নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

নুহাশ হুমায়ূন- বাবার মতই ........

০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫৫

I am still choked up reading his article.............



What a nice you to present your emotions without revealing

any hatred



Click This Link

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪১

পারভেজ রানা বলেছেন: লেখাটি যেন হুমায়ূন আহমেদই লিখেছেন, পড়ে দেখুন।

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৫

কলাবাগান১ বলেছেন: খেয়া ঘাট বলেছেন: পড়তে পড়তে চোখ ঝাপসা হয়ে এলো।

২| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৩

খেয়া ঘাট বলেছেন: পড়তে পড়তে চোখ ঝাপসা হয়ে এলো।

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৪

কলাবাগান১ বলেছেন: ওর বয়স মাত্র ২১.... শেষ প্যারাটা পড়ুন

"আর আমি এমন এক বাবার গর্বিত সন্তান, যিনি সেরা গল্পগুলো বলতে পেরেছেন। অবাক লাগে, এত কিছুর পরও আমরা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম। ধীরে ধীরে কীভাবে আমরা দূরে সরে গেছি, ভাবতে কষ্ট হয়। যখন একা হই, কোনো কাজ থাকে না, আমার মন ছুটে যায় এক অন্ধকার কোণে, যেখানে একটা ক্ষীণ স্বর ফিসফিস করে বলে, আমি ছিলাম তাঁর নিতান্তই এক সখের বস্তু, অন্য কোথাও সুখ খুঁজে পাওয়ার আগ পর্যন্ত যার দিকে তিনি স্বল্পকালীন মনোযোগ ব্যয় করেছিলেন মাত্র। তাঁর বাহবা পাওয়ার পেছনে আজীবন ছুটেছি আমি, আমার সব আগ্রহ আর অভ্যাস গড়ে উঠেছে এই এক প্রবণতা থেকেই। তা আর ত্যাগ করতে পারিনি। তাঁর জন্যই তৈরি হয়েছি আমি, কিন্তু পর্যাপ্ত হতে পারিনি। ওই ফিসফিস করা কণ্ঠস্বরে আমি কান দিই না, আমার বাবা আর তাঁর গল্প ওই কণ্ঠস্বরের চেয়ে জোরাল। আমার কাছে তিনি নেই, কিন্তু তাঁর গল্পগুলো থেকে গেছে। তিনি আমাকে ভালোবাসতেন। আমি নিশ্চিত, ভালোবাসতেন। হয়তো তাঁর মনোযোগ অন্যত্র সরে গেছে, হয়তো সুখ খুঁজে পেয়েছিলেন তিনি, আর একা বোধ করেননি। কিন্তু এটা তো ঠিক যে কেউ কারও বিকল্প হতে পারে না। ভালোবাসা ফিরিয়ে নেওয়া যায় না।"

৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

খেয়া ঘাট বলেছেন: লিখাটি অনলাইনে আর কিছুদিন পর পাওয়া যাবেনা। তাই আমি ফেবু'তে স্টেটাস হিসাবে রেখে দিয়েছি। অসাধারণ একটা লিখা ভাই। ঠিক যেন বাবার মতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.