![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু দিন আগে একটা ফানি পোস্ট দেখেছিলাম। মুসলিমদের সব বাবা আর হিন্দুদের সব মা। যেমন শাহ আলি বাবা, জান শরিফ বাবা ইত্যাদি। আবার হিন্দুদের মা মনষা, গরু মাতা ইত্যাদি।
এই সব বাবাদের সন্তান আর অনুসারিরা খায় বাবা আর চুলে জট বাধিয়ে মাজারে মাজারে মন্দিরা বাজায়। অপরদিকে ঐ মায়ের সন্তানরা বিষাক্ত সাপ আর গরু হইয়া জন্ম নেয়।
শতকরা ৩৫ ভাগ মুসলিম অধ্যুষিত জনপদে এ জন্যই তারা গরু মায়ের গোস্ত খাওয়া নিষিদ্ধ করেছে। এই আইন প্রণেতা সাম্প্রদায়িক গরুগুলি যে তাদের দরিদ্র কৃষকদের আরো দারিদ্রতার মধ্যে ডুবিয়ে দিচ্ছে তা কি তাদের সাধারণ জনগণ বোঝতে পারছে? একটি কৃষক পরিবারের অন্ততঃ একটি গরুও যদি থাকে তাহলে বছর শেষে তার দাম দাড়ায় ৫০ হাজার থেকে ১ লাখ রুপি। এখন সেই গরুকে দরিদ্র কৃষকদের মাটি দেওয়া ছাড়া আর কোন পথ খোলা রইল না।
১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫৪
কবির সরদার বলেছেন: টিকটিকিই একমাত্র রক্তহীন না, তেলাপোকাও আছে।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:০৪
রক্তহীন বলেছেন: গরু একমাত্র গবাধী পশু নয়। এত চিন্তার কিছু নেই। আন্দাজে !