![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা: বাংলাদেশ থেকে গৃহস্থালির কাজের জন্য নারী শ্রমিক (পরিচারিকা) নেবে হংকং।
আগামী জুন মাস থেকেই সে প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
জুনেই প্রশিক্ষিত গৃহপরিচারিকার প্রথম দলটিকে হংকংয়ে পাঠানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সে লক্ষ্যে কাজ চলছে বলেও জানা গেছে।
ইতোমধ্যে গৃহপরিচারিকার কাজের জন্য বাংলাদেশি নারীদের আবেদনগুলো বাছাই শুরু করেছে হংকংয়ের বাংলাদেশ কনস্যুলেট
তবে হংকংয়ে গৃহপরিচারিকার কাজের যে চাহিদা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবে না বলে মনে করছে সংশ্লিষ্ট রিক্রুটমেন্ট এজেন্সি।
কনস্যুলেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরানা মাহরুখ ১০টি আবেদন পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবেদনগুলো বাছাই ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে সময় প্রয়োজন। কারণ বাছাইয়ের পর সেগুলো হংকংয়ের অভিবাসন দপ্তরে পাঠানো হবে।
বাংলাদেশি নারীদের হংকংয়ের পরিবেশ, খাদ্যাভ্যাস ও সংস্কৃতিতে নিজেদের মানিয়ে নিতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান মিনারা মাহরুখ।
তিনি বলেন, বাংলাদেশ থেকে গৃহপরিচারিকার কাজ করতে যাওয়া নারীদের সঙ্গে যাতে শোভন আচরণ করা হয় তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রয়াস চালাবো।
হংকংয়ের সংশ্লিষ্টু কর্তৃপক্ষ এ ব্যাপারে সহযোগিতা করবে বলে তিনি আশা করেন।
Click This Link
২| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৪
পাগলামামা বলেছেন: হংকং-এ বাংলাদেশী নারীদের সাথে শোভন আচরকরা হবে হংকংয়ের বাংলাদেশ কনস্যুলেট কীভাবে তা নিশ্চিত করবেন? আমি এধরনের কাজে বাংলাদেশী নারীদের প্রেরণের তীব্র বিরোধীতা করছি। সাধারণত এ ধরনের কাজে যারা যাবে তারা স্বল্প শিক্ষিত তাদের পক্ষে কোন অনৈতিক আচরনের প্রতিবাদ করা এতটা সহজ হবেনা। সরকার নারীদের কল্যাণ চাইলে শিক্ষিত নারীদের অন্য সম্মান জনক পেশায় পাঠাতে পারেন। এখন বাংলাদেশে কারিগরি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত নারীর সংখ্যা নেহায়েত কম নয়। এমতাবস্থায় গৃহপরিচারিকার কাজে বাংলাদেশী নারীদের প্রেরণ দেশের জন্য মোটেই মর্যাদাকর নয় এবং এটি বাংলার মা বোনদের জন্যও অবমাননাকর। তাই হংকংয়ের বাংলাদেশ কনস্যুলেটকে এমন পদক্ষেপ গ্রহণ না করার আবেদন জানাচ্ছি। প্রয়োজনে এমন পদক্ষেপের বিরুদ্ধে সর্বাত্বক আন্দোলন গড়ে তোলা উচিত।
৩| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫
মিজভী বাপ্পা বলেছেন: দেখি কতটুক কি হয়।এটাও কি সরকারী ভাবে নাকি???
৪| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫
সাদা রং- বলেছেন: হংকং হচ্ছে ওপেন সেক্সের দেশ ঐ খানে আমার দেশের মেয়েরা কতটুকু নিরাপদ থাকবে।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫০
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: ভাই আমি এখন পর্যন্ত হংকং যাই নাই, এখন হংকং ওপেন সে.. এর দেশ আমি খুব ভালো জানি না, আপনি ভাই ওপেন সে..... এইটা এত শক্তভাবে যুক্তি দিলেন..........ঘটনা কি?????????
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: বাংলাদেশ সরকার কর্তৃক এর এজেন্ডা আছে কিনা সত্যতা কি ?