নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কিছুদিন আগে আমি ক্যান্সার নিরাময়ের এর নতুন যুগান্তরী টেকনলজি ((ইমমিউনোথেরাপী) নিয়ে পোস্ট দেই।
Immunotherapy in Cancer
আজ আমেরিকার ঔষুধ প্রশাসন সরকারীভাবে এই ট্রিটমেন্টের ঔষুধকে 'বাজারজাত' করার জন্য ফার্মা কোম্পানী নোভারটিস কে অনুমোদন দেওয়ার জন্য সুপারিশ করেছে।
FDA approves Leukemia 'drug'
প্রাইমারী ট্রায়ালে সাকসেস রেট ছিল ৮৩% আর শিশুদের লিউকেমিয়াতে এটা দারুন ভাবে কাজ করছে।
ক্যান্সার বিজয় কি দ্বারপ্রান্তে...........
উপরের ছবিতে
These scans show a 62-year-old man with non-Hodgkin lymphoma, at left in December 2015, and three months after treatment with Kite Pharma’s experimental CAR-T cell therapy at MD Anderson Cancer Center in Houston.
ক্যান্সার ট্রিটমেন্ট এর যুগান্তরী টেকনোলজি (ইমমিউনোথেরাপী) এর উপর নির্ভর করে ঔষুধ KTE-C19 তৈরীতে প্রধান গবেষক ড: রোজেনবার্গ (বায়ে) আর কোম্পানীর সিইও ড: বেলডেগ্রুন (ডানে)
কিছুদিন আগে ক্যান্সার ট্রিটমেন্ট এর যুগান্তরী টেকনোলজি (ইমমিউনোথেরাপী) ডেভেলপমেন্ট নিয়ে লিখেছিলাম। প্রচুর পাঠক সেটা পাঠ করেছিলেন....দেখুন এখানে
ক্যান্সার বিজয় কি দ্বারপ্রান্তে!!!!!!
ক্যান্সার বিজয় কি দ্বারপ্রান্তে!!!!!!
তার ই ধারাবাহিকতায় আজকের লিখা:
Kite Pharma নামের কোম্পানী আগামী বছরের প্রথমে ই এই ঔষুধ বাজারে নিয়ে আসছে...কিন্তু দাম শুনে আমি হতবাক??? একবার ট্রিটমেন্ট এর জন্য দাম পড়বে মাত্র $২০০,০০০ (বাংলাদেশী টাকায় ১ কোটি ৬০ লক্ষ টাকা মাত্র)!!!!!!!!!!!! আশা করি আমেরিকাতে যারা থাকে, তাদের ইন্সুরেন্স কোম্পানী সেই দাম কাভার করবে।
ঔষুধের নাম KTE-C19 এবং এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে দাম এবং নৈতিকতা নিয়ে। টেকনোলজি ডেভেলপ হয়েছে জনগনের ট্যাক্স এর টাকায় (সরকারী ল্যাবে) কিন্তু লাভবান হবে প্রাইভেট কোম্পানী কাইট ফার্মা!!!!
জয়তু পুজিবাদী সমাজ....
এই ঔষুধের কার্যকারীতা, নৈতিকতা, ইতিহাস নিয়ে নিইউর্য়ক টাইমসের বিস্তারিত প্রতিবেদন পড়ুন এখানে
Harnessing the U.S. Taxpayer to Fight Cancer and Make Profits
১৩ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১২
কলাবাগান১ বলেছেন: সময় হলে এই আবিস্কারের পিছনে যে টেকনোলজি (CRISPR cas9) নিয়ে লিখার। ক্রিসপার টেকনোলজি (জিন এডিট করার) দিয়ে ভবিষ্যত খুবই উজ্জল। ডিজাইনার বেবী থেকে জীবন রক্ষাকারী ঔষুধ তৈরীতে যেভাবে এই CRISPR টেকনোলজি ব্যবহার করা যাবে, আমাদের জীবনকাল যদি ১২৫-১৩০ বছর ও হয় অবাক হব না। নেক্সট ইয়ারের নোবেল প্রাইজ এর জন্য এই টেকনোলজির আবিস্কারক বার্কলে এর ব্জেনিফার ডোয়ান্ডা ও এমআইটির ফেংগ জেন্গ এর নাম প্রবলভাবে উচ্চারিত হচ্ছে।
আমেরিকার প্রায় সব মলিকুলার জীববিদ্যার ল্যাবে এখন এই টেকনোলজি ব্যবহার করে জিন এডিটিং করা হচ্ছে...আমার নিজের ল্যাবেও করা হচ্ছে কেননা মাত্র ২০০-৩০০ ডলারে সমস্ত রসদ কিনা যাচ্ছে। এই টেকনোলজি কে অনেকেই বলছেন যে democratization of science। আগে যেই এক্সপেরিমেন্ট শুধু হার্ভাড/এমআইটির ল্যাবে করা যেত হাজার হাজার ডলার খরচ করে, এখন সবাই সেটা করতে পারছে....প্রবলেম হল যে টেররিস্ট কারো হাতে এই টেকনলজি ভয়াবহ হতে পারে। জিন এডিট করে যে জীবানু আক্রমন করতে পারে না, তাকে চেন্জ করে ইনফেকসাস করে তোলা যায়।
২| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪৫
তাতিয়ানা পোর্ট বলেছেন: Good post.
