নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

মহাবিশ্বের মাঝে পৃথিবী: একটা বালুকনার চেয়েও ছোট

০৫ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৭

আলোর গতি

৬,০০০,০০০,০০০,০০০ মাইল/বছর



এই গতিতে চাদে পৌছতে সময় লাগবে: ১.৩ সেকেন্ড, সূর্য্য পর্যন্ত্য ৮ মিনিট ২০ সেকেন্ড, মংগল গ্রহ যেতে ৪৪ মিনিট

ভয়েজার১ (নাসার রকেট যেটা সোলার সিস্টেমের বাইরের দিকে ধাবমান) পর্যন্ত্য পৌছতে লাগবে ২৯ ঘন্টা



আর আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির সেন্টারে পৌছতে লাগবে ২৬,০০০ আলোকবর্ষ।



আমাদের সবচেয়ের কাছের গ্যালাক্সিতে (এ্যান্ড্রমিডা) পৌছতে সময় লাগবে: ২,৫০০,০০০ আলোকবর্ষ

Great Attractor (যে স্পেসের মধ্যে কয়েক লক্ষ গ্যালাক্সি আছে) পর্যন্ত্য পৌছতে সময় লাগবে ২০০,০০০,০০০ আলোকবর্ষ



Hubble telescope image of Great Attractor:





মহাবিশ্বের ডাইমেনশন (যতটুকু দেখা যায়)

৪৬,৫০০,০০০,০০০ আলোকবর্ষ লাগবে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত্য আলোর গতি ভ্রমন করলে



মহাবিশ্বে স্টারের সংখ্যা হলো 70,000,000,000,000,000,000,000



পৃথিবীর সমস্ত সমুদ্রের যত বীচ আছে, তার সব বালুকনাকে গননা করলে সংখ্যা হবে 7,500,000,000,000,000,000



তাহলে এই এত স্টারের মধ্যে পৃথিবীর স্হান কোথায়???? পৃথিবীর সমস্ত বালুকনার মধ্যে একটা বালুকনারও সমান না......।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৭

ইমরান হক সজীব বলেছেন: জানতাম বিষয়টা তবুও ভালো লাগলো ।

২| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৫০

Ali Khan Russell বলেছেন: ভালো লাগলো। অনেক কিছু জানলাম। ভাই বাংলাদেশ থেকে থাইল্যান্ড আসতে কত সময় লাগবে জানাতে পারবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.