![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের বিষয়টি জাতিসংঘের মানবাধিকার পরিষদে এবং অন্যান্য দেশের কাছে তুলে ধরবেন পাকিস্তান।শুক্রবার পাকিস্তানের উচ্চকক্ষ পার্লামেন্ট সিনেটে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপদেষ্টা সারতাজ আজিজ এই কথা বলেছেন। তিনি বাংলাদেশে জামায়াত নেতাদের ফাঁসি দেওয়ায় দুঃখ প্রকাশ করেন । তিনি বলেছেন এই বিষয়ে মুসলিম বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে।
ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে এভাবে মৃত্যুদণ্ড কার্যকর মানবাধিকার লংঘন এবং বাংলাদেশ ভারত ও পাকিস্তানের ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির লংঘন দাবি করে এ বিষয়ে দৃষ্টি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান সারতাজ আজিজ।
১৯৭১ সালে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান থেকে আলাদা হওয়া বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার নিয়ে ইসলামাবাদের এ ধরনের প্রতিক্রিয়াকে অযাচিত হস্তক্ষেপ বলে আসছে ।দেশটির সিনেটের নেতা রাজা জাফরুল হক বলেছেন বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড ঠেকাতে মুসলিম দেশগুলোর যৌথ পরিকল্পনা নেয়া উচিত।তার আগে সিনেট সদস্যরা বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করায় তুরস্ককে ধন্যবাদ জানান এবং তারা বলেন পাকিস্তানের এ বিষয়ে জোরদার অবস্থান নেয়া উচিত।
তবে রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়ে আঙ্কারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বৃহস্পতিবার জানিয়েছেন।
গত ১০ মে দিবাগত রাত ১২টা ১০ মিনিটে মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসলামাবাদে বাংলাদেশের রাষ্ট্রদূতকে পাকিস্তান এবং ঢাকায় পাকিস্তানের রাষ্ট্রদূতকে বাংলাদেশ তলব করে।
তথ্য দ্যা কারেন্ট নিউজ।
১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৫৬
কাঁচাঝাল বলেছেন: ঠিক বলেছেন একদম সত্য কথাটির জন্য ধন্যবাদ ।
২| ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৪১
হুকুম আলী বলেছেন: আমাদের দেশ নিয়ে কেন যে ওরা মাথা ঘামায়- -
১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৫৯
কাঁচাঝাল বলেছেন: ওই দুই দালাল বেজর্মা দেশ দুটি যতদিন আমাদের দেশ নিয়ে মাথা ঘামাবে ততদিন আমাদের দেশ ঠিক হবে না ।
১। ভারত দালাল মদি চদি
২। পাকিস্তা পাখীস্থান ।
ধন্যবাদ
৩| ১৪ ই মে, ২০১৬ সকাল ১১:০০
যাযাবর রাজা বলেছেন: কুকুরের লেজ বারো বছরেও সোজা হয়না
১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:১৫
কাঁচাঝাল বলেছেন: একদম ঠিক কইছেন শালারা ঠ্যাঠাগো লগে পারে কে ?
৪| ১৪ ই মে, ২০১৬ সকাল ১১:৫২
মোস্তফা ভাই বলেছেন: বরাবরের মতো এবারও মানবাধিকার নিয়ে পাকিস্তানের অনড় অবস্হান। পার্সেল করে কিছু পায়খানা পাকিস্তানে পাঠিয়ে দেবো।
১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:১৭
কাঁচাঝাল বলেছেন: আমার আবার সকালের পায়খানাতা পরিমানে অনেক বেশি এবং খুবই দূরগন্ধ যুক্ত হয় আমারগুলা
ভারতে আর পাখীস্থান দালাগুলাইনরে বর্তা বানাইয়া দিমু ।
৫| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৩
রাফা বলেছেন: ঐ নরপিশাচরা যত চিৎকার করবে আমাদের বিচার ততই যথার্থ প্রমাণিত হবে।এই গেলমানদের কথা কি ভুলে যাওয়া সম্ভব অপ-পাকিস্তানের পক্ষে।ফাঁসির দড়িতে ঝুলবে বাংলাদেশে আর চিৎকারটা হবে পাকিস্তানিদের এটাই'তো যথার্থ।
১৫ ই মে, ২০১৬ সকাল ১১:৫৯
কাঁচাঝাল বলেছেন: ঠিক পাকিস্তানিদের জন্য এটাই'তো যথার্থ।
৬| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১:৪০
ক্থার্ক্থা বলেছেন: হুম সব দালালের লেজ এক জায়গায় ।
১৫ ই মে, ২০১৬ দুপুর ১২:০০
কাঁচাঝাল বলেছেন: হুম তাও ঠিক ।
৭| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১:৪৯
রানার ব্লগ বলেছেন: আমার কিন্তু খারাপ লাগছে না পাকিস্থানী দের চিৎকার। এ যেন লাইলি মজনুর প্রেম। মজনু মিয়া ডান্ডা খাইলে লাইলি ব্যথায় কাঁতর। পূর্ণ দৈর্ঘ্য চলচিত্র চলিতেছে।
১৫ ই মে, ২০১৬ দুপুর ১২:০০
কাঁচাঝাল বলেছেন: পূর্ণ দৈর্ঘ্য চলচিত্র চলিতেছে
৮| ১৪ ই মে, ২০১৬ দুপুর ২:৩৫
শেয়াল বলেছেন: হ্যাগোরে চিল্লাইতে দেন । বিনুডুন রকজ
১৫ ই মে, ২০১৬ দুপুর ১২:০১
কাঁচাঝাল বলেছেন: চিল্লাক
৯| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:২৪
অপরাধ দমন কমিশন বলেছেন: সব কেয়ামতের লক্ষণ ।
১৫ ই মে, ২০১৬ দুপুর ১২:০২
কাঁচাঝাল বলেছেন: হুম কেমনে কুমু কিছের লুক্ষণ ।
১০| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৬
বাংলার জামিনদার বলেছেন: ওদের নিজের কুকুর মরছে, একটু ঘেউ ঘেউ করবে এটাই স্বাভাবিক।
১৫ ই মে, ২০১৬ দুপুর ১২:০৪
কাঁচাঝাল বলেছেন: ঠিক একটু ঘেউ ঘেউ করবে এটাই স্বাভাবিক।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৩৬
চাঁদগাজী বলেছেন:
"শুক্রবার পাকিস্তানের উচ্চকক্ষ পার্লামেন্ট সিনেটে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপদেষ্টা সারতাজ আজিজ এই কথা বলেছেন। "
- পাকিস্তানের কি পার্লামেন্টের দরকার আছে? পাকিস্তানের পালর্লামেন্ট/পায়খানার উচ্কক্ষ, নিচু-কক্ষ, সব কক্ষে মানুষের বজ্য