নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

সরকারের একটা ভাল কাজ

২২ শে মে, ২০১৩ রাত ৮:৩৮

শিক্ষা ক্ষেত্রে এই সরকার অনেক পজিটিভ চেন্জ এনেছে তা বহু আগেই হওয়া উচিত ছিল। আমরা বোধহয় এক নাগাড়ে অনেক দিন ধরে ব্রিটিশ আমলের কারিকুলাম ইউজ করে আসছিলাম .. সেই আর্টস,কমার্স, ও বিজ্ঞান গ্রুপ নিয়ে এস এস সি ও এইচ এস সি পরীক্ষা দেওয়া। হোম ইকনমিক্স কবে যোগ করা হল জানি না....।



সম্প্রতি দেখলাম যে এই গ্রুপগুলি ছাড়াও ইসলামিক স্টাডিস ও যোগ করা হয়েছে.. তবে উল্লেখযোগ্য যে সব গ্রুপকেই ইনফরমেশন টেকনোলজি (১০০ মার্কের) বিষয় বাধ্যতামুলুক ভাবে পড়তে হবে... খুব যুগোপযোগী সিদ্ধান্ত। আমার ভয় যে গ্রামে-গন্জের স্কুল গুলিতে কমপিটেন্ট শিক্ষক ও কমপিউটার ফ্যাসেলিটি ইত্যাদি ঠিকমত দেওয়া হবে কিনা না? না হলে সবার জন্য অভিন্ন শিক্ষার উদ্দেশ্য অর্জন হবে না। শহরের স্কুল আর গ্রামের স্কুলের মধ্যেকার বৈষম্য দুর না হলে, সারা জাতি এক সাথে এগিয়ে আসতে পারবে না। আমেরিকাতে দেখি যে তাদের রাজধানীর স্কুলগুলির শিক্ষার কোয়ালিটি অন্য ৫০টা স্টেটের স্কুলগুলির তুলনায় সবার নিচে। কিন্তু কারিকুলাম মোটামুটি একই রকমের....

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ রাত ২:১২

বোকামন বলেছেন:




শহরের স্কুল আর গ্রামের স্কুলের মধ্যেকার বৈষম্য দুর না হলে, সারা জাতি এক সাথে এগিয়ে আসতে পারবে না।

সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.