![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাঁকিবাজ বাঙ্গালি! কথাটা শতভাগ বাস্তব। বাঙ্গালিরা শিশুকাল থেকেই আলাদিনের চেরাগের গল্প শুনে আসছে। তাই তারা আলাদিনের মতই বিনা পরিশ্রমে রাজপ্রাসাদের মালিক হতে চায়। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ফাঁকিবাজি। শিশুকালে স্কুল ফাঁকি, পরীক্ষায় অটো পাশের ফাঁকি, চাকুরীতে মেধার ফাঁকি আর কর্ম জীবনের পুরোটাই ফাঁকি। নির্বাচনে ভোটের ফাঁকি তথা রাজ্য শাসনে পুরোটাই ফাঁকি। এতো ফাঁকির ভিতরও চলছিল ভালোই। কিন্তু বর্তমানে করোনা এসে ফাঁকিবাজদের ঢোলে দিয়েছে বারি। করোনার অজুহাতে অফিস আদালতে প্রকাশ্য ফাঁকি।
করোনার কারণে অফিস ফাঁকি দেওয়া কর্মকর্তা আর কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কক্সবাজারে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। মন্ত্রীমহোদয় নানন টালবাহানায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পায়তারা করছেন। তাদের তো অসুবিধা নেই। ছাত্র ছাত্রীদের কেরিয়ার ধ্বংস করে অটো পাশ দিয়ে দিবেন, আর অভিভাবকদের পকেট কেটে নিবেন।
করোনা যদি এতোই মহামারি হতো, তাহলে স্বাস্থ্য খাতের ডাক্তার কর্মচারি, কর্মকর্তারা ডিউটি করছে কিভাবে?
অন্যান জরুরী সেবার কর্মিরা দিন-রাত কাজ করছে কিভাবে?
কল-কারখানাগুলো চলছে কিভাবে?
দেশের লক্ষ লক্ষ পাইকারী খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কর্মচারিরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে কিভাবে?
এরকম হাজার প্রশ্নের উত্তর অজানা! কারণ আমরা প্রজা!!
১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৪
কবির সরদার বলেছেন: কি করে বুঝলেন?
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:২৭
সোবুজ বলেছেন: তবু ভাল যে অফিসের কাজ ফাঁকি দিয়ে লেখেন না।