| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
তৃতীয় মাত্রার জিল্লুর সাহেব যে ভাবে উঠে পড়ে লেগেছেন যে শাহবাগের বিরুদ্ধে, এতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বললেও তিনি মুচকি মুচকি হাসেন, কিন্ত কেউ শাহবাগের পক্ষে কথা বললে তিনি প্রতিপক্ষের মত ঝাপিয়ে পড়েন (গত পরশুর টক শোতে সমকালের সম্পাদক কে রীতিমত জেরা করা শুরু করেন কিন্তু যখন পার্থকে কথা বলার সুযোগ দেন, তখন জেরা তো দুরের কথা, বরং আরো কথা তাকে ধরিয়ে দেন।)
এর আগেও বিনপির এমপি নিলুফার যখন বলেন যে আমাদের স্বাধিনতা হল ঝড়ে বক মরার মত পাওয়া আর যুদ্ধে ৩ লাখ লোকও নাকি নিহত হন নাই...তখন জিল্লুর সাহেব প্রতিবাদ তো দুরের কথা, উনি সন্মতি সুচুক মুচকি মুচকি হাসতে থাকেন....। উনি দিনের পর দিন নিজেকে এভাবে পার্টিশান উপস্হাপক হিসাবেই দেখাতে আছেন স্বাধীনতার স্বপক্ষের টিভি চ্যানেল আইতে। 
স্বাধীনতার স্বপক্ষের লোকদের উনার অনুস্টান বয়কট করা উচিত
 
০৮ ই মে, ২০১৩  রাত ৩:১২
কলাবাগান১ বলেছেন: জিল্লুর সাহেব ভান ধরেন যে উনি নিরপেক্ষ, সেটাই বলতে চেয়েছি।
৭১ টিভি দেশের স্বাধিনতার সপক্ষে বলে সেটা সবাই জানে... ভান ধরার দরকার হয় না।
২| 
০৮ ই মে, ২০১৩  রাত ৩:৫৩
নষ্ট ছেলে বলেছেন: ৭১ টিভি দেশের স্বাধিনতার সপক্ষে বলে সেটা সবাই জানে... ভান ধরার দরকার হয় না।
 
  
  
  
  
  
  
 
৩| 
০৮ ই মে, ২০১৩  ভোর ৪:৪৩
নরাধম বলেছেন: জিল্লুর সাহেবকে রাজাকার ঘোষণা দেয়া হোক, দেরী কে? আইজুকে রাজাকার বানাইলে জিল্লুর সাহেব কে? শিরোনামহীন, জিল্লুর, মাইলস সবাই রাজাকার হিসেবে ঘোষনা এসেছে। কাদের সিদ্দিকী রাজাকার। আব্দুল্লাহ আবু সাঈদ রাজাকার। সবাই রাজাকার।  
দেশের ৯৯ শতাংশই রাজাকার। শুধু ১ শতাংশই মুক্তিযুদ্ধ পন্থি। কয়দিন পর বঙ্গবন্ধুকেও রাজাকার ঘোষণা দিবে।  
 
০৮ ই মে, ২০১৩  ভোর ৫:০৮
কলাবাগান১ বলেছেন: আপনার কাছ থেকে এমন প্রতিক্রিয়া আশা করি নাই। কিন্তু আপনি আমার লিখার বিষয় নিয়ে কিছু বলেন... আমি যা দেখছি তাই লিখেছি এখানে....।
প্রকারন্তরে আপনিও "আমাদের স্বাধীনতা হল ঝড়ে বক মরার মত পাওয়া " বাক্যটাকে সাপোর্ট দিয়ে গেলেন।
৪| 
০৮ ই মে, ২০১৩  ভোর ৫:৪৭
হরিসূধন বলেছেন: নরাধমের সাথে একমত। 
সবাই রাজাকার। 
 
