নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

গুগুল-ডুডুল এ জগদীশ চন্দ্র বোস

০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৪


অবশেষে গুগুল ই আসল মর্যদা দিল স্যার জগদীশ চন্দ্র বোসকে। আজ তারা সারা বিশ্বে স্যার জগদীশ বোসকে পরিচয় দিয়েছে ওয়ারল্যাস কমিনিকিউশনের আদি জনক হিসাবে। যদিও ভারতীয়রা এই গুগুল-ডুডুল নিয়ে খুব 'গলাবাজি' করছে,তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে উনার জন্ম মুন্সিগন্জে আর যখন ১৯৩৭ সনে উনি মারা যান, তখন ভারত বলে কোন দেশ ছিল না।
উইকিপিডিয়া অবশ্য এখনকার বাংলাদেশে উনার জন্ম বলেই বলা আছে
Wiki

"While Bose is best known for his work in biophysics, he is also considered a father of the radio. In 1895, he demonstrated the science of electromagnetic waves. In a public demonstration in Calcutta (now Kolkata), he sent electromagnetic waves across 75 feet and through a wall to remotely ring a bell and explode gunpowder, according to India Today.

He also invented the Mercury Coherer, a radio wave receiver that was used by Guglielmo Marconi to build an operational two-way radio. While the Italian inventor was recognized for his two-way radio, Bose remained relatively unknown because he reluctant to patent his inventions."

Father of Wireless Telecommunication

মন্তব্য ১২ টি রেটিং +৮/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৫

আবু মুছা আল আজাদ বলেছেন: ভাল লাগল

০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১১

কলাবাগান১ বলেছেন: সার পৃথিবী জানে যে ইটালিয়ান বিজ্ঞানী মার্কনি বেতারযন্ত্র আবিস্কার করেছেন কিন্তু উনি যে বোসের আবিস্কার কে ইমপ্রুভ করে পেটেন্ট করেছেন তা গুগুলের কল্যানে পুরা বিশ্ব জানতে পারল। আজ অনেক আমেরিকান কলিগ আমার কাছে গুগুলের কথা সত্য কিনা জানতে চেয়েছেন।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪

অগ্নি সারথি বলেছেন: গ্রেট!
ভারতীয় বলদ গুলার জন্য অনুকম্পা।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২

অন্তু নীল বলেছেন:
তয় গুগলই বুঝল।
আমরা আর কি....................

০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১

কলাবাগান১ বলেছেন: আমরা বুঝি যে ভারতীয়রা খারাপ কিন্তু আসল বিষয় নিয়ে কোন কমেন্ট নাই

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭

কানিজ ফাতেমা বলেছেন: যাক, ভারতীয়দের ভুয়ামি কিছুটা হলেও ধরাশায়ী হলো । খবরটি জানা ছিলনা । নি:সন্দেহে আনন্দের বিষয় ।
শুভ কামনা ।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৫

শেরজা তপন বলেছেন: ভাল লাগার মত খবর! ধন্যবাদ শেয়ারের জন্য

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪২

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১০

শাব্দিক হিমু বলেছেন: খবরটা জানা ছিলনা, জেনে ভালো লাগলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪২

কলাবাগান১ বলেছেন: জানাতে পেরে ভাল লাগলো

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:২৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ এই গুরুত্বপুর্ণ সংবাদটি আমাদের সাথে শেয়ার করার জন্য । আচার্য স্যার জগদীশ চন্দ্র বসু একজন বিশ্ববরেণ্য বাংগালী বিজ্ঞানী , তাকে নিয়ে আমরা গর্বিত । তিনি শুধু আবিস্কারকই নন বাংলা-কল্পবিজ্ঞানের-জনকও বটে । বিশ্বব্রহ্মাণ্ডের অসীমতার স্বরূপ বর্ণনা করতে বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র তার ‘আকাশ স্পন্দন ও আকাশ সম্ভব জগৎ’ নিবন্ধে একটি রূপক গল্পের আশ্রয় নিয়ে সুন্দরভাবে বলেছেন , এ জগতের আরম্ভও নাই শেষও নাই ‘এ জগতে ক্ষুদ্রও নাই, বৃহৎও নাই’। সত্যিই জগদীশচন্দ্র ক্ষুদ্রও নন, বৃহৎও নন; চিন্তা চেতনায় তিনি এক অসীম ব্রহ্মাণ্ড। আমার এই সামান্য জ্ঞান ও বুদ্ধিতে তার বিশালত্বকে ধারণ করা অসম্ভব। ভাষায় তাকে প্রকাশ করা যায়না। বাংলাদেশে জন্মগ্রহনকারী এই বাংগালী বিজ্ঞানীকে বিনম্র চিত্তে শুধু ভক্তি শ্রদ্ধা জানাতে পারি।
এই পোস্ট লিখকের প্রতি রইল শুভেচ্ছা ।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৩

কলাবাগান১ বলেছেন: উনার মত লোকের অনেক দরকার এই বাংলায় কিন্তু দিন দিন যে ভাবে জ্বীনের আকার প্রকার টাইপ নিয়ে 'গবেষনা' বেড়ে হচ্ছে...তাতে বিজ্ঞানমনস্ক জাতি তৈরী হওয়ার কোন আশা দেখি না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.