নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক ব্লগার আদা জল খেয়ে নেমেছিল যে কিভাবে বাংলাদেশ ব্যাংকের লুট হওয়া টাকা হাসিনা/জয়ের একাউন্টে আবিস্কার করা যায়। তারা বড়ই হতাশ হবেন যে মূল হোতা হাসিনা/জয়ের নাম বলল না তাদের সিনেট হিয়ারিংএ
জয়ের বাড়ী নাকি রাকেশ আস্তানার কাছে, তাহলে জয়ই জড়িত এই থিয়োরী দিয়ে অনেকদুর এগিয়েছিলেন। এত পোস্ট দেওয়া হয়েছে সেখানে সবাই ব্যস্ত ছিল বাংলাদেশের কোন মন্ত্রী/প্রধানমন্ত্রীকে ঈংগিত দিয়ে কথা বার্তা। আমি বহুবার বলেছিলাম যে ফিলিপাইনের সিনেটে যে হিয়ারিং হচ্ছে সেটাকে কেন চেপে যাওয়া হচ্ছে..কিন্তু যারা কন্সপিরিউসি থিয়োরীতে বিশ্বাসী, তারা আমার কথা মানতে নারাজ ছিলেন। তারপরও আমি বলছি না যে বাংলাদেশ ব্যাংকের ভিতরের কেউ জড়িত না।
কিন্তু আমি বুঝলাম না কেন যারা চুরি করল, তারা এখন সামান্য কিছু ফেরত দিতে চাচ্ছে (পুরাটা না).... বাংলাদেশের উচিত হবে না এই সামান্য টাকা গ্রহন করা...যেমন গ্রহন করা হয় নাই মানি এক্সচেন্জের ফেরত দিতে চাওয়া সামান্য টাকা।
তারা এর সাথে বাংলাদেশের আর কারা জড়িত তা বলে নিজেদের দোষ টাকে কমাচ্ছে না...বরন্চ আরো ফিলিপিনো দুজনের নাম বলল যারা নাকি আসল হোতা।
আমার কথা হল হাসিনা আর যাই করুক না, দূর্নীতি তে জড়িত না...যেমন খালেদা জিয়া ও নিজে দূর্নীতি করেন নাই। কিন্তু উনি উনার ছেলেদের দূর্নীতিকে চেক দেন নাই।
Kim Wong
২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৯
কলাবাগান১ বলেছেন: জল ঘোলা আর পরিস্কার!!!!!
২| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৩
সমুদ্রতীর বলেছেন: আপনি কি বেকল না ধান্দাবাজ বোঝা দায়!চুরির টাকা কি সরাসরি কেউ তার একাউন্টে রাখবে?
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৯
কলাবাগান১ বলেছেন: আপনি যে মহা বেক্কল তার নমুনা হল যে পোস্টের অর্থ না বুঝা। ব্লগাররা কি হাসিনার ব্যাংক একাউন্টের নাম্বার জানে? রূপক যদি না বুঝেন , তাহলেই বুঝতে হবে কেমন বুদ্ধিমান লোকেরা ঘোলা জলে মাছ শিকারে নেমেছে, যেমন নেমেছে শামা ওবায়েদ
খুব মন খারাপ হয়েছে !!!!
৩| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪০
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: দেশের এতগুলান টেহা লইয়া গেল।ডিজিটাল দেশের ডিজিটাল হর্তাকর্তারা কিভাবে এর দায় এড়াবে বলুন?
