নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

পানামা পেপার বাংলাদেশ, এবং প্রথম আলো

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৮

গত পোস্ট পানামা পেপারস নিয়ে লিখেছিলাম এবং আশা করেছিলাম বাংলাদেশের মিডিয়া অন্য দেশের মত ই এটা নিয়ে হইচই হবে কিন্তু আজ দেখলাম প্রথম আলো শিরোনাম করেছে যাতে এই রিপোর্ট টা ই প্রশ্নবিদ্ধ হয়। কাকে বাচাতে চাচ্ছে প্রথম আলো??? আজ যদি হাসিনা, জয় অথবা পুতুলের অথবা শেখ পরিবারের কারো নাম থাকত, তাহলে দেখতেন প্রথম আলোর রিপোর্টিং এর নমুনা।
তখনই বলেছিলাম আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ সময়ের ব্যাপার মাত্র এবং উনাকে পদত্যাগ করতেই হল। আজ দেখলাম বাংলাদেশের ২৫ জনের নামের তালিকা যাদের অফশোর কোম্পানী আছে। এরা দেশের থেকে টাকা ইনকাম করে কিন্তু দেশকে ট্যাক্স দিতে চায় না!!!!!!!


ব্লগের যারা সারাক্ষন এই সরকারের পিছনে লেগে আছেন, তারাও কোন কথা বলেন না যেহেতু হাসিনার নাম নাই। এখন তো কাজী জাফরউল্লাহ এর নাম এসেছে...দেখি কি প্রতিক্রিয়া

panama papers

bangladesh panama papers

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভানুমতির খেল!

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫

ঢাকাবাসী বলেছেন: সেন্সর হয়েছে কিনা কে জানে!

৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৬

সোজোন বাদিয়া বলেছেন: লেখকের লেখা দেখে মনে হচ্ছে যেন একটা তালিকায় হাসিনা-জয়ের নাম নেই তাতেই ওরা যেন তুলসি পাতা হয়ে গেল, ওদের হাজারটা অপরাধ, বিশ্বাসঘাতকতা, নৃশংসতা মিথ্যা হয়ে গেল!

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৩

কলাবাগান১ বলেছেন: ওরা তো গ্রেনেড মেরে ৩০ জন জল জ্যান্ত মানুষকেও মেরে তুলসি পাতা হয়ে গেছে

৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

সাদী ফেরদৌস বলেছেন: ঢাকাবাসীর আসল নাম মনে হয় রিজভি কিংবা মির্জা আব্বাস । হতেও পারে , আমি সিউর না । :)

৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: অন্যকে ঢোবাতে গিয়ে চোরাবালির পথে হাটতে হাটতে প্রথম আলো এখন নীজেই চোরাবালীতে পরে গেছে । তার পরিত্রানের সম্ভাবনা খুবই কম কারণ তার বহুরূপী চরিত্র এখন তার অতি গুনমুগ্ধ ভক্তকুলও একান্তভাবেই অনুধবান করে ফেলেছে যা বিভিন্ন ব্লগের পোষ্ট করা লিখা থেকে বুঝা যায় । প্রখ্যাত প্রবিন সাংবাদিক গাফফার চৌধুরীর কথা ফলতে শুরু করছে বলেই দেখা যায় ।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২২

বিজন রয় বলেছেন: হা হা হা আঁতে ঘা দিলেন যে একবারে।
তারা সবাই চুপ।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০০

কলাবাগান১ বলেছেন: কাজী জাফরউল্লাহ এর নাম উঠে আসে ২০১৫ সনের HBSC ব্যাংক এর কেলেংকারির সময় এবং দুদুক অলরেডি এটা নিয়ে মামলা করছে...কিন্তু আওয়ামী নাম টা জড়াতে সুক্ষভাবে পুরানো লিস্ট থেকে এই নাম তুলে এনে বলা হচ্ছে এবারকার ফাস হওয়া লিস্টে উনার নাম আছে। এবার লিস্টে সবই তো ব্যবসায়ী.........

কাজী জাফরউল্লাহ ধোয়া তুলসি পাতা না....... কিন্তূ উনার অপকাজের মামলা চলছে .......

৮| ১৭ ই মে, ২০১৬ সকাল ৯:১২

চাঁদগাজী বলেছেন:



পানামায় কোম্পানী রেজি করে 'ট্যাকস ফাঁকি' দেয়ার জন্য; সুতরাং এখানে বেশী বাংগালীর নাম থাকবে না।

৯| ২৬ শে মে, ২০১৬ ভোর ৪:৩৪

মার্কোপলো বলেছেন:


বাংলাদেশে ব্যবসা করে, পানামায় ট্যাকস দেয়া বাংলাদেশে চালু নেই।

১০| ৩১ শে মে, ২০১৬ সকাল ৯:৩২

দেবজ্যোতিকাজল বলেছেন: হু অনেককিছু জানলাম

১১| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১১

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিচ্ছেন না কেন?

০৫ ই জুন, ২০১৬ সকাল ৯:০৯

কলাবাগান১ বলেছেন: এমন কাদা ছোড়াছুড়ির মধ্যে নাই...আর সামারে কাজের প্রচন্ড চাপ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.