নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাইয়ুম আকন্দ

নাম: কাইয়ুম আকন্দ জন্মস্থান : বগুড়া, এক পল্লি গায়ে. পরিবার : বাবা, মা, দুই বোন আর আমি। ধর্ম: ইসলাম. রাশি: (বলা যাবে না) প্রিয় ফুল: বকুল, শিউলি, বেলি। প্রিয় রং: হলুদ প্রিয় ঋতু : বর্ষা প্রিয় খাবার: শুঁটকি, হাসের মাংস ও দৈ। প্রিয় শিল্পী : মান্না দে, কিশোর কুমার, অনুপ ঘোষাল, শ্রীকান্ত হেমন্ত, আর্চায, লতা, ফেরদাউসী আরা, প্রিয় গান: কফি হাউসের সেই আড্ডাটা........ প্রিয় লেখক : শরৎ চন্দ্র, রবীন্দ্রনাথ, মার্ক টোয়েন, লিও তলস্তলয়। প্রিয় বই: পথের পাঁচালী, হাকলবেরি ফিন ( মার্ক টোয়েন), শ্রীকান্ত, গৃহদাহ। পছন্দ: গান শোনা, বই পড়া অপছন্দ : মিথ্যা কথা বলা প্রেম : একনিষ্ঠ প্রেমে বিশ্বাসী। রাগ: ওই জিনিস টাই শুধু আল্লাহ আমাকে কম দিয়েছেন। অবসর সময়: সৃত্মিচারণ করা, ও ব্যর্থ কবিতা লেখার চেষ্টা। দুর্বলতা : নারীর ভালবাসা, ও প্রচন্ড আবেগ। প্রিয় বানি: কাম, ক্রোধ, ক্ষুধা, ঈর্ষা ও লোভ এই পাঁচ টি জিনিস কে জীবনে নিয়ন্ত্রণ করো, অনন্য মানুষ হয়ে উঠবে ( আমার গুরুজীর বানি) মৃত্যুর আগে জীবনের শেষ ইচ্ছা : আজ ঈশ্বরের ইচ্ছাই পূর্ন হোক।

কাইয়ুম আকন্দ › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্রের ভূত

২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১০

গণতন্ত্রের ভূত
__কাইয়ুম আকন্দ __

লোকটি এসেছিল আমার দুয়ারে,
হাতজোড় করে ভিক্ষুক বেশে,
শুনিয়েছিল গণতন্ত্রের বানি,
বলেছিল 'আমিই মুক্তিকামি।

মিছিলে মিছিলে, স্লোগানে স্লোগানে,
রক্তে ভিজিয়েছিলাম আমার বসন,
অনেক সাধনা করে দিয়েছিলাম তাকে,
গণতন্ত্রের সেই স্বপ্নের আসন।

একদিন জনাকির্ণ রাস্তা ধরে,
মা কে নিয়ে যাচ্ছিলাম হাসপাতালে,
হঠাৎ সরকারী উর্দি বাবু,
সব গাড়ি দিল আটকিয়ে!

দেখলাম সেই লোকটি যাচ্ছে রাজদরবারে,
নিরাপত্তার চাদরে ঢাকা গাড়ি বহরে,
সেই ভিক্ষুক রাজা ব্যঙ্গ হাসি হেসে,
আমার দিকে রইল তাকিয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.