![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইটা খুবই আশ্চর্যের বিষয় যে লোকেরা সৃষ্টিকর্তার অস্তিত্বের ব্যাপারে সন্দিহান অথচ নিজেদের অস্তিত্ব তাদের কাছে আশ্চর্যের বিষয় মনে হয় না।
জানতে হইলে নিচের লিংকে ক্লিক করুনঃ
http://www.youtube.com/watch?v=tDRKSZvUtWo
এই ভিডিওটাতে বলছে শুকর প্রচুর পরিমানে আবর্জনা টাইপ খাবার খায়। এবং শুকরের পরিপাক যন্ত্র গরু, ছাগল, ভেড়া ইত্যাদি প্রানীর মত উন্নত মানে না। মাত্র ৪ ঘন্টায় শুকরের খাওয়া খাবারগুলো হজম হয়, ফলে শুকরের খাওয়া আবর্জনাগুলো ঠিক মত পরিশোধিত হয় না এবং বিভিন্ন ধরনের বিষ শুকরের গোশত এবং চর্বিতে জমা হয়। অন্যদিকে গরু, ছাগল, ভেড়া টাইপ প্রানীর মূল খাদ্য হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রেশ ভেজিটেশন, এবং এদের পরিপাক যন্ত্র যথেষ্ট উন্নত হওয়ায় ২৪ ঘন্টা সময় ধরে খাবার হজম হয়, কোন ধরনের বিষ এদের চর্বি বা গোশততে জমা হয় না।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:২১
মারুফ হোসেন বলেছেন: আহারে... দুনিয়ার কত নাদান বান্দারা না বুইঝা শুকর খাইতেছে...। মনে তো হইতেসে তারা শূকরের গোস্তের বিষে আইজকাই মইরা যাইব...
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩৪
ক্যামেরাম্যান বলেছেন: প্রথম প্রশ্ন হলো কোথাকার কোন শুকর ? শুকরটা যদি হয় দয়াগঞ্জ সিটিপল্লী (মেথরপট্টি) তাহলে আপনার কথাটা ঠিক আছে। কিন্তু সেটা যদি হয় ইউরোপ আমেরিকার কোন উন্নত দেশের যেখানে খূব কড়াকড়ি ভাবে খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণ করা হয় তাহলে আপনার কথাটা ধোপে টিকবে না। ঐ সব দেশে যে কোন মাংসই প্রসেস করে বিক্রি করে, আমাদের দেশের মতো জবাই করে খোলা জায়গায় ঝুলিয়ে রেখে বিক্রি করে না। আমি বরং বলতে পারি সেখানকার শুকরের মাংস আমাদের দেশের কোরবানী করা হালাল পশুর মাংসের চেয়ে অনেক বেশী নিরাপদ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৩
কাকপাখি ২ বলেছেন: আপনের কথা মানতে পারি, সেইজন্য আন্দাজে না বইলা ভাল কোন রেফারেন্স দেখান।
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৯
সততা বলেছেন: আপনি ইভানজেলিকাল খেরেস্তানের লিংক না দিয়ে আগে এক্টা রেপুটেবল সাইন্টিস্টের/সাইন্টিফক জার্নালের/উইকিপিডিয়ার লিংক দেন। না দিতে পারলে আপনাকে অন্ধবিশ্বাসী হিসাবে চিহ্নিত করা হইবেক।
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০০
কাকপাখি ২ বলেছেন: Health issues
Pigs can harbour a range of parasites and diseases that can be transmitted to humans. These include trichinosis, Taenia solium, cysticercosis, and brucellosis. Pigs are also known to host large concentrations of parasitic ascarid worms in their digestive tract.[23] The presence of these diseases and parasites is one reason pork meat should always be well cooked or cured before eating. Some religious groups that consider pork unclean refer to these issues as support for their views.[24]
Pigs are susceptible to bronchitis and pneumonia. They have small lungs in relation to body size; for this reason, bronchitis or pneumonia can kill a pig quickly.[25] There is concern that pigs may allow animal viruses such as influenza or Ebola Reston to infect humans more easily. Some strains of influenza are endemic in pigs (see Swine influenza), and pigs also can acquire human influenza.
Pigs can be aggressive and pig-induced injuries are relatively common in areas where pigs are reared or where they form part of the wild or feral fauna.[26]
http://en.wikipedia.org/wiki/Pig#Health_issues
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৫
ইশতে আশিক বলেছেন: ছাগল ও তো যা পায় তাই খায়।
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৪
কাকপাখি ২ বলেছেন: ছাগল সাধারনত ফ্রেশ খাবার খায়। একবার ছোট থাকতে এক ছাগলরে কটকটি খাইতে দেখছিলাম। হা হা হা.....
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৬
আশীষ কুমার বলেছেন: আপনের কথা মানতে পারি, সেইজন্য আন্দাজে না বইলা ভাল কোন রেফারেন্স দেখান।
এই কথারও রেফারেন্স চান? চিন্তা ভাবনা না করেও তো বলা যায় যে এটা সত্য। ফার্মগেটেও কিছু দোকানে শুকর বিক্রি হয়। সেগুলো কিন্তু আবর্জনা খায় না।
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৫
কাকপাখি ২ বলেছেন: একবার কমলাপুর রেলস্টেশনের কাছে দিয়ে হাটতেছিলাম। এক লোকরে দেখলাম শুকর পালে। কয়েকটা বিভিন্ন সাইজের শুকর একটা বালতির মধ্যে থেইকা কি জানি খাইতেছে। পরে দেখলাম বিভিন্ন হোটেলের পচা বাসি খাবার + আরো কি কি যেন এক সাথে মিশাইয়া খাইতে দিছে।
যাই হোক, খাবারটা যে আবর্জনা টাইপ কিছু একটা ছিল এই ব্যাপারে আমার কোন সন্দেহ নাই।
ফার্মগেটে যে এই শুকরগুলা বিক্রি হয় না, তার গ্যারান্টি কি?
