নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাহমিনা আনাম আজ নিউইয়র্ক টাইমসে একটা লিখা লিখেছেন যেখান থেকে জানলাম যে ১৯৭৭ সনে জিয়াউর রহমানে যাতে তখনকার জৈষ্ঠ্য বিচারপতি হিন্দু দেবাসিস প্রধান বিচারপতি না হয়, তার জন্য বিচারপতি নিয়োগের বয়স সীমা কমায়ে দেন। এই একই ধারাবাহিকতা দেখি মওদুদের দ্বারা আবার বিচারপতি নিয়োগের বয়স কমানোোর মাধ্যমে।
বিনপির কেন এত হিন্দু ভীতি কিন্তু এখন তো দেখি বিজেপি (কট্রর হিন্দু) র কাছে ধরাধরি করছে
"The appointment of a chief justice happens automatically in Bangladesh: When one retires, the role goes to the most senior judge of the appellate division. But in 1977, the last time the most senior judge of the appellate division was from a minority, the government of the day, headed by the Bangladesh National Party leader Ziaur Rahman (whose widow, Khaleda Zia, is now the party chairwoman, in opposition), lowered the retirement age, with the result that Justice Debesh Bhattacharya (also a Hindu) became ineligible for the role. This time around, Justice Sinha’s appointment has gone through, underlining the current prime minister’s greater commitment to diversity."
বিস্তারিত এখানে
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২০
রেজা সিদ্দিক বলেছেন: সবকিছুকে যারা ধর্ম দিয়ে বিচার করে তাদের মান নিয়ে প্রশ্ন ওঠে। তার মানে হলো- চোরও তারা মুসলমান চায়। মুসলমান চোরও হিন্দু চোরের চেয়ে ভাল।
এরা বক ধার্মিক ভন্ড প্রতারক
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪০
কলাবাগান১ বলেছেন: "মুসলমান চোরও হিন্দু চোরের চেয়ে ভাল।"!!!!!!!!!
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৫
কলাবাগান১ বলেছেন: বইয়ে ও আগুন দেয় যারা তারা যে শিক্ষার প্রতি কতটুকু আন্তরিক তা বুঝা যায়
Link
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৩
সুজন দেহলভী বলেছেন: "অাইন সবার জন্য সমান" - তাহলে বিচারকের ব্যাক্তিগত ধর্মীয় বিশ্বাসে সমস্যা কোথায় ?
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৯
কলাবাগান১ বলেছেন: সেটা যারা হিন্দু ধর্মের কাউকে প্রধান বিচারপতি হতে দিতে চায় না, তাদেরকে জিজ্ঞেস করুন
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১২
আরণ্যক রাখাল বলেছেন: বিচারপতির আবার হিন্দু মুসলিম কি আছে| হিন্দু মুসলিম ব্যাপারটা টেনে আনাই এখানে বৃথা আর অসুস্থ মানুসিকতার পরিচয়| ধিক যারা এটা টেনে আনে
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৩
কলাবাগান১ বলেছেন: কারা টেনে এনেছে এই ব্যাপার। আইন নিজের মত করে চলতে দিলে ১৯৭৭ সনেই তো একজন সংখ্যালঘু প্রধান বিচারপতি হতেন কিন্তু উনার ধর্মই উনাকে প্রধান বিচার পতি হতে দেন নাই.... জামাতি আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে হিন্দু ছাত্ররা প্রথম শ্রেনীতে প্রথম স্হান অধিকার করলেও শিক্ষক নিয়োগের সময় ভাইবাতে পরিচিত একজন হিন্দু ছাত্রকে জিজ্ঞেস করা হয় "শোলে ছবির নায়কের নাম"
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৪
সজল কির্ত্তনিয়া বলেছেন: এই মাটি - এই বাতাসের, আদি সন্তান আমরা।
পাক-ভারত বিভক্তির পর পাকিস্থানি শাসক আর বাংলাদেশ আমলে বিএনপি - জামাতের অত্যাচারে পূর্ব বংগের বহু সনাতন মানুষকে কখনো ঘর ছাড়া, আবার কখনো দেশ ছাড়া হতে হযেছে।
যারা শত সহস্র অত্যাচার সহ্য করে এদেশে থেকেছে তাদের নিগিৃহীত হতে হয়েছে প্রতি পদে পদে।
