নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে আমেরিকা বাংলাদেশ কে বাস্কেট কেস বলে অবহেলা করেছিল, আজ তারই এক স্বনাম ধন্য নিউজ ম্যাগাজিন বাংলাদেশ কে নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করে। যার হেডিং ই হল "দুর্ভিক্ষ থেকে ফুল বাস্কেট: ক্ষুদা নিরসনে এখন বাংলাদেশ হল বিশ্বের মডেল"
পড়ে হাসি পাচ্ছে যে এই দেশ টাকে অনেকেই খরচের খাতায় লিখে রেখেছিল কি খেলায়, কি অর্থনীতি তে। কিন্তু একটু একটু করে দেশ এগিয়ে যাচ্ছে। দূর্মুখের মুখে ছাই দিয়ে, অনেক প্রতিকুলতার মাঝেও দেশ এগিয়া যাচ্ছে। যারা এটা কে মানতে পারে না তারা মনের জ্বাল মিটায় এটা বলে যে পদ্মা সেতু বানাতে যে পৃথিবীর সবচেয়ে বড় হ্যামারটা বাংলাদেশে এসেছে, সেটা যাতে কাজে না লাগিয়ে হাসিনার গলায় ঝুলায়ে দেওয়া হয়। তাদের কাছে দেশের উন্নতি মানে বিদ্যুত বিহীন খাম্বা। এই সপ্তাহেই গরমে পাকিস্হানে ৪০০ এর ও বেশী লোক মারা গিয়েছে যার প্রধান কারন হল বিদ্যুতের সরবরাহ না থাকা।
আমেরিকার ম্যাগাজিনের লিখা এখানে.... লিং যোগ করতে পারছি না বা সামু এলাউ করছে না। গুগুলে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।
২৪ শে জুন, ২০১৫ রাত ৩:৩২
কলাবাগান১ বলেছেন: আপনাকে মানতে হবে যে আগের চেয়ে কিছুটা হলেও অগ্রগতি হয়েছে।
২| ২৪ শে জুন, ২০১৫ ভোর ৫:১৪
ইফতেখার ভূইয়া বলেছেন: যদিও আমারও কথাটা ভালোলাগেনি তবুও বলবো, কিসিঞ্জারের কথাটা পুরোপুরি ভুল ছিলোনা। অন্তত তখনকার সময়ের প্রেক্ষিতে। হ্যাঁ এটাও সত্য যে, বাংলাদেশ এগিয়েছে। তবে পাল্লা দিয়ে দুর্নীতিও এগিয়েছে এটাও অস্বীকার করার উপায় নেই।
৩| ৩০ শে জুন, ২০১৫ সকাল ৯:৩৩
চাঁদগাজী বলেছেন:
যতদিনে বাসার কাজের মেয়ে গার্মেন্ট'এ একটা চাকুরী পেয়েছে; ততদিনে বাংলাদেশের বিলিওনিয়ারদের লিস্টে তারেক, জয় , কর্ণেল ফারুক, শাহ আলম ও গিয়াসু মামুনদের নাম এসে গেছে।
৪| ০১ লা জুলাই, ২০১৫ রাত ২:১২
সচেতনহ্যাপী বলেছেন: আসলেই উন্নতি হচ্ছে কিন্তু গতি কচ্ছপের মত।। আর শিশু বাচ্ছা যে হাটতে পারে না,সেও কিন্তু সময়ের প্রেক্ষিতে চলতে শুরু করে।। আমাদের অবস্থাও তাই।।
আজ বৈদেশিক মুদ্রার ভান্ডার যে কোন সময়ের চেয়ে বেশী,অর্থনীতিও মজবুত হচ্ছে,মাঝে মধ্যে উদ্বৃত্ব চাল রফতানির কথাও শুনি আবার শুনি গম আমদানির কথা!!! বিচিত্র না??
কিসিঞ্জারের সেই মন্তব্যের বাস্তবতা কি আজো নেই?? কারা হাজার হাজার কোটি টাকা ঋনখেলাপী হচ্ছে,আমি-আপনি নিশ্চয়ই নই।। তাহলে কি সেই সুরটা আজো কানে বাজছে না??