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯
কলাবাগান১ বলেছেন: অনেক জল ঘোলা হয়ে টাকা আবার ফেরত আসবে। বিশ্ব ব্যাংকিং সিসটেম ই নিজেদের রক্ষার্থে এই টাকা ফেরত দিতে এগিয়ে আসবে। নাহলে পুরা ব্যাংকিং সিস্টেমের সিকিউরিটি ই হুমকির মুখে পড়বে। অলরেডী একজন আমেরিকান সিনেটর নিউ ইর্য়ক ফেডেরাল ব্যাংকের কাছে প্রশ্ন তুলেছেন কিভাবে সিকিউরিটি ব্রিচ হল
৪| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
মহেড়া বলেছেন: কীভাবে হয়েছে বুঝেন না??? জয়দের পক্ষে দালালি না করে দেশের জন্যে কিছু বলেন। আপনারা যারা শয়তান হয় তাদের দোসর হতে ভালোবাসেন।
২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
কলাবাগান১ বলেছেন: এখানে কারো দালালি করা হচ্ছে না। স্রেফ যা হচ্ছে তা বলা হল।
আপনি কি ঘোলা জলে মাছ শিকার করার ফায়দা টা তুলে আনতে পারেন নাই
৫| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
কালীদাস বলেছেন: জয়ের কথাবার্তায় বুঝা যায় যে সে একটা মহা ইডিয়ট, এরে নিয়া এত ভাবার সময় বাংলাদেশিদের আছে বলে মনে হয়না। সেইম কথা মিস্টার টেন পার্সেন্টের জন্যও প্রযোজ্য, পার্থক্য হল ঐটা মহা চোর।
২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৯
কলাবাগান১ বলেছেন: আমি জয়ের মাকে ক্রেডিট দিব যে তাকে এখনও বড় ধরনের দূর্নীতি থেকে দুরে রেখেছেন।
৬| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:২২
প্রামানিক বলেছেন: কথা ঠিক
২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৯
কলাবাগান১ বলেছেন: কথা সেটাই
৭| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৯
বিপরীত বাক বলেছেন: লেখক বলেছেন ঃ
আমার কথা হল হাসিনা আর যাই করুক না,
দূর্নীতি তে জড়িত না...যেমন খালেদা
জিয়া ও নিজে দূর্নীতি করেন নাই। কিন্তু
উনি উনার ছেলেদের দূর্নীতিকে চেক
দেন নাই।
কালীদাস বলেছেন:
জয়ের কথাবার্তায় বুঝা যায়
যে সে একটা মহা ইডিয়ট,
এরে নিয়া এত ভাবার সময়
বাংলাদেশিদের আছে বলে
মনে হয়না। সেইম কথা মিস্টার
টেন পার্সেন্টের জন্যও
প্রযোজ্য, পার্থক্য হল ঐটা মহা চোর।
সহমত। দারুণ লিখেছেন।
ঐ মহাচোর টেন পার্সেন্টের চুরি চামারি কোনভাবেই এরা ঢাকতে পারছে না। এতই ভয়ংকর চোর ওই হাওয়া ভবনের হাউয়ার পুত টা। তাই এরা এখন নতুন ভং ধরেছে।
বলছে যে, তারেক করেছে তো কি হয়েছে? জয়ও তো করে।
কিন্তু জয়ের কোন প্রুভড দোষ পাচ্ছে না। তাই হাওয়া ভবনের খোয়াব ওয়ালা গুলোর খোয়াব পূরণ হচ্ছে না। এজন্যই ওগুলোর পশ্চাৎদেশ জ্বলতেছে সবসময়ই।।
৩১ শে মার্চ, ২০১৬ রাত ৩:৪২
কলাবাগান১ বলেছেন: হাসিনার ছেলে/মেয়েদের কে উনি যেভাবে 'কন্ট্রোলের' মাঝে রেখেছেন, তা প্রশংসনীয়
৮| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৯
চাঁদগাজী বলেছেন:
ঘটনাটা আমি পড়তে পারিনি; পুরো ঘটনা কিভাবে ঘটেছে ( যতটুকু সম্ভব) একটু লিখুন।
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৯
কলাবাগান১ বলেছেন: ওয়েলকাম ব্যাক। মিসড ইউু
পোস্টে প্রথম আলোর যে লিং দেওয়া আছে, তাতে বিস্তারিত লিখা আছে কিভাবে বাংলাদএশ ব্যাংক থেকে হ্যাক করা টাকা ভাগ বাটোয়ারা হয়েছে।
৯| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
উদাসী স্বপ্ন বলেছেন: হ ভাই, আমেরিকার খাইয়া দাইয়া কাম নাই যে গ্যাস হীন, তেলহীন, প্রাচুর্য্য হীন যেইটা ৩০-৪০ বছর পুরাই পানির নীচে তলায় যাবে সেই দেশের সরকার নিয়া তাগো অনেক মাথাব্যাথা!
