নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কর্মব্যস্ততার মধ্যে একটু সময় পেলে কিছু একটা লিখি।

কবির সরদার

কবির সরদার › বিস্তারিত পোস্টঃ

ঢুস খেয়ে হুস!

১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫৮

ছবিঃ নেট

মনে হয় তালেবানরা তাদের পুরানো ভুল থেকে শিক্ষা নিয়েছে। কাবুল বিজয়ে তারা যথেষ্ট মানবিকতর পরিচয় দিয়েছে। কাবুলে হয় নাই কোন লুটতরাজ, দাঙ্গাহাঙ্গামা, খুন-খারাবি। জঙ্গি ভাবধারা আর তাদের ভিতর পরিলক্ষিত হচ্ছে না। তারা যদি ইসলামের সঠিক শিক্ষা নিয়ে দেশ পরিচালনা করে এবং বহির্বিশ্বের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে তাহলে তাদেরকে স্বাগতম। তবে তাদেরকে ধীরে ধীরে গণতান্ত্রিক ভাবধারায় ফিরে আসতে হবে।

কিন্তু তারা যদি আগের মতো মূর্খতার পরিচয় দেয় এবং আশেপাশের দেশগুলোর জঙ্গি গোষ্টিকে উসকে দেয় তবে তারা ১ম ভুলের খেসারত যেমন ২০ বছর দিয়েছে দ্বিতীয় ভুলে হয়তো আরো বেশি কিছু হারাতে হতে পারে।

এদিকে আমাদের দেশের কোন কোন সম্প্রদায় তাদের বিজয়ে পুলকিত হচ্ছে। এতো পুলকিত হওয়ার কোন কারণ আমি দেখছি না। তাদের বিজয় সহজ হওয়ার কারণ তারা লড়েছে বিদেশী শক্তির বিরুদ্ধে। এজন্য তারা তাদের নিজ সেনাবাহীনির প্রচ্ছন্ন সহযোগিতা পেয়েছে। এই সেনা সদস্যরা এতোদিন আমেরিকানদের দ্বারা পরিচালিত হচ্ছিল। আমেরিকা সৈন্য প্রত্যাহারের সাথে সাথে তারা একপ্রকার আত্মসমর্পনের নাটক করে তালেবানদের হাতে ক্ষমতা হস্তান্তর করল। যাহোক প্রাণহানী না হওয়ায় শুকরিয়া।

এখন তাদের শাসন ব্যবস্থা কি রকম হয় তা অবলোকন করবে বিশ্ববাসী। ১৯৯৬-২০০১ সময়কার সেই দম বন্ধ করা অন্ধকার যুগের শাসনে তারা নিশ্চই আবার ফিরে যাবে না। এখন আর শিক্ষা, সংস্কৃতি, নারী স্বাধীনতার মত গুরুত্বপুর্ণ ইস্যুগুলোর ব্যত্যয় ঘটাবে না। যথেষ্ট শিক্ষা হয়েছে তাদের। এবার হয়তো বিপুল প্রাকৃতিক সম্পদের ভান্ডার আফগানিস্থানকে উন্নয়নের ধারায় নিয়ে যাবে তারা। বিজয় পরবর্তি তাদের আচরণে তাই অনুমেয়। তোমাদের জনগণের শান্তি, আমাদের স্বস্তি।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:০৯

সাসুম বলেছেন:

নর্দান বালাখ প্রদেশ দখল করার পর তালেবান এর ১ম কাজ ছিল এই পোস্টার ছাপানো।

এর সাথে, সেলুনে পুরুষ দের দাড়ি শেভ করতে না করা।
মহিলাদের চাকুরি ছেড়ে দিয়ে পুরুষ আত্মীয় দের হাতে সেই চাকুরি হস্তান্তর করা
নারীদের কে বাড়ির বাইরে যেতে হলে পুরুষ মাহরাম সংগী সহ যেতে বাধ্য করা।
তালেবান যোদ্ধাদের কে শহরের অবিবাহিত মেয়েদের কে বিয়ে করতে বাধ্য করা।

এসব নিউজ মাত্র ১ সপ্তাহ ও হয় নি, এখনো সকল পত্র পত্রিকা ইভেন কাতারের আল জাজিরাতে শোভা পাচ্ছে।

আপনি আসছে তালেবান তাদের র‍্যাডিকাল ধারনা থেকে চেঞ্জ হয়েছে সেটা নিয়ে? পুরা দেশের সকল সিটিতে এগুলা করছে তারা বাট কাবুলে কেন করছেনা? কারন- কাবুলে এখনো মার্কিন বাহিনী রয়ে গেছে ( যদিও খালি এয়ারপোর্টে তারা )

