নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা অামার তৃষ্ণার জল

কয়েস সামী

i m nothing in this huge world...

কয়েস সামী › বিস্তারিত পোস্টঃ

গল্প- ব্যাংকারের ছুটি

৩০ শে জুন, ২০১৬ রাত ১২:১৩

ঘটনা-১.
এবার সাতাশ রমজান পড়েছে ৩ জুলাই, রবিবার। তার মানে শুক্র, শনি, রবি- তিনদিন ছুটি। তারপর সোমবার অফিস করে মঙ্গল, বূধ, বৃহস্পতি- ঈদের ছুটি। তারপর আবার শুক্র, শনি। টানা এতোদিন ছুটি দেখে মা খুশি হয়ে ছেলেকে ডেকে বললেন, বাবু! এই বাবু! এবার তো তোদের অনেক দিন ছুটি। একটু বিশ্রাম নিতে পারবি তবে। ছেলে এই রোজার দিনে সকাল সাড়ে আটটায় ঘর থেকে বের হয় আর ইফতার করে তারপর রাত আটটার দিকে বাড়ি ফিরে। মাঝে মাঝে আরো লেট হয়। রোজার দিনে ইফতারের আগে বাসায় ফিরেছে কেবল দুই দিন। তাই ছেলের অক্লান্ত পরিশ্রমে মা চিন্তিত থাকে সারাক্ষণ। আজ অবশেষে মায়ের চিন্তা কিছুটা হলেও দূর হল। তার খোকা এ কদিন বিশ্রাম পাবে। তার খোকা, ক্লান্ত খোকা!

ঘটনা-২.
হঠাৎ করেই প্রধানমন্ত্রী সোমবার ছুটির ঘোষণা দিলেন যখন, মায়ের আনন্দ আর ধরে না!
-খোকা! খোকা! সোমবারেও তো তোর ছুটি!
- না মা, ওটা তো কেবল সরকারি চাকুরিজীবীদের! আমরা তো ব্যাংকার। ও ছুটি আমাদের জন্য না, মা।
মন খারাপ হয়ে গেল মায়ের। কি আর করা! থাক। মাত্র তো একটা দিন অফিস করতে হবে। এটাই বা মন্দ কিসের!

ঘটনা- ৩.
ব্যাংকে থাকা অবস্থায় মার কল পেয়ে খোকা বেশ অবাক হল।
-বাবু, এই বাবু! বাংলাদেশ ব্যাংক তো বলছে ব্যাংক গুলোও ছুটি থাকবে সোমবার।
- না মা। ওসব ফালতু কথা। ব্যাংকারদের এমন ছুটি হয় না মা! তুমি নিশ্চয়ই স্বপ্নে দেখেছো।
-না না। এই যে টিভিতে স্ক্রল বারে দেখাচ্ছে। মা জোরে জোরে খবরটা পড়ে শুনালে ছেলের অবিশ্বাস কেটে যায়। সাথে সাথে খবরটা সে তার কলিগদের জানালে পুরোটা অফিসে উৎসব উৎসব একাট আবহ তৈরী হয়। এমন ছুটি ব্যাংকাররা যে কল্পনাও করতে পারে না।

ঘটনা-৪
বন্ধের খবর পেয়ে খোকা বেশ কিছু পরিকল্পনা করে ফেলল। শুক্রবার বোনের বাড়ি ইফতারি নিয়ে যাবে, শনিবার বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। রবিবার দেশের বাড়ি গিয়ে কবর জিয়ারত করবে। সোমবার মা,বাবা,ভাই-বোনকে নিয়ে একসাথে কেনাকাটায় যাবে। কতোদিন যে সবাই একসাথে কেনাকাটা করতে পারে না। আর ঈদের পর দিন থেকে টানা তিন দিন বিশ্রাম নেবে। আহা! কি যে সুখ!

