নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌখিন শিল্পীর ভুবনে স্বাগতম

জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি

ইষ্টিকুটুম

আহ! কত রং ! রং এ রঙ্গীন এই জীবনলীলা সাজাই, জীবনের মাঝে রং এর ভীড়ে তোমায় খুঁজে বেড়াই। তুমি আছ কিংবা তুমি নেই, রং এর শিল্পী আমি, তোমায় খুঁজে যাই।

ইষ্টিকুটুম › বিস্তারিত পোস্টঃ

রং...হীন, বর্ণহীন ; সাদা-কালো ব্লগ ;) :#> !:#P :-0 :-B

০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৩:২৮

আমার অংকন ক্লাসে স্টুডেন্টদের সামনে বসে ...ওরা যখন আঁকছিলো, নিজে তখন ফ্রি ...কি করি...কি করি...ভেবে তখন আমার করা পেন্সিলের কাজঃ



১। চিনির পাত্র (Sugar Pot)





২। কাঁচের বোতল ও মগঃ







বিএড ক্লাসের জন্য প্র্যাকটিসঃ



নানা রকম ফুলদানীঃ



































অন্যান্যঃ



১। কাপঃ





২।মাটির টবঃ





৩।গ্লাসঃ





৪।টিনের বালতিঃ





৫।পেপেঃ





৬।আমঃ





৭। আপেলঃ







এবং সবশেষে আরো কিছু হাবিজাবিঃ :):)



১। প্লাস্টিকের কৌট্টাঃ





২। পাতাবাহার জাতীয় উদ্ভিদঃ





৩। নানারকম টুকড়ি/ঝুড়িঃ





৪। বাড়িঃ





[বিশেষ দ্রষ্টব্যঃ যারা সামু এবং আমারব্লগ উভয় স্থানে যাতায়াত করেন, তাদের বলে রাখি, এই চিত্র গুলোর কিছু কিছু আমি ঐখানেও পোস্ট করেছি। সুতরাং, ওইখানেরটা অথবা, এইখানেরটা নকল পোস্ট ভেবে বসবেন না যেন। আমার এইসব হাবিজাবি, আমিই বিভিন্ন স্থানে প্রদর্শন করিয়াছি]

মন্তব্য ৩৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫১

শায়মা বলেছেন: +++


:)

০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪৭

ইষ্টিকুটুম বলেছেন: আপুনি, আপনার লেখাগুলো সব অসম্ভব সুন্দর। :#)

২| ০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫২

বখাটে পুলা বলেছেন: এই গুলান আপনে আকচেন??... :-B

০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪৮

ইষ্টিকুটুম বলেছেন: জ্বী ভাইয়া, এইসব হাবিজাবি আমারই কর্ম। :P

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৪:০০

মাসুদ চৌধুরী বলেছেন: ভালো ছবি এঁকেছেন
+++


ইষ্টিকুটুম নামটা ও দারুন

০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫০

ইষ্টিকুটুম বলেছেন: ধন্যবাদ, ভাইয়া।

আমার নিক'টি আমারই একটি পেইন্টিং থেকে নেয়া।

ভালো থাকবেন। :-B

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩৭

প্রজাপতি'র ডানা বলেছেন: ভালো হয়েছে.......

০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫১

ইষ্টিকুটুম বলেছেন: ধন্যবাদ। নিরন্তর ভালো থাকুন। :)

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫৬

শায়মা বলেছেন: লেখক বলেছেন: আপুনি, আপনার লেখাগুলো সব অসম্ভব সুন্দর!


এমন করে বললে লদ্দা পাইতো।:P

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ৯:৩৫

ইষ্টিকুটুম বলেছেন: লজ্জা পাওয়ার কিছুই কি আছে আপুনি? আপনার লেখার আমি এত ভক্ত হয়েছি যে, আমি আমার আম্মুকে ধরেছি..."মা, আমাদের ব্লগে কত বড় বড় আপু লিখে, তুমিতো কম্পিউটার ছাড়া-বন্ধ করাই শিখতে চাওনা। তুমি যদি এইসব একটু শিখে নিতে...তাহলে তোমার নিজের গুনগুলো অনেকের সাথে শেয়ার করতে পারতে!"

আপুনি, আপনার লেখা আসলেই খুব সুন্দর। নইলে অনেকেরই স্লো-ইন্টার্নেট, ওরা সময় নষ্ট করে ...এত এত্ত কমেন্ট আপনার পোস্টে পরে কি এমনি এমনি!!

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৫:৪৩

চতুষ্কোণ বলেছেন: আপনে তো জটিল আঁকেন দেহি। তয় আম দেইখা আমি আপেল ভাবছিলাম। :#) ভাগ্যিস নোট দেয়া ছিল। :P

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ৯:৪৭

ইষ্টিকুটুম বলেছেন: হুম..ভুলটি আসলে আমিই করেছি। আসলে , শেড ছাড়া যখন আঁকা হয়, বইয়ের ছবির মতন, তখন ঐরকম আম বা আপেল হলে ঠিক আছে। কিন্তু, শেড দিতে গিয়ে আম আসলে যেভাবে রাখা হয়, সেরকম এঁকে তার মধ্যে শেড দিয়ে কাজ করলে ভালো হতো!!

ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৫

বড় বিলাই বলেছেন: shundor to. Aam ta apple bhabar karon ase. Oi position e applethakte pare, aam ke oibhabe shoja hoye thakte dekhini kokhono.

