![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম: কাইয়ুম আকন্দ জন্মস্থান : বগুড়া, এক পল্লি গায়ে. পরিবার : বাবা, মা, দুই বোন আর আমি। ধর্ম: ইসলাম. রাশি: (বলা যাবে না) প্রিয় ফুল: বকুল, শিউলি, বেলি। প্রিয় রং: হলুদ প্রিয় ঋতু : বর্ষা প্রিয় খাবার: শুঁটকি, হাসের মাংস ও দৈ। প্রিয় শিল্পী : মান্না দে, কিশোর কুমার, অনুপ ঘোষাল, শ্রীকান্ত হেমন্ত, আর্চায, লতা, ফেরদাউসী আরা, প্রিয় গান: কফি হাউসের সেই আড্ডাটা........ প্রিয় লেখক : শরৎ চন্দ্র, রবীন্দ্রনাথ, মার্ক টোয়েন, লিও তলস্তলয়। প্রিয় বই: পথের পাঁচালী, হাকলবেরি ফিন ( মার্ক টোয়েন), শ্রীকান্ত, গৃহদাহ। পছন্দ: গান শোনা, বই পড়া অপছন্দ : মিথ্যা কথা বলা প্রেম : একনিষ্ঠ প্রেমে বিশ্বাসী। রাগ: ওই জিনিস টাই শুধু আল্লাহ আমাকে কম দিয়েছেন। অবসর সময়: সৃত্মিচারণ করা, ও ব্যর্থ কবিতা লেখার চেষ্টা। দুর্বলতা : নারীর ভালবাসা, ও প্রচন্ড আবেগ। প্রিয় বানি: কাম, ক্রোধ, ক্ষুধা, ঈর্ষা ও লোভ এই পাঁচ টি জিনিস কে জীবনে নিয়ন্ত্রণ করো, অনন্য মানুষ হয়ে উঠবে ( আমার গুরুজীর বানি) মৃত্যুর আগে জীবনের শেষ ইচ্ছা : আজ ঈশ্বরের ইচ্ছাই পূর্ন হোক।
1 টি এসি গাড়ির মূল্য + 1 টি ফ্লাট + মাসিক লক্ষাধিক টাকা বেতন + বিবিধ বৈধ বিল ( অবৈধতা বাদই দিলাম) + পাইক পেয়াদা + অস্টম শ্রেনী পাস হয়ে বি.সি.এস ক্যাডারের মুখে স্যার ডাক শোনার সন্মান + বিবিধ এদিক ওদিক।
এবার সব গুলো যোগ করে আপনার এলাকার মোট প্রজার সংখ্যা দিয়ে ভাগ করুন। তবেই পেয়ে যাবেন আপনার বুড়ো আঙুলের মূল্য!!
আর সেই আঙুলকে কিনা দশ কাপ চা আর গোল্ড লিফ সিগারেটের কাছে বিক্রি করে দেন!! অবুঝ জনগণ!!
আপনি জলখাবার খান পান্তা লঙ্কা আর তারা খায় পোড়া মাংস!!!
©somewhere in net ltd.