সো, একটু সময় দেন। আর এটা ঠিক তারা এবার রাজনৈতিক পথে অনেক গোছানো,

তবে কালা কুত্তার লেজ যেমন সারা জীবন লাইট মেরে ধরে রেখে সোজা করা যায়না, তেমনি জংগি টেরোরিস্ট তালেবান রা, ও ভাল হয়ে যাবে এটা ভাবা বোকার চিন্তা।

১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৩

কবির সরদার বলেছেন: তোলেবানদের কর্মকান্ডে বাধা দেওয়ার শক্তি আমাদের নেই। তবে তাদের দ্বারা এখন মানব কল্যাণ হোক এটাই আমাদের আশা। বেশি চালাকি চিন্তা করেও লাভ নেই।

২| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৫১

মোহামমদ কামরুজজামান বলেছেন: ১৯৯৬ আর ২০২১ সাল এক নয়। দুনিয়া সদা পরিবর্তনশীল। আর তালেবানদের সাম্প্রতিক কার্যকলাপে এ কথা বলা যায় ,তারাও এ পরিবর্তনের বাইরে নেই। আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে তাদের। আর তাইতো তারা কাবুল দখলের পর থেকে গত ২/৩ দিন যে বিজ্ঞ সিদ্ধান্ত নিয়েছে এর ফলেই কোন লুটতরাজ,হত্যা ঘটেনি । সর্বশেষ মানুষের প্রাত্যহিক জীবন স্বাভাবিকের পদক্ষেপ নেয়া এবং সরকারী চাকুরীজীবিদের সাধারন ক্ষমার ঘোষনা দিয়ে মানুষের মনে জায়গা করে নেয়ার প্রচেষ্টা । এটা আশা করা যায়,গত বারের ভূল থেকে শিক্ষা নিয়ে এবার আর সেই ভূল গুলি করবেনা।

১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২৭

কবির সরদার বলেছেন: ঠিক এরকম আশাই আমরা করছি।

৩| ১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:



আফগানিস্তানকে হালাল জংগি ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করবে ইরান, পাকিস্তান, রাশিয়া ও চীন। আপনি চাইলে ফ্রি ট্রেনিং পাবেন।

১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩২

কবির সরদার বলেছেন: গ্রীন সিগনাল পেলে আমাদের দেশও তাদের স্বীকৃতি দিবে, তখন জঙ্গি দমন ট্রেনিং সেন্টার ওখানেই হবে।

৪| ১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩২

সাসুম বলেছেন: সব চেয়ে মজার বিষয়- আম্রিকা পাকিস্তান থেকে জোর করে তালেবান নেতারে ছুটাইয়া আইনা, কাতারে দোহায় তালেবান এর হেড অফিস বানাইয়া, সেখানে তালেবান এর লগে আফগানিস্তানের ফিউচার নিয়ে আলোচনা করে আফগানিস্তান এর লোকজন ছাড়া-

আর মানুষ বিশ্বাস করে, তালেবান আম্রিকার লগে যুদ্ধ করে কাবুল দখল করছে। হাহাহাহ

হায়রে মানোস! হায়রে বোকারাম!

১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৬

কবির সরদার বলেছেন: এটা আপনার মতো কেউ কেউ হয়তো বিশ্বাস করেছে। কিন্তু সকলেই বুঝতে পেরেছে যে তালেবানদের কাছে শাসনভার হস্তান্তর হয়েছে। আমেরিকা আর অর্থনৈতিক চাপ সহ্য করতে পারছিল না।

৫| ১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৮

সন্ধ্যা প্রদীপ বলেছেন: এদেশের লোক খুব উল্লাসে ভেসে যাচ্ছে---বুঝতে পারছিনা স্বাধীনতার আনন্দটা আসলে কাদের।

১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২৮

কবির সরদার বলেছেন: কারো কারো ঐ দেশে বিবাহ সূত্রে আত্মিয়তা আছে মনে হয়।

৬| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।

১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২৮

কবির সরদার বলেছেন: কি বুঝাতে চাইছেন?

৭| ১৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৪৩

রানার ব্লগ বলেছেন: আমাদের দেশের ততাকথিত উল্লাসিত জনগণ যদি ভাবে তালেবানদের ভয় আমেরিকা ধরহরিকম্প দিয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে, তাহলে সেই সব ততাকথিত উল্লাসিত জনগণ কে বার্তা পাঠান এই বলে ক্ষ্যামতা থাকলে কাবুল বিমানবন্দর এই মূহুর্তে দখল করে দেখাক কারন আফগানীরা ওই পথে চম্পট দিচ্ছে।

১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১৮

কবির সরদার বলেছেন: ঠিক ওরকম মনে হচ্ছে না। সবকিছু চুক্তি অনুসারেই হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.