নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশ দিয়া উইড়া যাই

We must not exist, our existance is the most impossible thing.

কাকপাখি ২

এইটা খুবই আশ্চর্যের বিষয় যে লোকেরা সৃষ্টিকর্তার অস্তিত্বের ব্যাপারে সন্দিহান অথচ নিজেদের অস্তিত্ব তাদের কাছে আশ্চর্যের বিষয় মনে হয় না।

কাকপাখি ২ › বিস্তারিত পোস্টঃ

আদ জাতির আরো কিছু কংকালের ছবি

১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪২

প্রিয় পাঠক, ছবি দেখেন আগে:





























এই যুগের কিছু দানবাকৃতির মানুষের ছবি দেখুন









নাস্তিক মামারা এখন হোয়াক্স/ ফেক ফটো/ ফটোশপের কাজ ইত্যাদি বইলা ত্যানা প্যাচাবেন। স্কেল-ল দিয়া ১৫ ফুট উচা মানুষের অস্তিত্ব সম্ভব না বইলা দাবি করবেন।



এনিওয়ে, "স্কেল-ল দিয়া ১৫ ফুট উচা মানুষের অস্তিত্ব সম্ভব না" --- নাস্তৈক মামাদের এই দাবি ভুয়া। এইটা বৈজ্ঞান এবং যুক্তির আলোকে প্রমান করা সম্ভব।



(বিশেষ দ্রষ্টব্য: ধর্মিয় বিষয় নিয়া গালাগালি/ আউল ফাউল কথা কইলে কমেন্ট ডিলিট করা হইতে পারে)

মন্তব্য ৫০ টি রেটিং +২৪/-১৭

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আদম হাওয়ার (আঃ) এর কবর দেখলেও বোঝা যায়.. প্রাথমিক অবস্থায় মানুষ কত অধিক লম্বা ছিল।

এই খনন ঐতিহাসিক সেই সত্যকেই দৃঢ় করছে মাত্র।

১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৫৭

কাকপাখি ২ বলেছেন: সহমত

২| ১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৫১

ক্ষত্রিয় বলেছেন: ধুর মিয়া খালি আজগুবি গল্প লইয়া আসেন X(

১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৫৭

কাকপাখি ২ বলেছেন: আপনে নিতান্তই অধার্মিক সন্যাসি। ভন্ড আরকি.... হা হা হা

৩| ১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৮

গডফাদার০২ বলেছেন: ভাইজান, কায়রো মিউজিয়ামে আমার মা ফেরাউনের মমি দেখে খুব হতাস হয়েছিলেন। বাংলাদেশের কিছু আবাল জাতীয় প্রানী উনাকে ধারনা দিয়েছিলো যে ফেরাউন ৬০ হাত লম্বা !!!!!! বাস্তবে, রামসিস-২ লম্বায় সাকুল্যে সাড়ে ৫ ফুট এর মতো ছিলো :)

এ কথা বলার কারন হলো, আপনার মত কিছু মানুষ এখনো এসব কল্পকাহিনী বিশ্বাস করেন যে মানুয ৩০-৪০ হাত লম্বা ছিলো !!!! কোরান বা কোন হাদিসের এরকম কোন রেফারেন্স আমি অন্তত: পাইনি যা ৩০-৮০ হাত লম্বা মানুষের অস্তিত্বকে সমর্থন করে।

১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৬

কাকপাখি ২ বলেছেন: ফেরাউনের মমি ৬০ হাত লম্বা, এইটা ঠিক না। ফেরআউনের ব্যাপারে এই কথা কোথাও লেখা নাই।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৮

অনিক আহসান বলেছেন: "Beach Giant's skull unearthed by WPA Workers near Victoria"

ভাই ভিক্টরিয়া প্রভিন্সতো অস্ট্রেলিয়ায়....আর আদ জাতি মধ্যপ্রাচ্যের....

