নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কর্মব্যস্ততার মধ্যে একটু সময় পেলে কিছু একটা লিখি।

কবির সরদার

কবির সরদার › বিস্তারিত পোস্টঃ

একটি হত্যাকান্ড! অতঃপর ???

০৮ ই মে, ২০১৮ বিকাল ৩:২৫

শরীয়তপুর জেলার নড়িয়া থানার আনাখন্ড গ্রামের দরিদ্র রিকশা চালক ইলিয়াস বেপারীর একমাত্র কিশোর ছেলে রনি। যে ছিল দরিদ্র বাবা মায়ের একমাত্র স্বপ্ন। গত বছর ২ মে নিখোঁজ হয়, পরদিন ৩ মে কীর্তিনাশা নদীতে তার ভাসমান লাশ পাওয়া যায়। তার পরের ঘটনা এলাকাবাসীর জানা। এ হত্যাকান্ডের বিচারের দাবিতে এলাকবাসী অনেক আন্দোলন করেছে। ফলাফল, শুধুই আশ্বাস!

প্রশাসন বলেছিল সঠিক তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করবে। এখন সব ধোঁয়াশা। চিহ্নিত খুনিরা জামিন পেয়ে ঘুরছে। তদন্তের নামে প্রহসন চলছে। বাদী পক্ষ দরিদ্র বিধায়, পুলিশ তাদের গুরুত্ব দিচ্ছে না। এই সুযোগে আসামীরা তাদের ইচ্ছে মত তদন্ত প্রভাবিত করছে। আর আমাদের দেশের প্রশাসন, সে তো সবারই জানা। এরা জনগণের দুঃখ কষ্ট বুঝবে কী করে। পুলিশের যিনি আছেন ইনভেস্টিগেশন অফিসার, তিনি কী তদন্তের কোন অগ্রগতি বাদীকে জানিয়েছেন?

ইচ্ছে করলে তিনি পারেন সঠিক তদন্ত করতে। কিন্তু বাদিতো দূর্বল। সেতো পারবে না তার দৃষ্টি আকর্ষণ করতে। সাধারণত এসব ক্ষেত্রে ন্যায়ের চেয়ে পকেটের দিকেই দৃষ্টি বেশি থাকে। তা না হলে আজ সন্তান হারা বাবা মা কেন চোখের জল ফেলবে? আর বিচারের নামে প্রহসন দেখবে? আমাদের সমাজের কলুষিত রূপ দেখে দেখে তাদেরকে বাকিটা জীবন পার করতে হবে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৬

সোহাগ তানভীর সাকিব বলেছেন: অত্যান্ত দুঃখজনক ঘটনা।

০৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৫০

কবির সরদার বলেছেন: দুঃখ নিয়েই বেঁচে আছি!

২| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: এই বিচার কোনো দিনই হবে না।
দরিদ্ররা এই দেশে বিচার পায় না।

০৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৫০

কবির সরদার বলেছেন: সহমত।

৩| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৪২

মোস্তফা সোহেল বলেছেন: এদেশে সঠিক বিচার পাচ্ছেটা কে?

০৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৫১

কবির সরদার বলেছেন: পাচ্ছে, যাদের ক্ষমতা আর টাকা আছে।

৪| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৬

বিপরীত বাক বলেছেন:

কি কারণে মেরেছে সেটা না জেনে ---গা ফাটায়া খালি চিল্লালেই তো হবে না। আগে কারন জানুন। ছেলেটার ফটো দেখে তো মনে হচ্ছে না সে দরিদ্র পরিবারের ছেলে। পোঙটা পোঙটা মনে হচ্ছে।

০৯ ই মে, ২০১৮ রাত ১২:৩১

কবির সরদার বলেছেন: খুনির পক্ষে কথা বলা এক ধরণের অপরাধ। আর অপরাধিরা সব সময়ই তাদের নাম পরিচয় গোপন রাখতে চায়। খোঁজ করলে বেড়িয়ে আসবে। এ হত্যাকন্ডের একটা ক্লু এখনই পাওয়া গেল। আমি সংশ্লিষ্ট কতৃপক্ষকে বিপরীত বাক সম্পর্কে তদন্ত করার আহ্বান জানাচ্ছি।

৫| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:০২

ছাসা ডোনার বলেছেন: দু:খ্যে যাদের জীবন গড়া তাদের আবার দু:খ্য কি কিসে?

০৯ ই মে, ২০১৮ রাত ১২:৩৩

কবির সরদার বলেছেন: দুঃখ থেকে বেড়িয়ে আসার একটা প্রচেষ্টা করা যায়।

৬| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৩

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: কেবল মাত্র আমরাই পাড়ি মানুষের চেহারা দেখে বিচার করতে। এইজন্যই জাগায় জাগায় ম্রা খাই।

৭| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


বাচ্চাকে হ্ত্যা করার কারণ কি? কারা হ্ত্যা করেছে?

০৯ ই মে, ২০১৮ রাত ১২:৩৫

কবির সরদার বলেছেন: আর্থিক লেনদেন।

৮| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সহমত।

অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.