![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি আমায় খুঁজতে দাড়িয়ে ছিলে রাস্তার পাশে, কখনো বা তিন মাথার মোড়ে। কিন্তু কোথাও দেখনি আমায়।
কখনো বা আকাশের পানে নির্বিকার তাকিয়ে ভেবেছিলে -কোথায় তুমি?
যখন বুকের রক্তে বিরান ভূমিতে নেমে আসে...
জীবনের সমস্ত বসন্ত আমি এই পথে দাঁড়িয়ে অপেক্ষা করেছি, যখন সবাই বসন্তের গান শুনতে ফুলের বনে গেছে। দাঁড়িয়ে থেকে আমি সবার চলে যাওয়া দেখেছি। কেউ ই পিছু ফিরে আমায় ডেকে...
একটি প্রত্যাশিত সকালে আমি গন্তব্যহীন পথিকের মত এলোমেলো পায়ে হেটে যাচ্ছিলাম। গন্তব্য কোথায় জানিনা। হলদে পাতারা ঝরে পড়ল আমার পায়ের কাছে। আমি থমকে দাঁড়াই। নিজের ভেতরেই ভীষন একা হয়ে...
©somewhere in net ltd.