নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে দেশের লোক পাকিস্হান এবং আফগানিস্হানের মত পাথর ছুড়ে (পরকিয়ার জন্য) হত্যা করার স্বপক্ষে, তারা যে কলসুন্দরের মেয়ে ফুটবলারদেরকে নিগৃহ করবে তা স্বাভাবিক। আজ তারা লোকাল বাসে দেশে ফিরার সময় যে নিগৃহের শিকার হল এটা তারই প্রতিফলন। অথচ এই নিস্পাপ মেয়েরা দেশের জন্য যে সন্মান বয়ে আনল, তাতে তাদেরকে মাথায় তুলে রাখার দরকার ছিল।
সোর্স: জর্জটাউন বিশ্ববিদ্যালয়, ওয়াশিংটন ডিসি
more detail here
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
কলাবাগান১ বলেছেন: যারা মারার স্বপক্ষে তারা ভাল বলতে পারবেন। পুরা রিপোর্ট টা পড়লে (লিং দেওয়া আছে) আমার দেখে আসা বাংলাদেশকে আর চিনতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে ধর্মান্ধতা পাকিস্হান আফগানিস্হান কে ও ছাড়িয়ে গেছে!!!!!
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১
গেম চেঞ্জার বলেছেন: দেখেছি এটা আগেই! কিন্তু আমার কাছে এটা অবাস্তব বলেই মনে হচ্ছে!!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
কলাবাগান১ বলেছেন: আমারো তা মনে হয়। স্যাম্পলিং টা বায়াসড ছিল বলে মনে হয়। কিন্তু জর্জটাউন বিশ্ববিদ্যালয় পৃথিবীর একটা নামকরা বিশ্ববিদ্যালয়
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪৫
হাসান কালবৈশাখী বলেছেন:
কিছু পরিবারের বা কাছের আত্নিয়স্বজনের ভেতরেও দেখেছি ভেতরে ভেতরে চরম মৌলবাদি চেতনা ধারন করে।
বোঝানোর চেষ্টা করেও লাভ হয় না।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৫০
কলাবাগান১ বলেছেন: আমেরিকার অনেক ভাল লোক কে দেখছি ভিতরে ভিতরে ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করে
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২
গেম চেঞ্জার বলেছেন: পাথর ছুঁড়ে মারার কথা কি কোরআনে লেখা আছে? ব্যাপারটা তো খুবই ভয়ানক!!