![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ! শুধু বি.বড়িয়ায় নয় পুরো দেশের সিংহভাগ জনগণই ঐ দুই দলের সমর্থনে বেহুদা মাতোয়ারা। অনেকেই এটা দোষের ভাবছেন। আসলে এটা তেমন দোষের মনে করছি না। কারণ মানুষ বোর হয়ে গেছে। তাই কোন একটা উছিলা পেলেই লাফালাফি-দাপাদাপি করে আনন্দ প্রকাশ করে। এই বোর শুধু করোনার কারণে নয়। আমাদের জীবন থেকে এখন প্রতিযোগিতা হারিয়ে গেছে। দেশের কোন সেক্টরেই আজ প্রতিযোগিতা নেই।
এখন আবাহনী মোহামেডানের খেলা কবে তার খবর কেউ রাখে না। কারণ, ম্যাচের ফলাফল নির্ধারিত হয় টেবিলে বসে। দেশের সরকার গঠনে নেই কোন প্রতিযোগিতা। স্থানীয় সরকারে যেটুকু ছিল-তাও দলিয় প্রতীকের কারণে হারিয়ে গেছে। ফলাফল নির্ধারিত হয় রাতবিরেতে।
চাকুরি ক্ষেত্রে? সেখানেও নেই প্রতিযোগিতা। প্রার্থীর যোগ্যতা নির্ধারিত হয় বাহাতের মুঠ কার বেশি মোটা সেই হিসেবে। শিক্ষা ক্ষেত্রে যাও একটু প্রতিযোগিতা ছিল তাও অটো পাশের কারণে মিলিয়ে গেছে।
এখন বলুন, মানুষ আনন্দ করবে কিভাবে? তাই দশ/বার হাজার মাইল দূরের কোন আদিবাসী দেশের খেলাধুলা নিয়ে আমরা করি এতো মাতামাতি।
১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪২
কবির সরদার বলেছেন: তাই মনে হচ্ছে।
২| ১২ ই জুলাই, ২০২১ ভোর ৬:০৭
কবিতা ক্থ্য বলেছেন: বাংলাদেশ কি এশিয়া, নাকি আফ্রিকা মহাদেশে- মাঝে মাঝে কনফিউসড হয়ে যাই।
১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪৩
কবির সরদার বলেছেন: এটা আসলে সব মহাদেশেরই অংশ বিশেষ!
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০২১ রাত ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: অসুস্থ প্রতিযোগিতা ।