১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১২

কাকপাখি ২ বলেছেন: ঠিক কইছেন

আসলে, আদ জাতি কথাটা ইউজ করা হইছে, বৃহৎ আকৃতির কংকাল বুঝানোর জন্য। এই মমিটার ঘটনা যদি সত্য হয়, তার মানে আদ জাতির ঘটনার জন্য সেইটা একটা ফিজিক্যাল রেফারেন্স হইতে পারে।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৪

গডফাদার০২ বলেছেন: বাই দ্য ওয়ে, রবার্ট পাসিং ওয়াডলো (উপরের কালো কোট পরা ৮ফিট ১০ ইন্চি লম্বা লোকটা) , বা আমাদের লাকসামের ইউনুস (এই ভদ্রলোক কে আমি নিজে দেখেছি.সাড়ে ৭ ফুট লম্বা ছিলো। তার ছবি দিতে পারলে ভালো হতো) এর মত অনেকেই জন্ম ণিতে পারেন এবং জেনেটিক বৈশিষ্টের কারনে তারা অস্বাভাবিক লম্বাও হতে পারেন, কিন্তু দু একজন তো এ বিষয়ে পুরা জাতির প্রতিনিধিত্ব করেন না, তাই না?
এছাড়া এরা কেউ ১৫ ফিট উচ্চতা টাচ করেন নি.. ৪০-৫০ হাত তো দুরের কথা ;) ;)

১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২০

কাকপাখি ২ বলেছেন: হুম, কিন্তু প্রাচীন কালে মানুষ লম্বা ছিল বলে যেইসব ঘটনা জানা যায়, সেই লম্বা হওয়ার জন্য যেই জিন দায়ি ছিল তার প্রভাবে হয়তো মাঝে মাঝে কিছু মানুষ অস্বাভাবিক লম্বা হয়ে জন্মায়। মানুষের জিনের মধ্যে এইরকম কিছু থাকতেই পারে।

৬| ১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৪

ক্ষত্রিয় বলেছেন: গডফাদার০২ বলেছেন: ভাইজান, কায়রো মিউজিয়ামে আমার মা ফেরাউনের মমি দেখে খুব হতাস হয়েছিলেন। বাংলাদেশের কিছু আবাল জাতীয় প্রানী উনাকে ধারনা দিয়েছিলো যে ফেরাউন ৬০ হাত লম্বা !!!!!! বাস্তবে, রামসিস-২ লম্বায় সাকুল্যে সাড়ে ৫ ফুট এর মতো ছিলো


গডফাদার০২ এর মন্তব্যতে ঝাঝা।

১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৫

কাকপাখি ২ বলেছেন: ভন্ড সন্যাসির ঝাঝা, ওরে বাবারে ভয় পাইছি। (ঝাঝাটা কি কিন্চিত গান্জা দিয়া প্রস্তুতকৃত নাকি অন্য কিছু?)

৭| ১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২১

টক দঐ বলেছেন: সব কিছুই প্রমাণিত। তারাই বিশ্বাস করতে পারে যাদেরকে আল্লাহ জ্ঞান দিছেন। আর যারা রবের জ্ঞান বঞ্চিত তারা দেখার পরেও বিশ্বাস করতে পারে না। এটাই চিরন্তন সত্য।

১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২২

কাকপাখি ২ বলেছেন: ঠিক কইছেন।

৮| ১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৩

ঠোঁট কাটা বন্ধু বলেছেন: অতএব প্রমাণিত হইল যে কোরান এবং আল্লা সত্য। Hoax শব্দটা শুনসেন কোনদিন? একটু খুইজা দেইখেন।

১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৭

কাকপাখি ২ বলেছেন: .............নাস্তিক মামারা এখন হোয়াক্স/ ফেক ফটো/ ফটোশপের কাজ ইত্যাদি বইলা ত্যানা প্যাচাবেন। স্কেল-ল দিয়া ১৫ ফুট উচা মানুষের অস্তিত্ব সম্ভব না বইলা দাবি করবেন.....................

৯| ১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩০

ক্লান্ত দুচোখ বলেছেন: আরেহ! কাউয়্যা ভাইডি নাকি?? ভালানি? লন আপ্নেরেও কিছু ফডু দিলাম...দেখেন মজাক পাইবেন(আমি যেইরাম আপনের গুলা থেইক্যা পাইছি)






১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৫

কাকপাখি ২ বলেছেন: ফডু পছন্দ হইছে। এরা কারা? আপনের জ্ঞাতি ভাই নাকি?

