নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ করেই আমার প্রথম নিক (কলাবাগান) যেটা সামান্য কারনে সামু ব্যান করেছিল সেই নিকের পেজে গিয়ে দেখি যে পাক্কা ১০ বছর ধরে এই ব্লগের সুখে দুঃখে জড়িয়ে আছি......অনেক বন্ধু/শত্রু ....অনেক কে দেখতাম কয়দিন খুব এক্টিভ আবার ইনএক্টিভ কিন্তু আমি দিনে একবার হলেও সামুতে লগইন না করলে মনে হয় কিছু যেন মিস করছি........ব্লগ অনেক কিছুই দিয়েছে....সবচেয়ে বড় কথা নিজের বিশ্বাস এর উপর আরো বেশী আস্হা যুগাচ্ছে......এর জন্য কত কথা শুনছি/শুনেছি কিন্তু কখনও নিজের বিশ্বাস থেকে এ পা ও নড়ি নাই... আমি মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির জন্য গত ১০ বছর ধরে ই কথা বলে আসছি...... ঘরের খেয়ে বোনের মেষ তাড়ানো আর কি........কিন্তু পেইড ব্লগার বলে অনেক বার আমাকে বলা হয়েছে কিন্তু যারা বলে তারা জানে না এই চেতনা পয়সা দিয়ে কিনা যায় না।
কখনই ফেসবুক এ একাউন্ট খোলা হয়নি........তাই সামুই আমার সোশাল নেটওয়ার্ক
০৯ ই জুন, ২০১৭ সকাল ৯:১৬
কলাবাগান১ বলেছেন: স্বপ্ন দেখি একদিন আপনার মত এমন গুছিয়ে লিখে পোস্ট দেওয়ার
২| ০৯ ই জুন, ২০১৭ সকাল ৮:৩৯
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।
০৯ ই জুন, ২০১৭ সকাল ৯:১৫
কলাবাগান১ বলেছেন: চাঁদগাজী আপনি একলাই এই ব্লগ কে প্রানবন্ত করে রেখেছেন
৩| ০৯ ই জুন, ২০১৭ সকাল ৮:৫৬
শায়মা বলেছেন: কিছুদিনের মাঝেই এমন একটি লেখা আমিও হয়তো লিখবো, হয়তো না।
তবে হ্যা। এই বিশাল কর্মযজ্ঞেের এই দুনিয়াতে বাস করেও কখনও কখনও আরও কিছু বিশেষ অভিজ্ঞতা, জ্ঞান চর্চা বা অজ্ঞান চর্চা বা নিজের অনেক দক্ষতা অদক্ষতার কথাই অজানা থেকে যেত যদি এই ব্লগটাতে না আসা হত আমার।
শত্রু মিত্র, বন্ধু, অবন্ধু এই জীবনেও সকলেরই থাকে তবে ব্লগ এমন একটি জায়গা হা হা হা এখানের সবকিছুই শিক্ষনীয় এবং অবশ্যই তারপরেও বিনোদনের।
ব্লগ না থাকলে আমি নিজের ইমোশন কন্ট্রোল হয়ত এত ভাবে শিখতাম না। মাঝে মাঝে ভাবি ইন রিয়েল আমার জীবনে আমি কতটা ইমোশনাল ছিলাম, কতটাই অন্যরকম। সেই ব্যাপারগুলো আমার লেখার প্রথমদিকটাতেও আছে। মাঝে মাঝে প্রায়ই মনে পড়ে একরামুল শামীমকে। সে বলেছিলো আমি যখন ইমোশনাল ছিলাম আমি তখন নাকি খাঁটি লেখক ছিলাম হা হা হা এখন হয়েছি মেকি।
যাইহোক ভাইয়া। ভালো থেকো অনেক অনেক । অনেক অনেক শুভকামনা।
০৯ ই জুন, ২০১৭ সকাল ৯:১৭
কলাবাগান১ বলেছেন: "ব্লগ না থাকলে আমি নিজের ইমোশন কন্ট্রোল হয়ত এত ভাবে শিখতাম না।" আসলেই এটা একটা বড় পাওনা। ধন্যবাদ
৪| ০৯ ই জুন, ২০১৭ সকাল ৯:৪১
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনাকে স্বাগতম প্রথমেই এই ব্লগে ১০ বছর কাটিয়ে দেয়াতে।
সামুর অনেক সিনিয়র ব্লগারদের মধ্যে আপনি নিজেও একজন।আপনার প্রতি আমার হিংসা হচ্ছে।
কারণ,আপনি সামুর প্রায় প্রথমদিক থেকে সামুর স্বর্ণযুগেও আপনি সামুর সাথে ছিলেন,কিন্তু আমি থাকিতে পারি নি
আপনার ব্লগ দেখে বোঝা যাচ্ছে,আপনার ব্লগে এক্টিভিটি কম ছিলো।এমনটা কেন???আশা করি,এবার থেকে নিয়মিত হবেন।
১০বছর পূর্তিতে আবারো প্রাণঢালা শুভেচ্ছা।