I attended the tang prize lecture of Emmanuelle Charpentier on CRISPR cas9 in April.
১৩ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১৪
কলাবাগান১ বলেছেন: Great. Emmanuelle Charpentier, Jeniffer Dounda, and Feng Zhang - these three will get the Nobel prize. Did you follow the epic patent dispute between MIT and Barkley on the CRISPR Patent? Though MIT has won the patent, UC-Berkeley will also get some portion of the technology as patent right.
What are you studying?
৩| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১৭
তাতিয়ানা পোর্ট বলেছেন: I just finished college.
১৩ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২২
কলাবাগান১ বলেছেন: good job. Go for grad/medical school
৪| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৭
তাতিয়ানা পোর্ট বলেছেন: Yeah, soon. Researching autophagy now.
১৩ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৫
কলাবাগান১ বলেছেন: good topic with bright future.
৫| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০১
নতুন নকিব বলেছেন:
কলাবাগান১,
পৃথিবীবাসী মানুষের কল্যানে নিসন্দেহে দারুন আবিষ্কার! গবেষকদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অফুরান।
শেয়ার করায় মোবারকবাদ।
পরবর্তী আপডেট জানালে আনন্দিত হব।
আল্লাহ আপনার মঙ্গল করুন।
১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২০
কলাবাগান১ বলেছেন: গবেষকদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অফুরান।
৬| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩০
নতুন নকিব বলেছেন:
আপনাকেও তো বাদ দেয়া হয় নি ব্রো! শেয়ার করায় মোবারকবাদ জানালাম। বুঝতে পারছি না, আপনার এখানে আসায় আপনি কি বিরক্ত হলেন কি না।
আপনার কল্যান কামনা করছি।
৭| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৭
নাঈমুর রহমান আকাশ বলেছেন: Click This Link
Death Threat by Notun Nakib
দয়া করে সবাই এই ব্লগে যাবেন? নতুন নকিব নামের ব্লগারটি তার দল নিয়ে আমাকে হত্যার হুমকি দিচ্ছেন।
৮| ১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৭
শামছুল ইসলাম বলেছেন: নিঃসন্দেহে যুগান্তকারী আবিষ্কার । তবে দামটা ...। বাঁচার সাধ থাকলেও সাধ্য থাকবে না ।
সুন্দর পোস্ট !!!
১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০০
কলাবাগান১ বলেছেন: দাম কমে আসবে........
৯| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক সুন্দর একটা আবিষ্কার। জানতাম না, জানানোর জন্য ধন্যবাদ ভাই। দাম যা দেখলাম আমার মতো গরীবের জন্য এমন চিকিৎসা নেয়া সোনার হরিণ। তবে অনেকেরই উপকারে আসবে নিশ্চিত।
শুভকামনা রইল গবেষক ড. রোজেনবার্গের প্রতি।
১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৫
কলাবাগান১ বলেছেন: আমেরিকান রা ভাগ্যবান যে তাদের হেলথ ইনসুরেন্স প্রয়োজনেএটা কাভার করবে। কিন্তু আলটিমেইটলি আরো কোম্পানী আসছে এই টেকনোলজির ভেরিয়েশন নিয়ে...সো প্রতিযোগিতা ও নতুন টেকনোলজি এই নিরাময় কে আরো সহজ লভ্য করে তুলবে
১০| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই ওষুধ শুধু গরীব নয়, অনেক ধনীদেরও কেনার ক্ষমতা নাই।
১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৩
কলাবাগান১ বলেছেন: এটা এত দাম কেননা এটা কাস্টম ডিজাইনড। প্রতি রোগীর জন্য এই প্রসেস টা একবার করতে হয়। রোগীর থেকে কোষ নিয়ে সেটা কে চেন্জ করে, তারপর আবার রোগীর শরীরে প্রবেশ করাতে হয়।
যতদিন পর্যন্ত্য না এই পদ্ধতি কোন পিল দ্বারা করা না যাবে, এরকম কাস্টোমাইজড 'ঔষুধ' বা পদ্ধতি এর দাম এত আকাশ ছোয়াই হবে। কিন্তু আশার কথা প্রতিযোগিতা আর নতুন টেকনোলজি দ্বারা এই পদ্ধতি কে সিম্পিলিফাই করার মাধ্যমেই এর দাম কমে আসবে। একবার যখন খোজ পাওয়া গেল কিভাবে নিরাময় সম্ভব...তখন নতুন টেকনোলজি দিয়ে ই এই নিরাময় পদ্ধতিকে 'আপগ্রেড' করা যাবে।
১১| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৭
মানিজার বলেছেন: মনে হয় ক্যান্সার রোগ নিরাময়ের একটা রাস্তা পাইলাম আমরা
১৪ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৩৪
কলাবাগান১ বলেছেন: এটা মাত্র একটা পথ........ক্যান্সার বড়ই চালাক.......শত শত সাইনটিস্ট/ বিলিয়ন বিলিয়ন ডলার/বছরের বছর কেটে যাচ্ছে কিন্তু ধরা দেয় না
১২| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ৮:২৫
