![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা বলার স্বাধীনতাই গণতন্ত্রের প্রথম ধাপ
সবে সন্ধে হয়েছে ৷ গরমে দম যাবার জোগার ৷ আজ-কাল প্রকৃতি , ঋৃতু অনুযায়ী সায় দেয় না ৷ বাইরে মেঘ ডাকছে ৷ শ্যামল বাবু ঘর থেকে বেড়িয়ে এসে, মেঘের দিকে তাকিয়ে বললো- ঈশ্বর আর আমাদের দিকে তাকাবেন নানা ৷ কিছু সময় থেমে ৷ প্রার্থনার ভঙ্গিতে শ্যামল বাবু বললেন- হা ঈশ্বর বৃষ্টি দাও ৷
তন্ময়, শ্যামল বাবুর ছোট ছেলে ৷ নাইনে পড়ে ৷ ভালো ছাত্র ৷ প্রতি বছর এক থেকে দশের মধ্যে রেজাল্ট থাকে ৷
বাবার আকুতি ভরা কথা শুনে, তন্ময় বাবার কাছে দাঁড়িয়ে ৷ বাবাকে প্রশ্ন করলো - বাবা ঈশ্বর কি আমাদের বৃষ্টি দেয়?
ৰাবা মহূর্ত দেরি না করে বললেন- হ্যাঁ বাবা, ঈশ্বরই আমাদের বৃষ্টি দেন ৷
তন্ময় অবাগ হয়ে বাবাকে বললো- ভূগোল বই-এ তো তা লেখা নেই যে, ঈশ্বরের কারনে ৰৃষ্টি হয় ৷
শ্যামল বাবু ব্যাপার খানা বুঝতে পেরে চুপ হয়ে গেলন ৷ তন্ময় বাবাকে আবার জীঞ্জেস করলো- কোনটা ঠিক ? তুমি না ভূগোল বই?
শ্যামল বাবু কথার পাশ কাটিয়ে ছেলে কে বললো- যাও পড়তে বসোগিয়ে ৷
তন্ময়ের বাবার আচরোনটা ভালোলাগেনি ৷ বারবার নিজেকে প্রশ্ন করেছে ৷ বাবার কথা সত্য হলে ভূগোল বই মিথ্যা ৷ তবে এই মিথ্যা শিক্ষার জন্য বাবা আমার পিছনে পয়সা খরচ করছেন কেনো?
তন্ময় নিজেকে বুঝে উঠতেই ৷ ঝমঝমিয়ে বৃষ্টি এলো ৷ তন্ময় আরো একবার বৃষ্টির দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বললো - জলচক্র জিন্দাবাদ ৷
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৬
গন্ধ গণতন্ত্র বলেছেন: শুভ শুভেচ্ছা ৱইল
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৯
গেম চেঞ্জার বলেছেন: তাহলে কি ইশ্বর বলতে কিছুই নেই। সব ভুল? আপনার কি মত, হে দাদআ!
(বিঃদ্রঃ আপনার সাথে আমার চুক্তি আছে যে আমরা একজন অপরজনকে অনুসরণ করবো। আলোচনা করবো। মনে আছে সেই কথা?)
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২২
গন্ধ গণতন্ত্র বলেছেন: ১:১৫ ০
গন্ধ গণতন্ত্র বলেছেন: আমি তো বিশ্বাস করি কিন্তু মনে অনেক প্রশ্ন জাগে ৷
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৫
গন্ধ গণতন্ত্র বলেছেন: আমি তো বিশ্বাস করি কিন্তু মনে অনেক প্রশ্ন জাগে ৷
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৬
রুদ্র জাহেদ বলেছেন: তন্ময় আর তন্ময়ের বাবার এই ইন্টার্যাকশনের মাধ্যমে সত্যের কাছাকাছি কিছু পাওয়াও যেতে পারে কি?পোস্টে ভালো লাগা রইল...
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২১
গন্ধ গণতন্ত্র বলেছেন: জানি না ৷ তবে আমাদের পাঠ্যপুস্তকে যা পড়ি তা ধর্মের কাছে অনর্থক হয়ে যায়
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: (অবাক, জিজ্ঞেস, অাচরণ) "কোনটা ঠিক ? তুমি না ভূগোল বই?" উপলোব্ধির বিষয়! তন্ময় বড় হয়ে মুক্ত চিন্তক হবে ।
(অাপনার নিকটা দেখে বিরক্ত লাগছে)
২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
গন্ধ গণতন্ত্র বলেছেন: কে়ন?
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৬
মানবী বলেছেন: ছোট ছেলের যে প্রশ্নের জবাব না দিয়ে বাবা সেদিন পড়তে পাঠিয়েছিলেন তা ছিলো; "এই যে জল চক্র, তার সৃষ্টিও এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তার। তাঁর ইচ্ছেতেই জল বাস্পীভূত হয়ে কনডেনসেশন আর প্রেসিপিটেশন, তাঁর ইচ্ছে নির্ধারন করে কোন মেঘটি বৃষ্টি হয়ে ঝরবে আর কোনতা শুধু ভেসে যাবে ঐ সুদূরে"।
বিজ্ঞান হোক আর ভূ-গোল, এসকল জ্ঞানার্জন মানুষের প্রচেষ্টার ফসল- সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্য উন্মোচনের প্রচেষ্টা।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯
গন্ধ গণতন্ত্র বলেছেন: ধন্যবাদ
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭
চ্যাং বলেছেন: আপনে কি পাগল? মাথামুথা কি ঠিকাছে?
কি দিয়া কি ঢাকতে চাইলেন? ইশ্বর কি ডাইরেক্ট মেঘ দেয়? এইডা ভুল পিরমান করবার ফাও মওকা নিতাসেন মিয়া। নাস্তিকগিরি ফলাইতৈলে এতু কম আন্ডা লইয়া আইসলে কিরুম হইবু?
২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯
গন্ধ গণতন্ত্র বলেছেন: আমি তা বেঝাতে চাই নি ৷ আমরা যে সব বই পড়ে বিদ্বান হই, আর আমরা বাড়ি যা শিখি তার একটা পার্থক্য থাকা নিয়ে লিখেছি
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৯
আল মামুন খান বলেছেন: ভালো লিখেছেন।