নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নার্গিছ মাহবুবা কাজল

মাহবুবা কাজল, । টুকটাক লিখি, প্রকাশিত বই সংখ্যা দুই।

নার্গিছ মাহবুবা কাজল › বিস্তারিত পোস্টঃ

আমার একলা আকাশ

২৯ শে জুন, ২০১৫ দুপুর ১:১৬

জানি আমায় খুঁজতে দাড়িয়ে ছিলে রাস্তার পাশে, কখনো বা তিন মাথার মোড়ে। কিন্তু কোথাও দেখনি আমায়।
কখনো বা আকাশের পানে নির্বিকার তাকিয়ে ভেবেছিলে -কোথায় তুমি?
যখন বুকের রক্তে বিরান ভূমিতে নেমে আসে বসন্ত। কিংবা তুমি হেঁটেছিলে নিরব রাতে, যখন আর একটাও গাড়ি ছিলনা রাস্তায়।
পাবলিক লাইব্রেরীর সিঁড়িতে বসে কাটিয়েছো বেকার কয়েকটি ঘন্টা।
কিন্তু না - কোথাও আমি নেই।
হয়তো ভেবেছো একবার যদি সামনে পেতে আমায়, তবে শেষবারের মতো শুধরে নিতে নিজেকে।
হয়তো কাজে মন দিতে গিয়ে উঠে গেছো বারবার। দাঁতের কামড়ে এবড়ো থেবড়ো করেছো কলমের মাথা।
তবুও আমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাওনি উড়ন্ত কোন বাতাশের ঢেউয়ে।
দু হাত পকেটে পুরে শহরের অলিগলি ঘুরে বেরিয়েছো ফেরিওয়ালাদের মতো।
দু' একবার চিৎকার করে উঠেছিলে - কোথায় তুমি?
সব প্রিয় মুখ গুলো কেমন অপ্রিয় হয়ে উঠেছিলো সেদিন।
তোমার কাছে হয়তো আমার থেকে অপ্রিয় আর কেউ ছিলনা তোমার জীবনে।
তবুও এক নিঃসঙ্গ সময়ে হয়তো ভেবেছিলে আমিই রয়েছি তোমার বুকের সবচেয়ে নির্জন জায়গাটা জুড়ে।
২৯/৬/২০১৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.