১০| ১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩১

অনিক আহসান বলেছেন: ভাই আদ জাতি বইলা হয়তো কোন জাতির অস্তিত্ত ছিলো...।কিন্তু তারা যে এমন বিশালদেহি ছিলো তার কোন আর্কিওলজিক্যাল ফ্যাক্টস নাই....।

আর আদম আঃ কবরের কথা বিদ্রোহী ভৃগুর একটা পোস্টে দেখলাম.... কিভাবে বুঝা গেলো ঐটাই আদম আঃ এর কবর...আর যদিওবা আদম হাওয়ার কবর হয়েও থাকে...সেক্ষেত্রে অনেক প্রশ্ন কিন্তু সামনে এসে পরে...।

১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০০

কাকপাখি ২ বলেছেন: আর্কিওলজিক্যাল ফ্যাক্টস

হুম

১১| ১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৫

তাহ্িনয়া বলেছেন: bhalo laglo

১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৬

কাকপাখি ২ বলেছেন: ধন্যবাদ

১২| ১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৭

মেহেদি রাসেল বলেছেন: ভাল লাগল ভাইয়া

১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১০

কাকপাখি ২ বলেছেন: ধন্যবাদ

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৯

মৃগয়া বলেছেন: @ আচিপ ওরফে ছাগুচীফ,

আপনেরা না বহুত চ্যাতনাবাজ। মানবতার ধর্মের অবতার।

Click This Link

এইসব পোষ্ট আপনাদের মতো ছাগুগুলারে দেখা যায়না ক্যান। দলবল নিয়া কি খালি ক্যাচাল খুইজা বেড়ান?

১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩১

কাকপাখি ২ বলেছেন: মানবতার ধর্মের অবতার
নাকি ভারতের দালালি লাগাতার ?

১৪| ১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৮

ক্ষত্রিয় বলেছেন: এইতো লজিকাল কোনো কথা না কইতে পার্লে কথার মধ্যে গাঞ্জা, ভন্ড সন্ন্যাসী এইসব ব্যাক্তি আক্রমণ জাতীয় শব্দ আইসা পড়ে!!!...মানুষ হন তাড়াতাড়ি!


আর নেক্সট টাইম লজিকাল পোস্ট দিয়েন।যাতে পোস্ট মানুষ পইড়া বিশ্বাস করতে পারে বাস্তব ফাক্টটা কী!!!...রূপকথা দিয়া বাচ্চা পোলাপানরে ঘুম পড়ানো যাই কিন্তু পূর্ণবয়স্ক মানুষরে না /:)

১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৭

কাকপাখি ২ বলেছেন: মাফ কইরা দেন বাবা, ভুল হইয়া গেছে।

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০২

সজীব আকিব বলেছেন:
ভালা আচেন? বউ-বাচ্চা ভালা তো?

এইসব ছবি কেমতে বানাইলেন?

১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১১

কাকপাখি ২ বলেছেন: ভালা আচি, আপনে কেমন আচেন?

ফডুশপ দিয়া বানাইছি।

১৬| ১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১১

নেটপোকা বলেছেন: সুবহানাল্লাহ্‌, ফটোশপ দিয়ে কী না করা যায়!

১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৩

কাকপাখি ২ বলেছেন: এই কথাডা আপনে এতদিনে বুঝলেন?

১৭| ১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৯

রিয়াসাত নাবিল বলেছেন: খুব ভাল লেগেছে....সুভানাল্লাহ!

১৮| ১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৩

ইফতেখার5555 বলেছেন: আমাদের সাথে ndc তে ৭ ফুট এর মত (বা একটু বেশি) একটা ছেলে পড়তো,
এটা genetic problem,
একই এলাকার আততি্য়ো সোমপোরকের োনেকের এটা হোতে পারে,
মনে রাখবেন আললাহ সঠউলো পরোমান দিতে পছনদো করেন না,

১৯| ১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:১৪

একজন বোহেমিয়ান বলেছেন: এই সবই (শেষেরটা বাদে) http://www.worth1000.com এর photoshop contest এর ফলাফল!!!!