০৯ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৮
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ছবির ব্লগ ছিল কলাবাগান নামে কিন্তু ব্যান হওয়ার পর আমার বেশীর ভাগ সময় ই কাটিয়েছি কলাবাগান১ নামে। এই নামেই বেশী পোস্ট ..কিন্তু আমি কমেন্ট করতেই বেশী 'পারদর্শী'
৫| ০৯ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৫
হাসান কালবৈশাখী বলেছেন:
সামুর সেই দারুন সময়টায় আপনি সামুর সাথে ছিলেন, আমিও ছিলাম, কিন্তু তখন সুধু পড়তাম।
ফেবুতে ২০০৮ থেকে ছিলাম, কিন্তু ইংলিশে অল্প লিখতাম।
পিসিতে বাংলা লেখার টুলস দিয়েছিল এক ছোটভাই, এরপর ২০১০ এ অল্প অল্প লেখা শুরু।
সামু না থাকলে মনে হয় এত লেখা কোন দিনেও লেখা সম্ভব হত না।
ইদানিং আপনার লেখা খুব কম, কমেন্টও আগের মত তেমন চোখে পড়ে না।
আশা করি আগের মত বড় লেখা পাব ।
০৯ ই জুন, ২০১৭ রাত ৯:৪৫
কলাবাগান১ বলেছেন: ব্যস্ততার মাঝে ও লিখি মাঝে মাঝে...এটা দেখেছিলেন
http://www.somewhereinblog.net/blog/kalabagan1/30197862
৬| ০৯ ই জুন, ২০১৭ সকাল ১১:২৯
ওমেরা বলেছেন: আপনার তুলনায় আমি সদ্য জন্ম নেয়া ব্লগার ,ভালই লাগছে অনেক কিছু চিনছি ,জানছি,শিখেছি আর টুকটাক নিজে ও লিখার চেষ্টা করছি ।
অনেক অনেক অভিনন্দন আপনাকে ।
০৯ ই জুন, ২০১৭ রাত ৯:৪৫
কলাবাগান১ বলেছেন: দেখতে দেখতে একদিন আপনার ও ২০ বছর হয়ে যাবে.......
৭| ০৯ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৬
মানিজার বলেছেন: ১০ বছর ব্লগে থাকার লিগা কংগ্রাটস
০৯ ই জুন, ২০১৭ রাত ৯:৪৬
কলাবাগান১ বলেছেন: পিকের পোজ টা অনেক ভয়ংকরভাবে কিউট
৮| ০৯ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৫
মুফরাদ শেখ বলেছেন: এরকম 'বিতর্কিত মুফরাদ' আমার আইডিখানা ব্যান হয়েছে বছর খানেক আগে। মাঝে মাঝে মনে হলে মোচড় দিয়ে ওঠে...
০৯ ই জুন, ২০১৭ রাত ৯:৪৭
কলাবাগান১ বলেছেন: আমার মত ১, ২, ৩ এড করে নিক খুলেন
৯| ০৯ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৯
নতুন বলেছেন: সময় খুবই দ্রুত চলে যায় ভাই... ১০ বছর পূতি`র শুভেচ্ছা ...
ব্লগে নানান মানুষের সাথে ইন্টারেক্সানটাই বিরাট একটা পাওয়া... ।
অনেক নতুন বিষয়ে জানা হয়েছে এই ব্লগ থেকে...।
সব সময়েই থাকুন...
০৯ ই জুন, ২০১৭ রাত ৯:৫১
কলাবাগান১ বলেছেন: বিভিন্ন পোস্টে আপনার লজিক্যাল রিজনিং গুলি খুবই সাহস যোগায় আরো মন্তব্য করতে
১০| ০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
সুমন কর বলেছেন: অভিনন্দন !! অভিনন্দন !! অভিনন্দন !!
০৯ ই জুন, ২০১৭ রাত ৯:৪৭
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ
১১| ০৯ ই জুন, ২০১৭ রাত ৮:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১০ বছরের ৬ বছর আপনার সাথে আছি। মহাকালের কাছে ১০ বছর কিছুনা, লিখতে থাকুন যুগ যুগ । সাথে রইলাম।
সাথে অভিনন্দন।
০৯ ই জুন, ২০১৭ রাত ৯:৪৯
কলাবাগান১ বলেছেন: এই ৬ বছরে আপনার কত রম্য যে বিভিন্ন আড্ডায় বলেছি .......কেউ বুঝতে পারে নাই যে আপনার থেকে টুকলিফাই করা...কপিরাইট ভায়োলেশন হয় নাই বলেই মনে হয়........
