নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুড়ো আলেকক্স

বুড়ো আলেকক্স › বিস্তারিত পোস্টঃ

কমিউনিষ্ট এবং নৌকা মারকা কমিউনিষ্ট এর পাথর্ক্য

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭

যে দেশে কমিউনিষ্টদের প্রধান দাবী রাজাকারের ফাসী সে দেশে কমিউনিষ্ট এবং নৌকা মারকা কমিউনিষ্ট এর মধে্ধ কোনো পাথর্ক্য নেই।আমরা যতদুর জানি কমিউনিষ্টরা গরীব মানুষের পক্ষে রাজনীতি করে থাকে কিন্তু আমাদের দেশের কমিউনিষ্টরা ধনীক শ্রেনীর দলের পিছনে হাটে,ধনীক শ্রেনীর পক্ষে কথা বলে।রাজাকারের ফাসী কমিউনিষ্টদের প্রধান দাবী হতে পারেনা।কমিউনিষ্টদের প্রধান দাবী হবে ভিক্ষুক মুক্ত বেশ্শা মুক্ত ফুটপাথে মানুষ ঘুমাবেনা সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র নেবে নিরাপদ ঘর ও স্বাস্থসম্মত জীবন দেবে।স্বাধীনতার সুফল ধনীক শ্রেনীর পকেটে,ধনীক শ্রেনীই দিক রাজাকারের ফাসী ।রাজাকারের ফাসী হলে গরীব মানুষের নিষ্ঠুরতম কষ্টকর অনিশ্চয়তার জীবনের অবসান হবেনা ।নৌকার পিছনে না দৌড়িয়ে কমিউনিষ্টদের প্রধান দাবী হবে ভিক্ষুক মুক্ত বেশ্শা মুক্ত ফুটপাথে মানুষ ঘুমাবেনা সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র নেবে নিরাপদ ঘর ও স্বাস্থসম্মত জীবন বাস্তবায়ন করতে হবে।দাবী হবে নব্য রাজাকারদের বিচার করতে হবে।নব্য রাজাকারদের মধ্যে ১নং যারা হাজার হাজার কোটি টাকা লুট করছে যেমন হলমার্ক ২নং হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপী ৩নং সকল দুর্নীতিবাজ ৪নং ভারতসহ বিভিন্ন দেশে টাকা পাচারকারী ইত্যাদি।দেশের কল্যাণ গরীব মানুষের কল্যাণের কথা বলুন ।অন্যথায় খোলশ ছেড়ে আলীগ,বিএনপি,জামায়াত,জাতীয় পাটির মতো ধনীক শ্রেনীর স্বা্র্থ রক্ষাকারী রাজনৈতিক দল গড়ুন।

মন্তব্য ১ টি রেটিং +০/-১

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২১

এম আর সুমন বলেছেন: কাদের কথা বলেন? যারা নৌকায় চড়ে মন্ত্রী এমপি হয় , কমিউনিষ্ট নাম থাকলেই কি আর কমিউনিষ্ট হওয়া যায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.