নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

কাজিন বিয়ে কেন উচিত নয়

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৫

ক্লাসে আলোচনা হচ্ছিল কেন হাইব্রিড গাছ/প্রানী/মানুষ তাদের বাবা-মায়ের চেয়ে লম্বা ও শক্তিশালী হয়। চেস্টা করছিলাম বুঝাতে এর মূল জেনেটিক কারন- হেটেরোসিস এবং এর উল্টা টা- সেইম জেনেটিক ব্যাকগ্রাউন্ডের গাছ থেকে যে বীজ হয়, সেটা থেকে কেন লোয়ার কোয়ালিটির উৎপাদন পাওয়া যায় (ইনব্রিডিং ডিপ্রেশন)।

উপরের ছবিতে দুইটা ভিন্ন জাতের ভুট্টা কে ক্রস করে হাইব্রিড তৈরী করা হল, দেখা গেল যে হাইব্রিড টা তাদের পেরেন্ট গাছ থেকেও লম্বা ও ফলন ('ফলের' সাইজ) ও অনেক বেশী। যদিও পেরেন্ট দুইটা কে সেইম মনে হচ্ছে ছবিতে আসলে এরা দুইটা ভিন্ন 'প্রজাতির' ভুট্টা...

খুব ইচ্ছা ছিল যে মানুষের উদাহরন দেওয়ার যেমন কাজিন বিয়ে থেকে যে বাচ্চা হচ্ছে তারা কেন অনেক রোগে আক্রান্ত হয়, কেন সাদা আমেরিকান আরেক জন সাদা আমেরিকান কে বিয়ে করার পর অনেক বেশী সময় ই বাচ্চাদের জেনেটিক রোগ দেখা যায় (মিক্সড বেবী দের তুলনায়)...বলার ইচ্ছা ছিল কেন সাদাদের উচিত কালোকে বিয়ে করা আর কালোর উচিত সাদাকে বিয়ে করা...।
কিন্তু এটা আলোচনা করতে গেলে 'বর্ডার' লাইন রেসিজম হয়ে যাবে বিধায় নিজেকে এর থেকে নিবৃত্ত করে রাখলাম। আজ একটা হাউকাউ পোস্ট দেখে এই নিয়ে লিখতে বসলাম। সাইন্স দেখলেই এই দল বলে উঠে যে এটা তো কিতাবে লিখা আছে কিন্তু কোন দিন নিজে বলতে পারে না সাইন্স না বলা পর্যন্ত্য

ফার্স্ট কাজিন- তাদের ডিএনএ (জিনের) ১২.৫% সেইম...সুতারাং একজন যদি কোন জিনের মিউটেশন বহন করে ..অন্যজনের ও সেই সেইম জিনের মিউটেশন বহন করার সম্ভাবনা ও অনেক বেশী (আনরিলেটেড দের তুলনায়)....কিন্তু দুজনই সুস্হ্য কেননা তাদের একটা জিন মিউটেটেড কিন্তু আরেক টা নরমাল (সবার মাঝেই প্রতিটা জিনের ই দুই কপি থাকে- একটা বাবা থেকে আরেকটা মায়ের থেকে)। কিন্তু তারা বিয়ে করলে চার বাচ্চার মাঝে একজনের কাছে দুইটা মিউটেটেড জিন আসতে পারে..যেহেতু বেশীর ভাগ রোগই র উৎসই হল মিউটেশন...দুই কপি মিউটেটেড জিন পাওয়া বাচ্চা ও সেই জিন দ্বারা প্রভাবিত রোগে আক্রান্ত হয়। যারা আনরিলেটেড, সেইম জিন এ মিউটেশন হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। আনরিলেটেড এর জিন মিক্সিং এর জন্য মিউটেটেড জিন গুলি মাস্ক হয়, সুতারাং 'খারাপ' জিন গুলি বাচ্চার মাঝে আসে না..। ফলাফল রোগমুক্ত/লম্বা/শক্তিশালী বাচ্চা....