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৩
সজীব আকিব বলেছেন: সব প্রাণীর মাংসই কম বেশি ঝুকিপূর্ণ। গরুর মাংস নিয়ে এখন কি হচ্ছে সবাই জানে। যাই হোক, অতি সাবধানী কেউ পশুর মাংস খেতে চাইলে ফ্রিজে কয়েক ঘণ্টা রেখে ভাল করে রান্না করে খেতে পারেন।
মুসলমান আর ইহুদিরা শুয়রের মাংস খায় না এবং অতি হাস্যকর ঘৃণা পোষণ করে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫০
কাকপাখি ২ বলেছেন: হেহ হে, শুকর কি খায় এবং কিভাবে থাকে, এইটা দেখলে রুচিবোধ সম্পন্ন যে কেউ ঘৃনা বোধ করবে।
আপনের অতি হাস্যকর ঘৃনা তখন অতি সিরিয়াস ঘৃনায় পরিনত হবে।
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০০
সজীব আকিব বলেছেন: বাংলাদেশের মেথর পট্টির শুওর গুলো নোংরা থাকে। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের শুওর গুলো কি এরকম নোংরা পরিবেশে থাকে? আর শুওর কোন পরিবেশে থাকবে সেটা নির্ধারণ করবেন যিনি শুওর পালেন তিনি, বুঝাতে পারলাম? অন্যান্য দেশ বিশেষ করে ইউরোপের ফার্মের শূওরগুলোর অবশ্তা একটু দেখবেন। আর শুওর যদি স্বাস্থ্যসম্মত না হত তবে উন্নত দেশগুলোতে শুওরের মাংশ খাওয়াকে নিরুৎসাহিত করা হত।
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৩
কাকপাখি ২ বলেছেন: http://en.wikipedia.org/wiki/Pig#Health_issues
উইকিতে কি লিখছে আগে দেখেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৭
কাকপাখি ২ বলেছেন: Click This Link
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১২
কাকপাখি ২ বলেছেন: ইউরোপের ফার্মগুলাতে এখন হেলথ ইস্যু নিয়া তাংফাং হয়। কিন্তু সেইটা আরম্ভ হইছে বেশিদিন হয় নাই। গত হাজার বছরে হেলথ ইস্যু নিয়া এখনকার মত মগজ ঘামানো হইছে বইলা মনে হয় না।
তাছাড়া, ইউরোপের ফার্মের শুকরের ক্ষেত্রেও উইকিপিডিয়ার উল্লেখিত হেলথ ইস্যু প্রযোজ্য মনে হয়।
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৭
রবিনহুড বলেছেন:
এই জগৎএ কি ভেজিটেরিয়ান শুকর পাওয়া যায় না?
১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১৭
সততা বলেছেন: ওহে মদনের দল উইকির ঐ জিনিষ আগেই পড়া আছে। উইকির কোথায় লেখা আছে শুকর খাওয়া নিষেধ? হেই কারনে সেইখানে লেখা আছে
"The presence of these diseases and parasites is one reason pork meat should always be well cooked or cured before eating"
অশিক্ষিত মদনের দল পিয়ার রিভিউড সাইন্টিস্টদের লগে পাংগা নিতে আসে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:২৯
কাকপাখি ২ বলেছেন: আমি কোথায় কইছি উইকিতে "শুকর খাওয়া নিষেধ"--এই কথা লেখা আছে? আমার পোষ্টের শিরোনাম ভাল কইরা পড়েন, ঐখানে লেখা আছে "শুকরের গোশত খাওয়া কেন বিপদজনক?"
আমি অশিক্ষিত, মদন...ওকে, মানলাম, কিন্তু আপনে কি? "বিপদজনক" শব্দটারে "নিষেধ" হিসাবে --পড়তেছেন কেমনে?
১১| ২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৪৯
বেঙ্গলেনসিস বলেছেন: আপনি বোধহয় জানেন না, গরুর মাংসও খাবার হিসেবে অত্যন্ত জঘন্য। এটা নানাবিধ জটিল রোগের জন্ম দেয়। শুকরের মাংস হারাম করা হলে গরুর মাংস হারাম করা হল না কেন?
২৮ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৮
কাকপাখি ২ বলেছেন: গরুর মাংসও খাবার হিসেবে অত্যন্ত জঘন্য---এই কথার স্বপক্ষে আপনার রেফারেন্স কি?
১২| ২৯ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৩১
চে গুয়েভারা ২ বলেছেন: অই বগা পানগাস রে যে মুরগির গু খাওয়ায় তাতে ত কিছু লাগে না হালা আবাল
৩০ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১৪
কাকপাখি ২ বলেছেন: গালি কারে দিলেন?
১৩| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪১
চে গুয়েভারা ২ বলেছেন: তোরে।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১৫
উদ্দীপন বলেছেন: লেখাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
নাস্তিক হওয়ার জন্য শুয়োর খাওয়া কতোটা জরুরী?