তার ওপর চীনরে বাঁশ দেওনের লিগা ইন্ডিয়ায় যখন চিনুক,আব্রাম এমন লক হীডের কারখানা বসাইতেছে সেইখানে তাগো বাংলাদেশের সরকাররে ইন্ডিয়ারে ইগনোর কইরা কি জন্য এমুন কাহিনীর প্রয়োজন সেইডা বুঝি না!
ও আইচ্ছা, ইউনুচ? আগে হিলারী নমিনেশন পাইয়া জিত্যা নিক! ওবামার এতো ঠ্যাকা নাই এখন। আমেরিকার পলিসি এখন ৮০-৯০ এর পলিসির পুরাই বিপরীত!
যদি না মানেন তাইলে করার কিছু নাই। কারন ইলুমিনাতী পার্টির লোকজনও তাগো রূপকথা ছাড়া অন্য কথা বিশ্বাস করে না!
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:২৪
কলাবাগান১ বলেছেন: পোস্টের কোথায় আমি আমেরিকার মাথাব্যাথা বাংলাদেশ নিয়ে লিখেছি!!!!!!
১০| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:১৭
মহা সমন্বয় বলেছেন: কিছু ব্যাপার আমার কাছে অদ্ভুত লাগে।
যেমন- যে ভাবে টাকা চুরি হয়েছে তাতে চোরকে ধরা ওয়ান টুর ব্যাপার অথচ এখনো মূল হোতাকে সনাক্ত করা গেল না।
আবার শুনি- বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় সন্দেহভাজন মূল হোতা ব্যবসায়ী কিম ওয়ং কিছু অর্থ ফেরত দেওয়ার কথা বলেছেন। অর্থ চুরির ঘটনায় আজ মঙ্গলবার ফিলিপাইনের সিনেট শুনানিতে হাজির হয়ে তিনি এ কথা বলেন।
সে যদি মূল হোতা হয়েই থাকে তাহলে তাকে পাকরাও করা হচ্ছে না কেন? তার তো বিশাল শাস্তি হাওয়া দরকার। আবার সে নাকি কিছু অর্থ ফেরতও দেবে!! এইডা কোন কথা হইল!! চোরে চুরি করছে চোরের বিচার করবে আইন, তা না হয়ে চোর বলল আচ্ছা যা হবার হয়ে গেছে কিছু অর্থ ফেরত দিচ্ছি আপনারা আর আমাকে বিরক্ত কইরেন না কিছু অর্থ নিয়ে ভালই ভালই কেটে পড়ুন। ভাব সাব দেখে মনে হচ্ছে চোরের কাছে পুরো ব্যাংকিক সিস্টেম জিম্মি আর আইন তার কাছে পান্তাভাত। মাঝে মাঝে মনে হয় পুরো দুনিয়া গাঁধার পিঠে ঘুরছে
আর বিভিন্ন কারণে আমি মনে করি ৯০% দায় ফেডারেল রিজার্ভ ব্যাংকের।
১১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৩৩
মহা সমন্বয় বলেছেন: কে যেন বলেছিল-
কেউ যদি ১ হাজার টাকা চুরি করে ধরা পরে তাহলে তার জন্য রয়েছে জুতার বাড়ি,কিল, ঘুষি সাথে ছয় মাসের জেল।
কেউ যদি ১০ হজার টাকা চুরি করে ধরা পরে তাহলে তাকে উত্তম মাধ্যম দিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
কেউ যদি ১ লাখ টাকা চুরি করে ধরা পড়ে তাহলে তাকে তিরষ্কার করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
কেউ যদি ১০ লাখ টাকা চুরি করে ধরা পড়ে তাহলে তার নামে এলাকায় বিচার ডাকা হয়।
কেউ যদি ১ কোটি টাকা চুরি করে ধরা পড়ে তাহলে তার নামে মামলা করা হয়।
কেউ যদি হাজার কোটি টাকা চুরি করে ধরা পড়ে তাহলে সরকার তার সাথে সমঝোতার জন্য দফায় দফায় আলোচনায় বসে।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৪৬
কলাবাগান১ বলেছেন: আল্টিমেটলি ফেডেরাল রিজার্ভ এ ডলার ফেরত দিবে নিজেদের উপর অন্য দেশের আস্হা বজায় রাখতে
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৪
বিজন রয় বলেছেন: যারা মাছ শিকার করে তাদের কাছে জল ঘোলা আর পরিস্কার।