নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কর্মব্যস্ততার মধ্যে একটু সময় পেলে কিছু একটা লিখি।

কবির সরদার

কবির সরদার › বিস্তারিত পোস্টঃ

পরিমনি নির্দোষ!

১১ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫১

পরিমনির অপরাধ কি?
পরিমনি কি কারো মাথায় বাড়ি দিয়ে টাকা কামিয়েছে? পরিমনি ঘুষ খেয়েছে? পরিমনি কাউকে ধর্ষণ করেছে? পরিমনি কাউকে হত্যা কেরেছে, না হত্যার পরিকল্পনা করেছে?

তাহলে তার অপরাধ কি?
তার বাসায় মাদক পাওয়া গেছে, এইতো। একজন বাইজির (বেশ্যা) বাসায় মাদক থাকতেই পারে।

পরিমনির বিপুল পরিমান অবৈধ সম্পদ?
বাইজিদের ইনকামটাই এরকম। রূপ লাবণ্য যতদিন আছে, ততদিন অঢেল টাকা পয়সা আসতেই থাকবে। তাদের কোন রেট নেই। জলসা ঘরে খুশি হয়ে কেউ কেউ গাড়ি, বাড়ি গিফট করতেই পারে।

আজ থেকে হাজার বছর আগে রাজা বাদশাদের আমলেও বাইজিদের ইনকাম ভালোই ছিল। তখনও কোন প্রশাসন তাদের উত্তক্ত করে নি। কারণ সে সময়েও বাইজিরা শাসক শ্রেণির মনোরঞ্জনের প্রধান খোরাক ছিল। বরঞ্চ তখন অনেকে মুগ্ধ হয়ে তাদেরকে হেরেমে স্থান দিয়েছে।

এখনো তাই আছে। কারণ আমরাও এখনো সেই শাসন ব্যবস্থায় আছি। তা না হলে প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তার বাইজির সাথে এমন রং তামাশার পরও সে তার পদে এখনো কিভাবে বহাল তবিয়তে থাকে?

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: শাহজাদা সেলিমও তো আনারকলির প্রেমে পড়েছিল। সাকলাইন সাহেবের কোন দোষ নাই। মনে করেন সাকলাইন হোল শাহজাদা সেলিম আর পরীমনি হোল আনারকলি। পরীমনি আর সাকলাইন সাহেবের প্রেম স্বর্গীয়। পাবলিক যেভাবে সাকলাইন আর পরীমণির পিছনে লেগেছে তাতে মনে হচ্ছে স্বর্গ ছাড়া ওনাদের মিলনের এখন আর কোন সুযোগ নাই।

আপনি পরীমণির পক্ষে লিখলেন নাকি বিপক্ষে লিখলেন বুঝতে পারলাম না।

১১ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩২

কবির সরদার বলেছেন: পক্ষ বিপক্ষ বুঝি না। পুলিশ কর্মকর্তার দায়িত্বহীনতাকে ধর্তব্যের ভিতর নিতে হবে।

২| ১১ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০৯

সাসুম বলেছেন: ব্লগের পাক পবিত্রতা রক্ষায়, পরিমনী নিয়ে পোস্ট অফ করা উচিত।

পচা লেবু বেশি কপচাইলে পচা গন্ধ ওয়ালা তিতা রস বের হয়ে চারদিক এসিডিক দুর্গন্ধ ময় করে দেয়

১১ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৪

কবির সরদার বলেছেন: সরকার যেন আর না কপচায় সে জন্যই লেখা।

৩| ১১ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৫

রানার ব্লগ বলেছেন: একজন নারি কে বেশ্যা বলা অনেক সহজ !!!! ধুমধাম বলে ফেলা যায় !!!

১২ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১০

কবির সরদার বলেছেন: তাহলে তার প্রফেশন কি?

৪| ১১ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩০

কামাল১৮ বলেছেন: খারাপটা দেখলেন কোথায় ?একজন পূর্ণবয়স্ক ব্যক্তির স্বাধীনতা আছে একাধীক প্রেম করার কিন্তু একসাথে না।

১২ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৪

কবির সরদার বলেছেন: বাদির সাথে তদন্ত কর্মকর্তার মাখামাখি তদন্ত কাজকে প্রভাবিত করতে পারে। তদন্ত কর্মকর্তা তার উপর অর্পিত সরকারি দায়িত্বের চরম লঙ্ঘন করেছে।

৫| ১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১৪

রানার ব্লগ বলেছেন: তার প্রফেসান তিনি একজন অভিনেত্রী।

আপনার কি অভিনেতা অভিনেত্রীদের পতিতা মনে হয় না কি ?

আপনি কি করেন ???

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৩

কবির সরদার বলেছেন: এ যাবত সে কয়টা ছবিতে অভিনয় করেছে? তার কয়টা ব্যবসা সফল হয়েছে? সেখান থেকে সে কত টাকা আয় করেছে? সেই অর্থ কি তার বাস্তব সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ?
আপনি নিজেইতো আপনার নাম পরিচয় গোপন করে রেখেছেন। অন্যের পরিচয় জানার অধিকার আপনার কতটুকু আছে?

৬| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৪

রানার ব্লগ বলেছেন: আপনাকে কে বললো আমার নাম গোপন রেখেছি !!!

ওনার এই পর্যন্ত ১২ টা ছবি রিলিজ হয়েছে পাইপ লাইনে সব বিক্ষাত বিক্ষাত ছবি ছিলো (কারন এখন আছে কি না জানি না) ৮ টা ছবি সুপার হিট। আর ওনার আয় হ্যায়ের হিসেব জানার দায়ীত্ব আমার নয় এটা ইনকামট্যাক্স এর কাজ।

যতোটুকু নিউজে দেখছি তিনি ভাড়া বাসায় থাকতেন এবং যে গাড়ি খানা দেখাচ্ছে ওটা টেস্ট ড্রাইভের জন্য এনেছিলেন এবং গাড়ি তার স্বস্থানে অর্থাৎ গাড়ির দোকানে ফেরত গেছে এর সবই সংবাদে এসে গেছে।

পরিমনি যে দোষে দুস্ট এমন অন্যায় বা দোষ অনেক ছেলেই করে প্রতিনিয়ত কয়জন কে জেলে ঢুকাইছেন ?

৭| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৬

রানার ব্লগ বলেছেন: আর একটা কথা আমি অন্যের ব্যাক্তিগত বিষয়ে নিজের মস্তিষ্ক কে পরিশ্রম করাই না। প্রাইভেসি বলে একটা শব্দ আছে যাতে আমি বিশ্বাসী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.