের গতানুগতিক ধারার মত উত্তরাধিকার সূত্রেই সে নৈকা প্রতীকের দাবিদার। তার প্রতীক পাওয়ার সম্ভাবনা ৩০%।
তৃতীয়তঃ যে নামটি বহুল উচ্চারিত, আনাচেকানাচে প্রতিটি চায়ের স্টলেই আলোচনায় আসেন যিনি তিনি হলেন প্রাক্তন ছাত্র নেতা জনাব এনামূল হক শামীম। উপরমহলে তার যেমন যোগাযোগ তেমনি এলাকায় ও তাঁর আনাগোনা। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে তাকে সবসময়ই দেখা যাচ্ছে।
কাপের চা শেষ হয়ে যাচ্ছে, প্রচন্ড শীত পরছে, রাত হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে। তাই আজকের শেষ চুমুকে বলে যাই প্রতীক পাওয়ার ব্যাপারে তার সম্ভাবনা ৫০%।
_____ কবির সরদার (০৯/০১/২০১৮)
১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৬
কবির সরদার বলেছেন: এটি মজা পাওয়ার পোস্ট নয় । তবে দেখি, আগামীতে মজা দেওয়া যায় কিনা।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২৭
চাঁদগাজী বলেছেন:
ওখানকার বর্তমান এমপি কে, এবং কিসের ব্যবসা করে?
১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৭
কবির সরদার বলেছেন: অবঃ কর্ণেল শওকত আলী, নৌকার ব্যবসা করে।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৪২
আবু তালেব শেখ বলেছেন: আপনিতো লাস্টের জন পুরোপুরি সাপোর্ট করলেন লেখায়
১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৮
কবির সরদার বলেছেন: আমিতো আগেই বলেছি, সমালোচনার পাত্র হবই।
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমার বাড়ি শরীয়তপুরে। তাই বলতে পারি শামীম পাওয়ার সম্ভাবনা ৬০ পারসেন্ট। আর সে পেশাদার রাজনৈতিক। এবং পূর্বে কেন্দ্রীয় ছাত্র নেতা ছিল।
১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৯
কবির সরদার বলেছেন: এটা আপনার মতামত।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২
রাজীব নুর বলেছেন: হুম।
১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০
কবির সরদার বলেছেন: ধন্যবাদ।
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২
কামরুননাহার কলি বলেছেন: আমার বাড়ি শরিয়তপুর আমি মনে করি না শরিয়তপুরো যোগ্য কোন ব্যাক্তি আছে। যারা আছেন তারা ভালো কিছু বুঝেন না। শরিয়তপুরের রাস্তাঘাটের অবস্থা দেখেছেন। কোন আমলে আব্দুল রাজ্জাক সাহেব কাজ করে গেছেন তা এখন ভেঙে ভেঙে পড়েছে। কেউ দেখেছে সেটা। আজও পর্যন্ত ভালো কাজ করে দেখিয়েছে শরিয়তপুরের দেখাইনি। শরিয়তপুরের কত সুন্দর সুন্দর ঐতিহাসিক স্থান জিনিস রয়েছে সেগুলোর কোন উন্নতি করেছে কোন রাজনীতিবিদগণ করেনি। তাহলে তারা নির্বচনে দাড়িয়ে কি করবে। টাকা হাতে নিয়ে পালাবে সেটাই তো।
১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩১
কবির সরদার বলেছেন: যারা আছেন তাদের ভিতরই আমাদেরকে বেছে নিতে হবে। তারা যাদি আরো এক্টিভ হতেন তাহলে তাদের পার্সেন্টসি বেড়েে যেত।
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০
খায়রুল আহসান বলেছেন: আগাম পূর্বাভাস! তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সময়ের তোড়ে বহু পূর্বাভাস ভেসে যায়।
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪২
সাইন বোর্ড বলেছেন: নৌকার একচেটিয়া ব্যাবসা দীর্ঘ মেয়াদী লাভজনক, একজন শুরু করলে বাকীরাও ফাটাফাটি...
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
কবির সরদার বলেছেন: তা ঠিক, খায়রুল আহসান।
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
কবির সরদার বলেছেন: একচেটিয়া সাইনবোর্ডের ব্যবসাও খারাপ না।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:০৭
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: এতোটা মজা পাইলাম না, যদি অন্য দলের ব্যপার সহ বিস্তারিত হতো তা হলে সুন্দর হতো । আগামী পোস্টের অপেক্ষায় ।