১৯ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৮

কাকপাখি ২ বলেছেন: আপনের লিংক-এ এই ছবিগুলা খুইজা পাইলাম না। একটু যদি কাইন্ডলি খুইজা দিতেন।

২০| ১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:২৯

পিটার প্যান বলেছেন: এইরকম একটা পোস্ট আপনে আগেও দিছিলেন না? সেই ছবিগুলা একটা ফটো কন্টেস্ট ব্লগে (Photo Effects Contests - worth1000.com/entries) দেখতে পেলাম। নিচের লিঙ্কগুলা কস্ট কইরা একটু চেক কইরেন।

১) হোক্স-স্লেয়ার ডট কম

২) ফটো কন্টেস্ট এন্ট্রি ১

৩) ফটো কন্টেস্ট এন্ট্রি ২

৪) ফটো কন্টেস্ট এন্ট্রি ৩

৫) ফটো কন্টেস্ট এন্ট্রি ৪

আপনার এই পোস্টের অনেকগুলা ছবি যে ফেক সেটা বুঝতে খুব একটা বেগ পাওয়ার কথা না। আপনি কেন বুঝতে পারছেন না সেটাই হলো কথা।

১৯ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৫

কাকপাখি ২ বলেছেন: এই পোষ্টের কোন ছবি আপনের দেওয়া লিংক-এ পাইলাম না। কি সব ভুয়া লিংক দেন মিয়া।

২১| ১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৩২

গিগাবাইট বলেছেন: হুরো, এইগুলা যুক্তি হইলো?

১৯ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩২

কাকপাখি ২ বলেছেন: হ, এইগুলাই যুক্তি হইল। ইচ্ছা করলে বিতর্ক করতে পারেন।

২২| ১৯ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:২১

কাকপাখি ২ বলেছেন: ক্লান্ত দুই চোক, আপনের কমেন্ট ডিলিট কইরা দিলাম।

১৯ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৯

কাকপাখি ২ বলেছেন: ধর্ম নিয়া আবার কিছু লেখেন, আবার ডিলিট করমু।

২৩| ১৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০১

তীর জোক বলেছেন: গর্দভ জাতির ছবি নাই?
খ্যাক খ্যাক!!


প্লাস দিলাম অনেকরে বিনোদন দিবার জন্য। (বহুত পুরান মাল যদিও)
যাহোক লিংক মারা বন্ধ করেন। এইগুলা একবার সহ্য করা যায়। বার বার না।

১৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩০

কাকপাখি ২ বলেছেন: যাহোক লিংক মারা বন্ধ করেন। এইগুলা একবার সহ্য করা যায়। বার বার না।

তাই নাকি? খেকজ খেকজ B-)) B-)) । আগে কইবেন না। B-)) B-)) । এখন তো আরো বেশি লিংক মারতে হইব।

২৪| ১৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৬

প্রদীপ মিত্র বলেছেন: আদ জাতীর অস্তিত্ত্বের সবচেয়ে বড় ও সাইয়েন্টিফিক প্রমাণ হলো হ্যারি পটার বইতে ১৫ ফুট লম্বা জায়ান্টদের রেফারেন্স।

২৫| ১৯ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২২

ক্লান্ত দুচোখ বলেছেন: ঈমানে কইতাছি আমি কইলাম একটাও বাজে কতা কই নাই!
আইচ্ছ্যা ঠিকাসে, আপনের লগে আমার এট্টু পেরাইভেট আলাপ ছিলোঃ

আপনাগো সিষ্টেম ডা কি? ইয়ে মানে, পেমেন্ট টা কি হিটের উপর ক্যালকুলেট হয় নাকি প্লাস/মাইনাস?
নাহ, মানে কালকা হিট পান নাই। আইজকা আবার লিংক পোষ্টাইছেন তো তাই এট্টু কিউরিয়াস হইছি আরকি...

২৬| ১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:০৩

পিটার প্যান বলেছেন: লেখক বলেছেন: এই পোষ্টের কোন ছবি আপনের দেওয়া লিংক-এ পাইলাম না।

আগের পোস্টটা তাহলে মুছে দেন। এখন তো জানেন যে ঐ ছবিগুলা ভূয়া। এ পোস্টের ছবির লিঙ্ক দেইনি সেটা উপরের কমেন্টেই বলেছি। আকেলমান্দদের সব কিছু খাইয়ে দিতে হয় না। বুঝে নেয়।

২৭| ০১ লা মার্চ, ২০১১ রাত ১১:৫৬

শূণ্য উপত্যকা বলেছেন: ৫নং ছবির খুলিগুলো ফেক না। এগুলো নিয়ে বেশ ভাল বিতর্ক আছে। অনেকেই ধারনা করে এগুলো এলিয়েন এর খুলি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.