নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

"তথ্য প্রযুক্তিবিদ" জোহা কেন জানে না ডলার কোথায়

১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

উনি নাকি অনেক ব্ড় তথ্য প্রযুক্তিবিদ এবং উনি জানেন ভিতরে কারা জড়িত ছিল.. তাহলে উনি কেন জানেন না টাকা কোথায় পাচার হয়ে কার কাছে গিয়েছে। কেন উনি নিজের মিথ্যা পরিচয় দিলেন?? উনি যদি জানেনই তাহলে উনি কেন বললেন না উনি কি পেলেন। আমি সব জানি কিন্তু বলব না তা তো হয় না। যদি বলেন ভয়ে বলেন নাই তাহলে আমি সব জানি ভিতরের খবর সেটা ও তো বলতে পারেন না।


আজকে রয়টার কিভাবে বের করে আনল টাকা পাচারের ট্রেইল???? যেখানে ৮ ই ফেব্রুয়ারীতে স্টপ পেমেন্ট আদেশ দেওয়া হয়, তার পরও ফিলিপিন্সের ব্রান্চ ম্যানেজার সেই আদেশ উপেক্ষা করে ৯ই ফেব্রুয়ারীতে টাকা পেমেন্ট করে দেন।

যতদিন পর্যন্ত্য সরকারের কারো ব্যাংক একাউন্টে এই টাকা না পাওয়া যাবে, এক দল বিশেষ শ্রেনীর ব্লগার বলতেই থাকবেন যে কোন কিছু গোপন করা হচ্ছে
The money trail of Bangladesh Bank

Link to the Amader shomoy news article


"Bangladesh's central bank governor resigned on Tuesday over the theft of $81 million from the bank's U.S. account, as details emerged in the Philippines that $30 million of the money was delivered in cash to a casino junket operator in Manila.

The rest of the money hackers stole from the Bangladesh Bank's account at the New York Federal Reserve, one of the largest cyber heists in history, went to two casinos, officials told a Philippines Senate hearing into the scandal.

They said a mix of dollars and Philippine pesos was sent by a foreign exchange broker to the ethnic Chinese junket operator over several days, a haul that would have been made up of at least 780,000 banknotes."

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

রিনকু১৯৭৭ বলেছেন: ব্যাপারটি বেশ স্পর্শকাতর। এটি আন্তর্জাতিক এক বড় ধরনের ষড়যন্ত্র।

১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

কলাবাগান১ বলেছেন: এটি আন্তর্জাতিক এক বড় ধরনের ষড়যন্ত্র। কথা সেটাই... কিন্তু এর সাথে কোন প্রমান ছাড়া সরকারের পদত্যাগ চাই বা সরকার জড়িত বলাটাও অনেকটা ঘোলা জলে মাছ শিকার করার মতই

আর হান্নান শাহ (সাম্প্রদায়িক কীট) এর মত লোকেরা সাম্প্রদায়ীক বাতাসে ফু দিতে থাকেন যখন উনি পরোক্ষভাবে বাংলাদেশ ব্যাংকে কর্মরত হিন্দু সম্প্রদায়ের লোকদের প্রতি ইংগিত দেন

আমিই প্রথম দাবী করি যে রাকেশ আস্তানার কোম্পানী থেকে ক্ষতিপূরুন হিসাবে ৮১ মিলিয়ন ডলার আদায় করা হোক। কেননা এটা তার কোম্পানীর দায়িত্ব ছিল ব্যাংকের নেটওয়ার্ক কে প্রটেক্ট করার

২| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

উদাসী স্বপ্ন বলেছেন: এখানে জোহাকে দোষ দিয়ে লাভ নেই।

তবে আজকে একটা পত্রিকায় পড়লাম যে টাকা নাকি বের করে এক ময়ানেজার গাট্টি ভইরা গাড়িতে ভরছে। তার ওপর ফিলিপিন্সের সিনেটও বলছে টাকা নাকি ব্লাক হোলে চলে গেছে। ফিলিপিন্সে একটা রুল আছে আপনি ক্যাসিনোর টাকা ইন্সপেকশন করতে পারবেন না। তারা বিভিন্ন সরকারী সুবিধা পায়, যদিও ডিটেলস জানি না তবে ব্যাপারটা এমন যে জিপি যখন বাংলাদেশে আসে তখন ১০ বছরের ট্যাক্স হলিডে পায়। কম্পুতে কোনো শুল্ক নাই। তেমনি ক্যাসিনোতে অত নজরদারী নাই কারন জাতীয় জিডিপির একটা বড় অংশ আসে এই ক্যাসিনো থেকেই।

যাই হোক, জোহার ভাষ্যটা আমার মনে হয় সেটাই ছিলো যেহেতু অফিসের ভেতরেই ছিলো চোর বাটপার, আর সেই চোরের অপরিপক্ক চুরি যখন হারায় যায় তখন আর টালার নিয়ন্ত্রন রাখা সম্ভব হয় নাই। আর ফিলিপিন্সের সরকার তো বাংলাদেশের সরকারের মতো চোর আর অথর্ব না।

জোহা সেটাই বলতে চাইছে মূল হোতা কে। মনে করে ছিলো টাকা টাদের হাতে আছে কিন্তু সেই টাকাও এখন নাই!

তাই জোহাকে দোষ দিয়ে লাভ নাই, এই ব্যাটা ছিলো দেইখাই জাতী জানতে পারছে, চাইনিজ হ্যাকার হইলো ডিস্ট্রাকশন।

১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

কলাবাগান১ বলেছেন: যেই জড়িত থাকুক বের হয়ে আসুক কিন্তু কোন প্রমান ছাড়া আংগুল তোলা টা একটা বাতিক হয়ে দা্ড়িয়েছে।

৩| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

উদাসী স্বপ্ন বলেছেন: কাহিনী কি ? সরকারি এক কর্মকর্তাকে ডুবানির জন্য রাজাকারের পত্রিকার লিংক শেয়ার? কাহিনী কি?

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৭

কলাবাগান১ বলেছেন: সরকারি কর্মকর্তা কে? জোহা? সরকার তো বলছে সে সরকারি কর্মকর্তা না???

রাজাকারের পত্রিকা তো রয়টারের খবরের বাংলা অনুবাদ করেছে। অনেকের বুঝার সুবিধার্থে বাংলা অনুবাদের লিং টা দিয়েছিলাম। অবশ্য এই পত্রিকাতে ই পড়েছিলাম ওয়াশিং মেশিনে কাপড় ধুলে কি নাপাকি দুর হবে?

৪| ১৮ ই মার্চ, ২০১৬ ভোর ৪:০৮

উদাসী স্বপ্ন বলেছেন: অ ভাই

এই জন্য জালেমের রাজা বঙ্গবন্ধুর কন্যা হায়েনার নির্দেশেই কিনা জোহারে একটু আগে অপহরন করছে। আসলে কি বলবো আজকে কোক কেনার পর দেখি বোতলে ফান্টা এইটাও জোহার দোষ

১৮ ই মার্চ, ২০১৬ ভোর ৪:৩৯

কলাবাগান১ বলেছেন: আপনার বয়স হয়ে যাচ্ছে তো চশমা লাগবে কোক আর ফান্টার পার্থক্য বুঝতে। আমি কোথায় দাবী করি নাই জোহার দোষ। বলেছি জোহা যদি জানেই কারা দোষী বললেই পারে.... তখন তাকে পুলিশে ধরতে তিনবার চিন্তা করত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.