নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

গ্লোবাল জেন্ডার গ্যাপ কমানোতে বাংলাদেশের অভূতপুর্ব উন্নতি

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৭:২২



কল্পনা করা যায় না যে ২০০৭ সনে যে দেশ ১২৮ টা দেশের মাঝে ১০০ তম স্হানে অবস্হান করছিল (জেন্ডার গ্যাপ ইনডেক্স এ), সেই দেশ ২০১৫ সনে এসে ১৪৫ টা দেশের মাঝে ৬৪তম স্হানে অবস্হান করছে। ঈর্ষনীয় সাফল্য এসেছে প্রাইমারি ও সেকেন্ডারী স্কুল এর জেন্ডার গ্যাপ ইনডেক্সে। পুরা পথিবীতে এক নম্বর অবস্হান (ছবিতে লাল তীর) কেননা আমাদের দেশে প্রাইমারী আর সেকেন্ডারী স্কুলে জেন্ডার এর কোন বৈষম্য নাই। বরং সেকেন্ডারী স্কুলে মেয়ে বেশী।

আরেক টা মজার এক নম্বর অবস্হান হল রাস্ট্র পরিচালনায় মহিলাদের অবস্হান। আর ৭ বছর মহিলা প্রধানমন্ত্রী থাকলে, মহিলা দ্বারা রাস্ট্র বেশী সময় ধরে শাসিত হবে। যদিও ওদের হিসাবে 'গন্ডগোল' আছে। ওরা ৫০ বছর সময়কাল ধরেছে।
Full report is here


এমন একটা সময়কে সামনে না এনে সামুতে সকাল থেকে দেখছি নারীকে গৃহে বন্দী করার 'আবদার' করা পোস্ট যেটা মাত্র দুটা কমেন্ট (তার মাঝে বিজন রয়ের লাইক কুড়ানোর জন্য সবার পোস্টে গনহারে প্লাস দেওয়া একটা কমেন্ট) পেয়েছে সেটা কে আলোচিত পাতায় ঝুলিয়ে রেখেছে 'সবচেয়ে বেশী পঠিত' এটা বলে
http://www.somewhereinblog.net/blog/ashar/30115531

বাংলাদেশের মেয়েরা বিশ্বে রোল মডেল হয়ে উঠুক

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৮

বিজন রয় বলেছেন: দারুন তো!!

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০১

কলাবাগান১ বলেছেন: আর এই আপনিই মহিলা 'বিদ্বেষী' পোস্ট প্লাস দিয়ে এসেছেন। আমার পোস্ট টা আবার ভাল করে পড়ে দেখুন

২| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৩

রাশেদ রাহাত বলেছেন: :-B :-B :-B B:-/

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২১

কলাবাগান১ বলেছেন: আপনারা মুখ কেন বাকা করেন, তা না বললেও বুঝতে পারি

৩| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৪

বিজন রয় বলেছেন: কোন মহিলা বিদ্বেষী পোস্টে প্লাস দিলাম কলাবাগান।
বলে দিন তাড়াতাড়ি, মাইনাস দিয়ে আসি।

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৮

কলাবাগান১ বলেছেন: পোস্ট ভাল করে পড়ে দেখুন। আপনার কথাই বলা হচ্ছে

৪| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৯

বিজন রয় বলেছেন: ও হো হো হো হো ............. হা হা হা তাই বলুন।!!!!

ওটাকে লাইক দেয়া আর ভাল বলার কারণ তাকে মানুষ করার জন্য। তার পোস্টগুলো নিশ্চয়ই পড়ে থাকবেন। সে এক বিশেষ শ্রেণীর। তাকে ভাল পথে আনতে হবে। এই কৌশল অবলম্বন করে আমি বাস্তব জীবনে ৫ জনকে সঠিক পথে এনেছি, যারা এসময় ওই বিশেষ শ্রেণীর ছিল। ব্লগেও সেই চেষ্টা করছি।

খেয়াল করে দেখবেন অনেক পোস্ট আসে মাইনাস পাওয়ারও যোগ্য না, তবু আমি প্লাস দিয়ে আসি। কারণ মানুষকে আনন্দ দিয়ে, ভালবাসা দিয়ে, খুশি করিয়ে পথে আনা যায়, ভাল করা যায় সহজেই। আমার অভিজ্ঞতা তাই বলে। এই জন্য আমি এই কৌশল অবলম্বন করি।

এই পোস্টে আপনি আমার নাম ব্যবহার করেছেন দেখে প্রথমেই বলেছিলাম দারুন তো!! আমার নাম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।

বিশেষ কথাঃ
আমি লাইক কুড়ানোর জন্য সবার পোস্টে গণহারে লাইক প্রদান করি না। আমার কাজ ব্লগিং করা। ভাল ব্লগিং করা। যতটা বেশি সম্ভব তত বেশি ব্লগারদের পোস্টে যাওয়া। এখানে কেউ আমার শত্রু না। আমি লাইক পাওয়ার জন্য ব্লগিং করি না। আমি ভাল লিখলে অবশ্যই আপনি বা অন্যরা এমনিতেই আমাকে লাইক পদোন করবেন। আমার কাজ অন্যদের পোস্টে মন্তব্য করা, আমার পোস্টে কতজন আসল না আসল সেটা নিয়ে আমি মোটেও ভাবি না। আশাকরি বোঝাতে পেরেছি।

যাইহোক...........
আপনি আমার পছন্দের ব্লগার, কেন সেটা দুই বছর পরে জানতে পারবেন, যদি ব্লগে আপনি থাকেন।
শুভকামনা। ভাল থাকুন।

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৪

কলাবাগান১ বলেছেন: এই প্রথম দেখলাম এত বড় কমেন্ট। যাক আপনার এক্সপ্ল্যানেশান ভাল হয়েছে।

৫| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৮

বিজন রয় বলেছেন: যেহেতু আমি অনেক পোস্টে মন্তব্য করার চেষ্টা করি, তাই মন্তব্য আমাকে ছোট করতেই হয়। ব্লগে আমার একটি লক্ষ্য আছে, সেটা পূরণ হলেই বড় মন্তব্য পাবেন।

৬| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৮

কলাবাগান১ বলেছেন: " সেটা দুই বছর পরে জানতে পারবেন, যদি ব্লগে আপনি থাকেন।"
"ব্লগে আমার একটি লক্ষ্য আছে, সেটা পূরণ হলেই বড় মন্তব্য পাবেন।"

সাসপিশিয়াস কথাবার্তা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.