১২| ০৯ ই জুন, ২০১৭ রাত ৯:৪৯
কুঁড়ের_বাদশা বলেছেন:
অভিনন্দন ভাই।
০৯ ই জুন, ২০১৭ রাত ৯:৫১
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ
১৩| ১০ ই জুন, ২০১৭ রাত ২:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
শুভেচ্ছা ও শুভকামনা!
১০ ই জুন, ২০১৭ সকাল ৮:৪০
কলাবাগান১ বলেছেন: ওয়েলকাম টু মাই ব্লগ
১৪| ১০ ই জুন, ২০১৭ রাত ২:২০
মনিরা সুলতানা বলেছেন: বাহ! অনেক অনেক শুভকামনা ।
১০ ই জুন, ২০১৭ সকাল ৮:৩৯
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ
১৫| ১০ ই জুন, ২০১৭ রাত ২:২২
গেম চেঞ্জার বলেছেন: অভিনন্দন!!
১০ ই জুন, ২০১৭ সকাল ৮:৪২
কলাবাগান১ বলেছেন: অভিনন্দন আপনাকেও ফর গেটিং অলমোস্ট অল অফ ইয়ুর পোস্টস ইন দ্যা নির্বাচিত/আলোচিত সেকশানে
১৬| ১০ ই জুন, ২০১৭ রাত ৩:৩৮
সচেতনহ্যাপী বলেছেন: স্বাগতম।। এতগুলি দিন একই স্থানে থাকা কম না, কিন্তু!! সেখানে স্বভাবতঃই মিত্র যেমন থাকবে, শত্রুও (বিরুদ্ধ মনোভাবের) এসবকে এড়িয়ে চলার নামই পথচলা।।
১০ ই জুন, ২০১৭ সকাল ৮:৩৭
কলাবাগান১ বলেছেন: এড়িয়ে না চলে...সাবধানে ফেস করা উচিত....সভ্য আলোচনা হতে ই পারে পক্ষ/প্রতিপক্ষের মাঝে
১৭| ১০ ই জুন, ২০১৭ সকাল ১০:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ভাই।
খুব দামী একখান কথা বলেছেন ভাই, এই চেতনা পয়সা দিয়ে কেনা যায় না। তেমনি কোন ভয়ে শেষ-ও করা যায় না।
স্যালুট ভাই আপনাকে।
শুভকামনা আপনার জন্য সবসময়।
১০ ই জুন, ২০১৭ রাত ৯:০২
কলাবাগান১ বলেছেন: "এই চেতনা পয়সা দিয়ে কেনা যায় না।"
কথা সেটাই
১৮| ১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৯
মোস্তফা সোহেল বলেছেন: সময় আসলেই কত দ্রুত চলে যায়!
আমারও সমুতে সাত বছর হল।
অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
১০ ই জুন, ২০১৭ রাত ৯:০২
কলাবাগান১ বলেছেন: ২০২০ তে ১০ বছর পূর্তি তে অগ্রিম শুভেচ্ছা
১৯| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
তাতিয়ানা পোর্ট বলেছেন: Congratulations.
২০| ১৪ ই জুন, ২০১৭ রাত ১০:১৪
আহমেদ জী এস বলেছেন: কলাবাগান১ ,
দশ বছর পূর্তির অভিনন্দন ।
পূর্তির এই লেখায় ভালো বলেছেন , কিছু কিছু চেতনা আছে যা পয়সায় বিকিকিনি হয়না ।
সামনের দিনগুলো ব্লগ আপনাকে আরো অনেক কিছু দিক , এমন শুভকামনা রইলো ।
২১| ১৫ ই জুন, ২০১৭ রাত ১:৫২
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব ও শেখ হাসিনা কলাগাছ রোপন করেছেন আমাদের পার্লামেন্ট; আপনার নিকটা মিলে গেছে।
১৫ ই জুন, ২০১৭ রাত ৩:০৭
কলাবাগান১ বলেছেন: কিন্তু কলা টা খাবে জামাতি রাজাকার রা
২২| ১৮ ই জুন, ২০১৭ রাত ১২:৩০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দশম বর্ষপুর্তির শুভেচ্ছা। আমারও ব্যানখাওয়া প্রথম নিকের বয়স ৮ বছর হয়ে গেছে মনে হয়..........
১৮ ই জুন, ২০১৭ রাত ৩:৪৫
কলাবাগান১ বলেছেন: আপনার পিকের মেয়ে ও সাথে সাথে বড় হয়ে গিয়েছে বলে বিশ্বাস.....আমার মত
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০১৭ সকাল ৮:২৪
ডঃ এম এ আলী বলেছেন: অভিনন্দন রইল ।
ব্লগিং সুখকর হোক
শুভেচ্ছা রইল ।