যদিও এই বাচ্চার চোখের রং সবুজ কিন্তু এটা ও হয়েছে চোখের রং বানানোর জিন OCA2 যেটা মেলানিন বানায় সেটা মিউটেটেড...এর বাবা মা হয়ত কাজিন ...তাই মিউটেশন টা বাচ্চার কাছে এসেছে...যদিও অনেকে বলবেন যে সবুজ চোখ তো ভাল কিন্তু এটা একটা এক্সট্রিম উদাহরন বুঝানোর জন্য যে কিভাবে মিউটেশন বাচ্চার কাছে আসে...এই জিন যদি 'বেশি'' মিউটেটেড থাকে তাহলে বাচ্চা শ্বেতী রোগে ভুগবে।

সুতারাং সাবধান নোয়াখালীর লোকের উচিত না নোয়াখালীতে বিয়ে করা পারলে দিনাজপুরে বিয়ে করা উচিত ... যত দুর তত ভাল ফলাফল। বাংগালীর উচিত পাহাড়ী বিয়ে করা। সাদা ছেলের উচিত ডার্ক মেয়ে কে বিয়ে করা....
সেইম এলাকার লোকের জেনেটিক ব্যাকগ্রাউন্ড সেইম হওয়ার সম্ভাবনা বেশী...।

সবচেয়ে ভাল হয় বিদেশী বিয়ে করা...তাদের বাচ্চারা যে তাদের বাবা-মায়ের চেয়ে বেশী লম্বা, শক্তিশালী হয়, সেটা পোলান্ডের প্রায় ২০ হাজার বাচ্চার উপর জরীপ করে সাইন্টিফিক্যালী প্রুফ করা হয়েছে....

একটা ছোট উদাহরন: সায়রা মোহান এর নাম শুনেছেন কিনা জানি না... half Punjabi, quarter Irish, quarter French and altogether delightful. She is perfect hybrid – Newsweek put her on the cover with a tag line "Perfect Face"



ইংল্যান্ডে ৩% শিশু জন্ম নেয় যারা মিক্সড কিন্তু ইংলিশ ফুটবল লীগের ২৫% খেলোয়াড় হল মিক্সড রেইস এর!!!!!!!
বারাক ওবামা...কে কি চিনেন!!!!!


মন্তব্য ৫৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


ভালো ব্যাখ্যা, আজকাল বিয়ে হয়ে পরিচয়ের মাধ্যমে; ফলে, বাইওলজির রুল হয়তো কাজে লেগে যাবে।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২২

কলাবাগান১ বলেছেন: Nature will take care of its own destiny by suppressing inbreeding

২| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১. হে নবী! বৈধ করেছি আপনার স্ত্রীদের, যাদের মোহর আপনি প্রদান করেছেন।
২. (হে নবী!) বৈধ করেছি ফায় হিসাবে আল্লাহ আপনাকে যা দান করেছেন তন্মধ্য থেকে যারা আপনার মালিকানাধীন হয়েছে তাদের।
৩. (হে নবী!) বিয়ের জন্য বৈধ করেছি আপনার চাচার কন্যা ও ফুফুর কন্যাদের, মামার কন্যা ও খালার কন্যাদের, যারা আপনার সঙ্গে দেশ ত্যাগ করেছে।
৪. (হে নবী!) কোন মুমিন নারী নবীর নিকট নিজকে নিবেদন করলে এবং নবী তাকে বিয়ে করতে চাইলে তা’ও নবীর জন্য বৈধ।
অর্থাৎ উল্লিখিত ১ থেকে ৪নং বিধি-বিধানগুলি একমাত্র নবীর জন্য হালাল এবং সাধারণের জন্য নয়।
‘নয়’ মানেই নিষিদ্ধ অর্থাৎ হারাম।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

কলাবাগান১ বলেছেন: ধর্মে কি কাজিন বিয়ে নিষিদ্ধ??

৩| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

তারেক ফাহিম বলেছেন: ভালো বলেছেন

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

কলাবাগান১ বলেছেন: নেচার কে মেনে চলা উচিত

৪| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

রাজীব নুর বলেছেন: আমি আপনার কথা মানতে পারলাম না।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫

কলাবাগান১ বলেছেন: আপনার বাবা-মায়ের থেকে পাওয়া ডিএনএ মিথ্যা বলে না..এরা নেচার এর রুল ১০০% ফলো করে ...

আপনাকে কি বলব আপনাকে আমি এই কমেন্ট করেছি
"You do not want your daughter to be a scientist, doctor, engineer, or a teacher???? You want them to be the child producing and rearing machine!!! "

কেননা আপনার মানসিকতা এখন ও পড়ে আছে মেয়েদের ঘরে বসিয়ে বাচ্চার টেক কেয়ার নেওয়ার জন্যই

৫| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪

প্রামানিক বলেছেন: সুন্দর লেখা।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬

কলাবাগান১ বলেছেন: সবাই বুঝার মত করে লিখতে পেরেছি কিনা জানি না.....

৬| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪

নতুন বলেছেন: আস্তে আস্তে বুঝতে পারবে সবাই...