সুমন কর বলেছেন: দারুণ সুসংবাদ।
প্রতিযোগিতা আর নতুন টেকনোলজি দ্বারা এই পদ্ধতি কে সিম্পিলিফাই করার মাধ্যমেই এর দাম কমে আসবে। -- এটাই কাম্য।
১৪ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৫
কলাবাগান১ বলেছেন: পৃথিবীর সবার নাগালের মাঝে আসুক এটাই কাম্য। গত দুই দিন ধরে আমেরিকার মিডিয়াতে এই আবিস্কার নিয়ে প্রচুর রিপো র্ট হচ্ছে।
১৩| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫০
ইফতি সৌরভ বলেছেন: লেখক বলেছেন: এটা মাত্র একটা পথ........ক্যান্সার বড়ই চালাক.......শত শত সাইনটিস্ট/ বিলিয়ন বিলিয়ন ডলার/বছরের বছর কেটে যাচ্ছে কিন্তু ধরা দেয় না - কথা সত্য তবু আশা রাখি, ফলপ্রসূ কিছু হবে আর দামটাও হাতের নাগালে আসবে
১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
কলাবাগান১ বলেছেন: দাম কমবেই
১৪| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৭
ইমন তোফাজ্জল বলেছেন: অনেক ভালো খবর । ধন্যবাদ আপনাকে ।
১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৭
কলাবাগান১ বলেছেন: সাধারনের উপকারে আসলেই এই টেকনোলজির সার্থকতা লাভ করবে
১৫| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন: মহান আল্লাহ তায়ালার দরবারে ফরিয়াদ তিনি যেন আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করেন । আমিন
১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৯
কলাবাগান১ বলেছেন: শুধু দোয়া করলেই রক্ষা নাই। কাজ ও করতে হবে
১৬| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: গুরুত্বপুর্ণ মুল্যবান লেখাটি প্রিয়তে গেল ।
সবগুলি লিংক মুল্যবান , অনেক কিছু জানা গেল ।
শুভেচ্ছা রইল
১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৭
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ
১৭| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩০
বাংলার জামিনদার বলেছেন: এখন মুমিনদের একমাত্র দায়ীত্ব যেটা সেটা হচ্ছে, এই ফর্মুলা কোন আয়াতের সাথে মিলে যায় তা বের করা।
আর মুমিনদের পক্ষে যে কাজটা একেবারেই করা যাবেনা সেটা হলো, এটাকে আরো গবেষনা করে জিনিষটাকে আরো সুলভ করে তোলা।
১৮| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১১:০০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ এই বিষটিকে হাইলাইট করার জন্য। বিজ্ঞানের অসাধারন অগ্রগতি, যেহেতু শুরুটা হয়ে গেছে, দামও একসময় সাধারনের হাতের নাগালে আসবেই..........চেষ্টা থাকলে কোন কিছুই অনতিক্রম্য নয় সেটা আবারও প্রমাণ হলো.........হয়তো আমরা এর সুফল ভোগ করতে পারবো না আর্থিক কারনে......আমাদের পরের প্রজন্ম এর সুফল নিশ্চই পাবে.........সেই আশায় বাঁচি.......
১৯| ০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:০৮
এলিয়ানা সিম্পসন বলেছেন: They didn't get it.
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৯
কলাবাগান১ বলেছেন: Who got it? Isn't it the same technology?
২০| ১২ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:৫৪
এলিয়ানা সিম্পসন বলেছেন: No, the Nobel prize.
১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৮
কলাবাগান১ বলেছেন: May be they are waiting to see the birth of the first CRISPR baby cured of a predisposed genetic disease.
২১| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২২
টারজান০০০০৭ বলেছেন: দারুন খবর সন্দেহ নাই ! তবে বুঝলাম না , বাংলার জামিনদারের ইয়েতে কে বিছুটি পাতা ঘইষা দিলো ?
২২| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৮
এলিয়ানা সিম্পসন বলেছেন: I once researched circadian rhythm and habituation with rats.
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫
কলাবাগান১ বলেছেন: Great research. Did you use Timeless (Tim) and/or Period (Per) knock-out mouse?
২৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৪
এলিয়ানা সিম্পসন বলেছেন: Yes, Per1.
২৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৬
এলিয়ানা সিম্পসন বলেছেন: Accepted to medical school!
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:৩২
কলাবাগান১ বলেছেন: Congratulations.....which school?
If do not want to divulge, I understand
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৫৫
চাঁদগাজী বলেছেন:
এটা বিশাল আবিস্কার, বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক বড় সুসংবাদ।