ঘটনা-৫
খবর এসেছে বাংলাদেশে ব্যাংক তার ঘোষনায় কিছুটা পরিবর্তন এনেছে। সুষ্ঠু ব্যবসায়িক কার্যক্রম ও নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে কেবলমাত্র অর্থ উত্তোলন ও জমার জন্য সব বাণিজ্যিক এলাকা ও বৃহৎ শপিং মার্কেট সংশ্লিষ্ট ব্যাংক শাখা বিশেষ ব্যবস্থায় ২ থেকে ৪ জুলাই খোলা থাকবে। খোকা বেশ চিন্তায় পড়ে গেল। বৃহৎ শপিং মার্কেট বলতে কী বুঝায়? মার্কেট কতোটা বড় হলে তা বৃহৎ বলে গণ্য হবে। এর মাপ কি স্কোয়ার ফিটে হবে, না বেচাকেনার ভলিউম দিয়ে হবে। তাদের অফিসটা বাণিজ্যিক এলাকায় না এটা নিশ্চিত। কিন্তু তাদের শাখার পাশের মার্কেটটা কি বৃহৎ সংজ্ঞায় পড়বে, নাকি তা ক্ষুদ্র মার্কেট? পরদিন দুরু দুরু বুকে সে অফিসে গিয়ে জানতে পারল, তাদের পাশের মার্কেটটাকে তাদের ব্যাংক বৃহৎ এর কাতারে গণ্য করে নিয়েছে! ফলশ্রুতিতে তাদের শাখা খোলা থাকবে। খোকা বলতে পারল না, তাদেও পাশের মার্কেটটা তেমন বড় না। ওটাকে বড় মার্কেট ধরলে সকল মার্কেটকেই বৃহৎ বলতে হবে, সকল ব্যাংকের সকল শাখাই খোলা রাখতে হবে। এ কথা কাকেই বা বলবে। ব্যাংকারদের বুক ফাটে তো মুখ ফুটে না। অগত্যা খোকার স্বপ্ন খানখান হয়ে ভেঙে গড়িয়ে গড়িয়ে মেঝেতে পড়ে গেল। সে মা কে কল দিয়ে খবরটা দিল।
মা বলল, কেন? শনিবার তো এমনিতেই ছুটির দিন। সেদিন কেন খোলা থাকবে?
খোকা বলল, জনগণের সুবিধার্থে।
মা বলল, রবিবার না সাতাশে রমজান। এদিন তো এমনিতেই ছুটি থাকার কথা।
খোকা বলল, জনগণ ব্যবসা করবে মা। একদিনের ইবাদতে কিইবা হবে?
মা বলল, তাহলে তো কেবল চার তারিখই অফিস খোলা থাকা ভাল ছিল। তবে তো আর শনি ,রবি বার খোলা রাখতে হত না।
খোকা বলল, কী আর করবে মা? সবার যে সবগুলো দিনই ব্যাংক খোলা রাখলে সুবিধা।
মা বলল, তোদের পাশের শাখার সবাই ছুটিতে থাকবে। আর তোরা অফিস করবি?
খোকা বলল, তুমি কেন ভুলে যাও মা, আমরা ব্যাংকার, এদেশের সবচেয়ে মেরুদন্ডহীন পেশার লোক। ব্যাংকারদের নিয়ে যেমন ইচ্ছে খেলা যায়।
মা বলল, এমনিতে তো তুই ছুটি পাস না। এবার কতো আনন্দ করব ভেবেছিলাম।
খোকা মা কে বুঝায়, আমাদের তো মা দেশের জন্য কাজ করতে হয়।
মা বলে, তোরা কাজ করবি, আর বাকিরা বুঝি আনন্দে ছুটি উপভোগ করবে?
খোকা আর কী বলবে ভেবে পায় না। কলটা কেটে দেয় শুধু।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৩

সুমন কর বলেছেন: ব্যাংকারদের বুক ফাটে তো মুখ ফুটে না। -- গল্পে দারুণভাবে প্রকাশ পেয়েছে। ভালো লাগল।

৩০ শে জুন, ২০১৬ রাত ১১:৫৩

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় লেখক।

২| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৮

অন্তরালের পথিক বলেছেন: এই না বলা কথাগুলো না বলাই থেকে যায়, খোকারা দিনের পর দিন শুধু অফিসইকরে যায়।

৩০ শে জুন, ২০১৬ রাত ১১:৫৩

কয়েস সামী বলেছেন: এবং একসময় যে ব্যাংকের জন্য এতো খাটুনি করল সেই ব্যাংক তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.