নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

সালাউদ্দিন এর অজ্ঞাত স্হান থেকে ভিডিও

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২

বিনপির সালাউদ্দিন এর অজ্ঞাত স্হান থেকে ভিডিও এর খবরের প্রতিক্রিয়ায় এক পাঠকের মন্তব্য প্রথম আলোতে



"মনে পড়ে গেল ২০০৬ সালে আওয়ামীলীগের আন্দোলন। আওয়ামীলীগের বয়োবৃদ্ধ নেতা আব্দুল জলিল, মোহাম্মদ নাসিম, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সংসদ ভবন থেকে মিছিল বের করতেন। ফাটানো হতনা কোনো ককটেল, বাসে দেওয়া হতনা আগুন, কিন্তু তার পরেও সেই বিখ্যাত উক্তি "we are looking for শত্রু" প্রদান করি স্বরাষ্ট্র মন্ত্রী বাবরের নির্দেশে ওই সমস্ত বয়োজ্যেষ্ঠ নেতাদের নির্মম ভাবে পিটিয়ে রাস্তায় শুয়ে দিয়েছিল। কিন্তু বি এন পি র নেতা জয়নাল আবেদিনের মত গালিগালাজ তারা দৌড়ে পালায়নি অথবা আন্ডারগ্রাউন্ড এ যেয়ে ভিডিও টেপ পাঠায়নি। আর নেত্রীর তো দেখাই নাই। আজ বি এন পি মেরুদন্ডহীন একটি দলে পরিনত হয়েছে, জামাতের সাথে থেকে তারা এখন একটি সহিংস দলের পরিচয় বহন করছে। আগে দরকার ত্যাগী নেতা, যারা এসি রুমে বসে স্বপ্ন দেখবে না আর কয়টা মানুষ মারলে কোন মন্ত্রিত্ব পেয়ে প্রত্যকে এক একটি হওয়া ভবন খুলবে।"

মন্তব্য ৯ টি রেটিং +০/-১

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

দার্শনিক ফিনিক্স বলেছেন: বিএনপির নেতারা আন্দোলন করতে পারছেনা এটা সত্য কিন্তু আওয়ামী লীগ জ্বালাও পোড়াও , বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানো/পিটিয়ে মানুষ হত্যা করা এসব করসে কি করেনাই,যেকোনো সচেতন মানুষই এর উত্তর জানে.ইনফ্যাক্ট এইসব সহিংসতার রাজনীতি কারা শুরু করসে এটাও সবাই জানে

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

সংবিধান বলেছেন: awamileague to deki desh chere palai.

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: dekhbo vai koto dane koto chaowl

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৬

নূর আদনান বলেছেন: :| :| :| কিছু কমু না, এখন সবাই বুঝতেছে....
আজ এক মামা বল্লেন আমি ৪৩ বছর ধরে আম্লীগ করে আসতেছি, কিন্তু এখন মনে হচ্ছে এতদিন ভূল করছি.... =p~ =p~

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

ভোরের সূর্য বলেছেন: আমার খুব জানতে ইচ্ছা করছে যে ২০০৬সালে আসলেই আপনি আন্দোলন দেখেছেন কিনা বা মনে আছে কিনা বা সেসময় আপনার বয়স কত ছিল। বেশি কিছু বলবোনা শুধু ২টা বলি। ২০০৪সালের ১৯শে জুন বা ডিসেমবারে আওয়ামীলীগের হরতালে হোটেল শেরাটনের সামনে বাস পোড়ানো হয়। তখন ঘটনাটা বেশ আলোড়ন তুলেছিল কারন ১৮জন মানুষ আগুনে পুড়ে যায়। আর ২০০৭এর লগি বৈঠার কথাতো সবাই জানে। ১৯৯৬সালের আন্দোলনও দেখেছি ভালভাবে কারন তখন আমি hsc second year এ।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
যারা আগুনে বোমা মারছে তারা ঘোষনা দিয়েই মারছে! এরা প্রকাশ্য জনসভায় যারা ছাপান্ন হাজার বর্গমাইলের সব জালিয়ে দেয়ার হুমকি দিয়েছিল।
এসময়ে মঞ্চে যারা যারা ছিল এরা কেউই দায়িত্ব এড়াতে পারে না।
হুকুমদাতারা প্রকাশ্য সভাতে টিভি ক্যামেরার সামনেই বলেছিল -
"সুধু দুএকটি বাস ভাংলেই হবেনা ........ আরো কিছু .. করতে হবে!

প্রথম আলোতে দেখেছিলাম বোমাবাজ অগ্নিসংযোগকারিরা এখন আলকায়দার মত সংবাদমাধ্যমে লেখা ও ছবি পাঠিয়ে দায় স্বীকারও করছিল।
এখন সালাউদ্দিন আহম্মদ ও ফকরুল একই স্টাইলে আন্ডারগ্রাউন্ড থেকে ভিডিও বক্তব্য পাঠানো হল।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৩

েফরারী এই মনটা আমার বলেছেন: @হাসান কালবৈশাখী বলেছেন:
যারা আগুনে বোমা মারছে তারা ঘোষনা দিয়েই মারছে! এরা প্রকাশ্য জনসভায় যারা ছাপান্ন হাজার বর্গমাইলের সব জালিয়ে দেয়ার হুমকি দিয়েছিল।
এসময়ে মঞ্চে যারা যারা ছিল এরা কেউই দায়িত্ব এড়াতে পারে না।
হুকুমদাতারা প্রকাশ্য সভাতে টিভি ক্যামেরার সামনেই বলেছিল -
"সুধু দুএকটি বাস ভাংলেই হবেনা ........ আরো কিছু .. করতে হবে!

প্রথম আলোতে দেখেছিলাম বোমাবাজ অগ্নিসংযোগকারিরা এখন আলকায়দার মত সংবাদমাধ্যমে লেখা ও ছবি পাঠিয়ে দায় স্বীকারও করছিল।
এখন সালাউদ্দিন আহম্মদ ও ফকরুল একই স্টাইলে আন্ডারগ্রাউন্ড থেকে ভিডিও বক্তব্য পাঠানো হল।
সহমত।
তবে আওয়ামী/বিএনপি দুই'ই মূদ্রার এপিট-ওপিঠ।কেউই জণগনের জন্য রাজনীতি করে না।একথা এখন সবার কাছে স্পষ্ট।
আপনার মন্তব্য লিখুন

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

চলতি নিয়ম বলেছেন: নেভার আন্ডারএস্টিমেট দ্যা পাওয়ার অব জামাতিটাকা =p~ =p~

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

চলতি নিয়ম বলেছেন: বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ ৫৯ ঘণ্টা বাড়িয়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত করা হয়েছে। আজ সোমবার সকালে অজ্ঞাত স্থান থেকে পাঠানো ভিডিওবার্তায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। =p~ =p~

আন্ডার গ্রাউন্ডে যাওয়ার কথা জামাতের অথচ জামাত গাড়ী পুড়াইয়া ছবি পাঠায় মিডিয়াতে আর বি এন পি আন্ডার গ্রাউন্ডে থেকে এম এম এস পাঠায়। এইডা কিছু হইলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.