আর ধমে অনুমুতি আছে কিন্তু সেটাই যে করতে হবে সেটা তো বেধে দেওয়া হয়নাই।

যদি পুলাপাইন একান্তই প্রেম ভালোবাসা কইরা ফেলে তবে বিয়ে দেওয়া যায়... তবে নিজেরা সম্পত্তি বা অন্য কোন কারনে কাজিনের মধ্যে বিয়ে না দেওয়াই ভালো।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

কলাবাগান১ বলেছেন: কিন্তু কতজনে আর বিজ্ঞান এর কারন অনুসন্ধান করে ....এভাবে সচেনতা বৃদ্ধি পেলেই আস্তে আস্তে সবাই বুঝতে পারবে।

আপনার মন্তব্য এর একটা লাইন ও কপি করতে পারছি না..মাথা ব্যাথার জন্য মাথাই কেটে ফেলছে সামু

৭| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২

কালীদাস বলেছেন: এই জাতি জেনেটিক ব্যাখ্যা বুঝার মত মেন্টালি পরিপক্ক হয় নাই, তাই এই পোস্ট কাজে আসবে হয়ত আরও ২০ বছর পরে (আপনি লাকি হলে)। ধর্মকে নিজের স্বার্থে বিকৃতভাবে ব্যাখ্যা করতে অনেকেরই সংকোচ হয় না। আমি যখন ক্লাস এইটে পড়ি, ক্লাস নাইনে সায়েন্স নিতে চাওয়ার কারণ বলেছিলাম কয়েকজনকে: আরও বেশ কিছু সাবজেক্টের সাথে জিনেটিক্সে আগ্রহ আছে আমার খানিকটা। শুনে অনেকে হেসেছিল আমি সায়েন্স পড়ে জ্বীন ভুত নিয়ে জানতে চাই বলে। এই অজ্ঞ জাতিকে কি বুঝাবেন?

বাইদ্যাওয়ে, ক্রস রেস ব্রিডিংএ অনেকেই আগ্রহী হবে না। পোলিশদের রেজাল্টটা শুনে খানিকটা অবাকই হলাম; ইস্টার্ণ ইউরোপের লোকজন সেরকম রেসিস্ট, পোল্যান্ডের লোকজনের বিহেভ মুটামুটি ভালই মনে আছে।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৫

কলাবাগান১ বলেছেন: জেনেটিক ব্যাখা বুঝতে চায় না কিন্তু যেটা বুঝার কথা না সেটা বেশী বুঝে । ঠিক ই বলেছেন যে ধরমকে নিজের স্বার্থে বিকৃত করতে অনেকের ই সংকোচ হয় না....জিনেটিকস এর সাথে জিন-ভুত....হা হা হা হা ...এটা আড্ডায় ব্যবহার করতে হবে। আমি নিজে সবচেয়ে বেশী সেটিশফেকশান পাই জেনেটিকস পড়িয়ে

পোলিশের রেজাল্ট আমি 'ভুল' ভাবে বলেছি.... তারা দেখিয়েছে যে কোন কাপল যত কম রিলেটেড তাতে তাদের বাচ্চা (ছেলে) তত বেশী উচ্চ হয়। (লিং টা যোগ করতে পারছি না)
onlinelibrary.wiley.com/doi/10.1002/ajpa.21482/abstract
Title: Isolation by distance between spouses and its effect on children's growth in height

ব্যাপারটা সহজ ভাবে বুঝার জন্য ই বলেছি যে বিদেশী বিয়ে করলে ই সবচেয়ে বেশী ডিফারেন্ট জেনেটিক ব্যাকগ্রাউন্ডের মিলন হবে এবং তার ফলে বাচ্চাও হবে বাবা-মায়ের চেয়ে বেশী সুস্হ্য সবল...কেন এটা সামু তে বলেছি সেটা আর নাই বা খোলাসা করলাম ........

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৪

কলাবাগান১ বলেছেন: ২০ হাজার না ৫০০০ বাচ্চার উপর সমীক্ষা ছিল পোলিশ পেপারে।

৮| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮

আবু তালেব শেখ বলেছেন: ঠিক বলেছেন হইতো। তবে কাজিন বিয়ে করা আমাদের ধর্মে বৈধতা হয়েছে।
যুগ যুগ ধরে এইরকম বিয়ে হয়ে আসছে। মানুষের বুঝতে হইতো আরো কিছুকাল ঃসময় লাগবে যে এইরকম বিয়ে ভবিষ্যত সন্তানের জন্য মংগল জনক না।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১১

কলাবাগান১ বলেছেন: এখানে হয়ত বলে কোন কথা নাই ...ডিএনএ/বিজ্ঞান এ 'হয়ত' বলে কোন শব্দ নাই। আছে অথবা নাই....