আজ সময় হয়েছে জেগে ওঠার, নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার। আসুন সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান নিরাপক্ষ সরকারের পাশে দাড়িয়ে কাধে কাধ মিলিয়ে লড়াই করি।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯
কলাবাগান১ বলেছেন: ধর্ম যার যার, দেশ সবার।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০২
বিদগ্ধ বলেছেন:
সবকিছুকে যারা ধর্ম দিয়ে বিচার করে, তারা প্রকারান্তরে অধর্মাচারী।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০১
কলাবাগান১ বলেছেন: "সবকিছুকে যারা ধর্ম দিয়ে বিচার করে, তারা প্রকারান্তরে অধর্মাচারী।"
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪
ঢাকাবাসী বলেছেন: ধর্মটা ব্যাক্তিগত ব্যাপার, বিচারালয়ে এসব কেন আসে!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭
কলাবাগান১ বলেছেন: ধর্ম টাকে বিচারালয়ে টেনে আনেন জিয়াউর রহমান ১৯৭৭ সনে।
৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৫
হাসমত০০৯ বলেছেন: ব্যাপারটা যতোটা না সাম্প্রদায়িক, তার চাইতে বেশি রাজনৈতিক । বর্তমান সরকার ৫ই জানুয়ারির আগে (সম্ভবত এখনকার অবস্থা এক ই ) ঢাকার প্রতিটি থানায় দুই শ্রেণীর কেবলমাত্র দুই শ্রেণীর পুলিশ প্রধান ছিল, হয় গোপালগঞ্জী না হয় হিন্দু । কারণ টা কি বলতে পারবেন? তিনি জানতেন এই দুই শ্রেণীর লোকজন জীবন গেলেও আওয়ামীলীগের প্রতি বিশ্বাসঘাতকতা করবে না ।
এই যুগে সাম্প্রদায়িক বিভাজন খুবই দু:খজনক, কিন্তু বাস্তবতা আরও বেশি হতাশাজনক ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৯
কলাবাগান১ বলেছেন: চোখের থেকে টুলিটা খোলেন......আপনাদের মত সাম্প্রদায়িক রা থাকতে দেশ কোন দিন এই বিভাজন থেকে বের হয়ে আসতে পারবে না
১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৪
মঞ্জু রানী সরকার বলেছেন: আমরা স্বাধীন হলাম এক সম্প্রদায়ের ভিত্তিতে, দ্বিজাতি তত্তের ভিত্তিতে নয়। অথচ বলতে পারি না আজও “ধর্ম্ নয়, কর্মেই মানুষের পরিচয়”।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৯
কলাবাগান১ বলেছেন: “ধর্ম্ নয়, কর্মেই মানুষের পরিচয়”। কথা সেটাই
১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৪
হাসান কালবৈশাখী বলেছেন:
হিন্দু মুসলিম ব্যাপারটা টেনে আনা অসুস্থ মানুসিকতার পরিচয়।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০০
কলাবাগান১ বলেছেন: ধর্মের দোহাই দিয়েই ১৯৭১ সনে হত্যা করা শুরু করেছিল জামাতি রা
১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২
রাফা বলেছেন: হুমম....জানা ছিলোনা।বি,এন,প-র পক্ষে সব কিছুই করা সম্ভব।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০১
কলাবাগান১ বলেছেন: আমারও জানা ছিল না ব্যাপারটা
১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
সুমন কর বলেছেন: আরণ্যক রাখাল বলেছেন: বিচারপতির আবার হিন্দু মুসলিম কি আছে| হিন্দু মুসলিম ব্যাপারটা টেনে আনাই এখানে বৃথা আর অসুস্থ মানুসিকতার পরিচয়| ধিক যারা এটা টেনে আনে
সহমত।
১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
চাঁদগাজী বলেছেন:
মৌলবাদের চাষ করছে জামাত-শিবির, খালেদা জিয়া, বিএনপি ও অনেক অনেক বাংগালী।
১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫৫
প্রবাসী পাঠক বলেছেন: ধর্ম কারো যোগ্যতার মাপ কাঠি হতে পারে না।
১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪১
নিলু বলেছেন: ভালো , লিখতে থাকুন
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১১
কলাবাগান১ বলেছেন: আমেরিকান জনগন দেখুক কাদের কে তাদের সরকার 'সাপোর্ট' করছে.... যে আমেরিকা মাইনোরিটির অধিকার নিয়ে সবসময় সোচ্চার, তারা কিভাবে একটি কট্ররবাদী দলকে সাপোর্ট দেয়। এই আর্টিকেল, আমেরিকানদের চোখ খুলে দিবে।
গুড জব তাহনিমা আনাম......