আমি সমালোচনা বা তর্কের খাতিরে এসব বলছি না,বলছি বাস্তবতার প্রেক্ষীতে।। ধন্যবাদ।।
৫| ০৪ ঠা জুলাই, ২০১৫ ভোর ৫:৪২
চাঁদগাজী বলেছেন:
আমার শেষ পোস্টে আপনার ২ টি কমেন্টে কি লিখতে চেয়েছিলেন? কি হয়েছে, আমি বুঝিনি
০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১০:৫৫
কলাবাগান১ বলেছেন: জাস্ট ফর ফান। এই ইউনিভার্সিটির ওয়েব সাইটে কোর্সের ভর্তি ফি লিখা আছে তার মধ্যে ইংল্যান্ডে পড়ার জন্য যাতায়াত ভাড়া বাবদ কিছু টাকা লাগবে। কিন্তু তারা প্লেন ফেয়ার (fair vs. fare) এর বানান ও লিখতে পারে না আবার তারা বিশ্ববিদ্যালয়।
৬| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৩:৩২
সচেতনহ্যাপী বলেছেন: স্যরি আর কিছু বলার নেই।। বোধহয় আপনি আমাকে দলীয় দৃষ্টিকোনে বিচার করেছেন।। আর আসবো না আপনার আদালতে।। ধন্যবাদ।।
১৪ ই জুলাই, ২০১৫ সকাল ৮:১০
কলাবাগান১ বলেছেন: সরি যদি আপনার মনে কস্ট দিয়ে থাকি। বুঝতে পারছি না কোন কমেন্টে আপনি হার্ট হয়েছেন।
৭| ১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৪:৪৪
ফেরদাউস আল আমিন বলেছেন: অগ্রগতি?
অবশ্যই হয়েছে এবং হচ্ছে, হতে থাকবে।
কিন্তু তুলনা করব কার সাথে? একটা মাপকাঠি থাকা প্রয়োজন।
দক্ষিন কোরিয়া, ফিলিপিন, মালেশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এর সাথে তুলান করুন না।
Bangladesh 58 position by nominal GDP.
National debt in 2014 was 58,801 millions of dollars,
public debt per capita is 371$ dollars per inhabitant.
human development index (HDI) of Bangladesh, which is the index used by the United Nations to measure the progress of a country, was 0.558 points in 2013,
143th place in the table of 186 countries
Malaysia is holding the 36 position by nominal GDP.
national debt in 2013 was 180,707 millions of dollars,
public debt per capita is 6,034$ dollars per inhabitant.
human development index (HDI) of Malaysia,
was 0.773 points in 2013,
62th place in the table of 186 countries published.
human development index (HDI) of South Korea,
was 0.891 points in 2013,
leaving it in 16th place in the table of 186 countries
HDI দেখলেই বোঝাবে অন্যান্যদের তুলনায় বাংলাদেশের অগ্রগতি কতটুকু।
ওয়েবসাইট
এই সব দেশ ই ষাট দশকে মুক্তি পাওয়া।
৮| ১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৪:৫২
ফেরদাউস আল আমিন বলেছেন: প্রথম সারির কয়েকটি দেশের HDI দেখুনঃ-
প্রথম সারির কয়েকটি দেশের HDI দেখুনঃ-
৯| ১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৪:৫৬
ফেরদাউস আল আমিন বলেছেন: ওয়েবসাইট (যেখান থেকে সারনী টি নেয়া)
এইচ ডি আই
১০| ১৪ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৩৭
যোগী বলেছেন:
এখন পর্যন্ত মনে হচ্ছে সাধারন মানুষ এই সরকার কে সরাতে চাইবে না। কারন এই সরকারের মন্ত্রীরা বিগত যে কোন সরকারের মন্ত্রীদের থেকে চালো। সরকারের এখন উচিৎ হবে বিএনপি কে ভেঙ্গে ফেলা আর জামাত কে মামলা দিয়ে ট্রাইবুনালে পাঠানো।
১১| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ২:২২
সচেতনহ্যাপী বলেছেন: বিরাট কিছুই না..শুধু প্রথম মন্তব্যের উত্তরে কিছু না পেয়ে,বলেছিলাম।। হয়তো আমি ভিন্ন মত ও পথের কিন্তু মন্তব্যের উত্তর কি আশা করা ভুল?? গন্তব্য কিন্তু একই।।
১৫ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৩৯
কলাবাগান১ বলেছেন: ইচ্ছাকৃত না। উত্তর দিয়েছি।
গন্তব্য কিন্তু একই।। কথাটা ভাল লেগেছে
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০১৫ রাত ৩:১৪
চাঁদগাজী বলেছেন:
তলাহীন বলতে কিসিন্জার যেটা বলেছিল, সেটা ঠিক ছিল; কিসিন্জার বুঝায়েছিল যে, দরিদ্রদের জন্য কিছু দিলে কোন পরিবর্তন লক্ষ্য করা যায় না; ক্ষমতার লোকেরা নিয়ে যায়; সেটা বদলায়নি।
এখন তলায় যা জমেছে, সেজন্য অনেককে চরম মুল্য দিটে হচ্ছে: ৪০ ভাগ মানুষ ভুমিহারা হয়ে গেছে, ১ কোটী মানুষ বিদেশে চলে গেছে; তার মাঝে ৫০ লাখ পরিবারহীন থাকে; প্রবাসে থেকে, নুিজের চিকিৎসার টাকাও দেশে পাঠাতে হয়; কারো বাচ্ছা অংক নিয়ে মেডিক্যালে ডাক্তার হচ্ছে, কারো শিশু পথশিশু নাম নিচ্ছে।