০৮ ই মে, ২০১৩  ভোর ৬:০১
কলাবাগান১ বলেছেন: প্রকারন্তরে আপনিও "আমাদের স্বাধীনতা হল ঝড়ে বক মরার মত পাওয়া " বাক্যটাকে সাপোর্ট দিয়ে গেলেন।
৫| 
০৮ ই মে, ২০১৩  সকাল ৯:১৯
বোকা_ছেলে বলেছেন: নরাধম বলেছেন: জিল্লুর
সাহেবকে রাজাকার ঘোষণা দেয়া হোক,
দেরী কে? আইজুকে রাজাকার
বানাইলে জিল্লুর সাহেব কে?
শিরোনামহীন, জিল্লুর, মাইলস সবাই রাজাকার
হিসেবে ঘোষনা এসেছে। কাদের সিদ্দিকী রাজাকার।
আব্দুল্লাহ আবু সাঈদ রাজাকার। সবাই রাজাকার।
দেশের ৯৯ শতাংশই রাজাকার। শুধু ১ শতাংশই মুক্তিযুদ্ধ
পন্থি। কয়দিন পর বঙ্গবন্ধুকেও রাজাকার ঘোষণা দিবে।
৬| 
০৮ ই মে, ২০১৩  সকাল ৯:২৩
মোমের মানুষ বলেছেন: কইয়া ফালান
জ-তে জিল্লুর তুই রাজাকার তুই রাজাকার!!
 
০৮ ই মে, ২০১৩  সকাল ৯:২৭
কলাবাগান১ বলেছেন: দিগন্ত টিভিতে রাজাকারদের পক্ষে কথা হবে সেটাই সবাই জানে এবং এই নিয়ে আমার কোন মাথা ব্যাথা নাই।
চ্যানেল আই নিজেকে স্বাধীনতার স্বপক্ষের টিভি বলে দাবী করে আর সেখানের টক শোতে যখন বলা হয় যে আমাদের স্বাধীনতা ঝড়ে বক মরার মত করে হয়েছে, তখন প্রতিবাদ তো দুরের কথা, উনি মিটি মিটি হাসেন........ ধিক এই নিরপেক্ষতার মুখোশকে
৭| 
০৮ ই মে, ২০১৩  সকাল ১০:৩০
রিয়াজ৩৬ বলেছেন: ভাই, আ'লীগের বিপক্ষে কিছু গেলে আপনাদের এত কষ্ট হয় কেন? দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আপনারা কতটুকু কি করেছেন,তা জনগণ ৪ বছর দেখেছে।
 
০৮ ই মে, ২০১৩  সকাল ১০:৩৮
কলাবাগান১ বলেছেন: আর আমরা ৪২ বছর ধরে দেখছি, রাজাকার রা কিভাবে ফুলে ফেপে উঠেছে আর মুক্তিযোদ্ধাদের পিঠে ফ্লাইং কিক করার মত দু:সাহস করার শক্তি অর্জন
৮| 
০৮ ই মে, ২০১৩  সকাল ১১:২৭
আইআইচকিবরিয়া বলেছেন: সবচেয়ে নিরপেক্ষ টকশো ৭১ টিভিতে!  
  
  
  
  
  
  
  
 
৯| 
০৮ ই মে, ২০১৩  সকাল ১১:৪৬
মদন বলেছেন: 
জামায়াত পন্থীদের কাছে নিরপেক্ষ নিরপেক্ষ টিভি চ্যানেল হলো দিগন্ত
আর হাল জামানায় দেখা যাচ্ছে আওয়ামীলীগের কাছে নিরপেক্ষ চ্যানেল হলো ৭১![]()
১০| 
০৮ ই মে, ২০১৩  দুপুর ১২:৪৮
সাখাওয়াত০২ বলেছেন: 71 lol
১১| 
০৮ ই মে, ২০১৩  দুপুর ১২:৫৫
মো ঃ আবু সাঈদ বলেছেন: সবচেয়ে নিরপেক্ষ টকশো ৭১ টিভিতে!
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৩  রাত ৩:০১
নষ্ট ছেলে বলেছেন: সবচেয়ে নিরপেক্ষ টকশো ৭১ টিভিতে!