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ৯:৫২

ইষ্টিকুটুম বলেছেন: আপুনি, 'চতুষ্কোন' বলার পরেও আমি ব্যাপারটা বুঝতে পারিনি। কিন্তু, তার নিচে, আপনার কমেন্টটি পড়ে আমার ভুলটি বুঝতে পেরেছি।

ধন্যবাদ, আপুনি। অসংখ্য ধন্যবাদ।

আপনার শরীর ক্যামন এখন?

ভালো থাকবেন।

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১০:৩৮

শূণ্য উপত্যকা বলেছেন: আপা আমার একটা ছবি একে দিবে?

০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:২৫

ইষ্টিকুটুম বলেছেন: তোমার এই ছবিটা? !! !:#P 8-|

৯| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৪১

আহাদিল বলেছেন: একদম প্রথম ফুলদানীটা ভালো হয়েছে।

০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১:৫৭

ইষ্টিকুটুম বলেছেন: তাই বুঝি? তোমার ভ্রমণ ব্লগ পড়েতো আমি পাংখা হয়ে গেছি। খুব ভালো লেখ তুমি।

১০| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১:২৬

চতুষ্কোণ বলেছেন: আরে আপনে তো সিরিয়াস হৈয়া গেলেন! :-* আর শেড টেডের কতা কি কইলেন কিছুই তো বুজলাম্না। আমি তো শেড বলতে টিনের শেড বুঝি। মানে ঘরের চালে যেইটা দেয়। :#) ঐটার কতা বলেন নাই তো? :-/

০৬ ই নভেম্বর, ২০১০ রাত ৮:৫৯

ইষ্টিকুটুম বলেছেন: না না !! আপনি ওইটা বলেছিলেন বলেইতো আমার ভুলটা চোখে পরলো। আর, জানেন, বর্ণনা দিতে গেলে কথা ঠিক না থাকলে কি চলবে? (তবে, আমিতো মাইণ্ড করিনি!) B-)

আর, শেড মানে "ছায়া" বুঝিয়েছি। ছবিতে আলো-ছায়া থাকেনা? সেটা। :-B

ভালো থাকবেন নিরন্তর।

১১| ১১ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩৭

মাহী ফ্লোরা বলেছেন: বড়ই সৌন্দর্য্য.....

১৬ ই মার্চ, ২০১১ রাত ১১:১৩

ইষ্টিকুটুম বলেছেন: ধইন্যা।

১২| ২২ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩৭

নস্টালজিক বলেছেন: রঙ পেন্সিল কিনসি !

কিন্তু আঁকতে পারি না।

শিখাইবেন আমারে?

১৬ ই মার্চ, ২০১১ রাত ১১:১৪

ইষ্টিকুটুম বলেছেন: শেখাবো না কেন?
অবশ্যই শেখাবো।

১৩| ২৪ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৫৫

বোহেমিয়ান কথকতা বলেছেন: ছবি গুলা ফটোশপে নিয়ে লাইটিং ঠিক করে দিতে পারো (আমি নিজে ফটোশপ এর কাজ পারি না! :( নাইলে ক্লিয়ারলি বলতে পারতাম! )


তোমার আঁকার হাত ভালো এটা তো আগেরই জানা! B-)

১৬ ই মার্চ, ২০১১ রাত ১১:২০

ইষ্টিকুটুম বলেছেন: ফটোশপের কাজ আমিও শিখতে চাই। B-)

১৪| ৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:৫৬

জিসান শা ইকরাম বলেছেন:
পেন্সিলের কাজ খুব ভালো লাগলো।

শুভ হোক আপনার জন্মদিন :)

১৬ ই মার্চ, ২০১১ রাত ১১:২২

ইষ্টিকুটুম বলেছেন: আরি, আমার জন্মদিনের তারিখ তো ব্লগে দেওয়া ছিলো না। কেমন করে জানলেন? অনেক ধন্যবাদ। :) 8-|

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৫

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ভালো হৈছে। ভালো লাগছে।

১৬ ই মার্চ, ২০১১ রাত ১১:২৬

ইষ্টিকুটুম বলেছেন: কতদিন পরে উত্তর দিতেছি। মজা লাগতেছে!

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৩

সত্যবাদী মনোবট বলেছেন: ভালা লাগছে রে...........

১৬ ই মার্চ, ২০১১ রাত ১১:২৮

ইষ্টিকুটুম বলেছেন: ধইন্য হইলাম রে...

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫৩

সত্যবাদী মনোবট বলেছেন:
তুমি কোথায়
বসন্ত ডাকছে তোমায়.....আহা!! আজি এ বসন্তে

১৬ ই মার্চ, ২০১১ রাত ১১:৩০

ইষ্টিকুটুম বলেছেন: এই তো আমি...
এলাম নিজভূমে অনেক দিনের পরে। আছিস কেমন? !:#P

১৮| ১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:১৭

ভুত. বলেছেন: আপু ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। একসময় হাবিজামি আঁকার ইচ্ছে আমারও ছিল, কিন্তু ভাল আঁকতে পারতাম না। সেইদিনগুলো মনে পড়ে গেল।

২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১:০০

ইষ্টিকুটুম বলেছেন: অনেক দি আঁকি না। :(( :(( :(( :((

১৯| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৬

পথিক!!!!!!! বলেছেন: স্ক্যান করে পোষ্ট করলে। কিংবা ফটোশপে কন্ট্রাষ্ট বাড়িয়ে পোষ্ট করলে ছবিগুলো রিয়েলি আকর্ষক দেখাত। ..ফটোশপটা নিজে নিজে শেখার চেষ্টা কর। খুব কঠিন না সাধারণ কাজগুলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.