৯| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯

এম আর তালুকদার বলেছেন: সুন্দর লেখা। ভাল লাগলো।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১১

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ

১০| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

আমার আব্বা বলেছেন: ভাল লাগলো।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১১

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ

১১| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কালীদাস ঠিক বলছে। আমার এক পরিচিতের খালাতো ভাই-বোনের বিয়ে হয়েছে। তাদের এখনো সন্তানই হয় নাই। কয়েক বছর হয়ে গেল।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৬

কলাবাগান১ বলেছেন: যদি কনসিভই না হয়, তাহলে খালাতো ভাই/বোন হওয়ার কোন রোল নাই এখানে (বাচ্চা না হওয়া)...কিন্তু কনসিভড করার পর যদি বাচ্চা না হয়, তাহলে কাজিন হওয়ার জন্য সমস্য হচ্ছে বলে ধারনা করা যায়। বাচ্চার গ্রো করার জন্য যে জিন গুলি (সেল ডিভিশন), তার মাঝেই মিউটেশন হয়ত দুজনের মাঝেই ছিল (একটা কপি করে) কিন্তু সেই মিউটেশন এখন বাচ্চার মাঝে যখনই দুইটা কপি হবে..তখন ই সেল ডিভিশন বন্ধ...

তারপরেও সেটা হবে ৪ বাচ্চার মাঝে একজনের মাঝে...তাই আমার মনে হয় উনাদের নিজেদের মাঝে ই কোন একজন হয়ত ইনফার্টাইল...এখানে কাজিন হওয়ার জন্য কোন কারন না

১২| ১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

যূথচ্যুত বলেছেন: সবচেয়ে ভাল হয় বিদেশী বিয়ে করা

আম্মো তাই চাই। ইটালিয়ান মেয়ে বিয়ে করতে 8-|

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২০

কলাবাগান১ বলেছেন: জেনেটিক্যালি যতদুরে হবে কাপল...বাচ্চারা ও তত বেশী সুস্হ্য/সবল..ও স্মার্ট (by masking the deleterious effects of the recessive genes)

১৩| ১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অনেক কিছু জানলাম। ধন্যবাদ ভাই কলাবাগান১।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২১

কলাবাগান১ বলেছেন: আপনাকেও ধন্যবাদ আবুহেনা ভাই। আমার পোস্টে আপনার নিয়মত কমেন্ট করাকে আমি সন্মান করি।

১৪| ১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

নূর-ই-হাফসা বলেছেন: আপনি তো সায়েন্টিফিক উপায়ে ব‍্যখ‍্যা করলেন ।আমি অন্য কিছু বলি । কাজিন বিয়ে করলে আত্মীয় সংখ্যা বাড়েনা , সেইম থাকে ,আর বউ অথবা বর বর লাগে না ।ভাই বোন লাগে । তাই না করাই উচিত :D

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৪

কলাবাগান১ বলেছেন: সোসাল ইফেক্টাকে ও আপনি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন....তাই কাজিন বিয়ে না করাই উচিত

অফটপিক: আপা কি এখন ও বকে ব্লগে সময় দেওয়ার জন্য...আবার কবে বলে উঠবেন যে বাই বাই ব্লগ...।
শেখ হাসিনার উপাধির পোস্টার আপনার দরকার আগে বললে আমি নিজেই যোগার করে দিতাম....জানতে ইচ্ছা হচ্ছে যে কি কাজে ব্যবহার করবেন।

১৫| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দারুন পোস্ট। শিক্ষিতদের অনেকেই সচেতন এখন এই বিষয়ে। তবে আরও অনেক দুর যেতে হবে এ জাতিকে। যত বেশী আলোচনা হবে ততই মঙ্গল। হাতেনাতে প্রমাণ আমাদের পরিবারেই আছে.................

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৭

কলাবাগান১ বলেছেন: যত বেশী আলোচনা ততবেশী মংগল...ব্লগের লিখা চুরি নিয়ে অনেক পোস্ট.. কবিতা লিখতে পারি না ...'চোরদের' এই ধরনের লিখা চুরি করতে দেখি না...কেউ যদি এই লিখা টা চুরি করত তাহলে ও তো কিছুটা প্রচার হত ফেসবুকে..
আমার নিজের কোন ফেসবুক একাউন্ট নাই

১৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৯

নূর-ই-হাফসা বলেছেন: আপু অন্য কাজে ব‍্যস্ত তাই বকার সময় পাচ্ছে না । :) ৩৯তম বি সি এস দেয়ার ইচ্ছে আছে আরকি । আপনার এতো সুন্দর প্রতি উত্তর ভালো লাগলো ।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

কলাবাগান১ বলেছেন: ওকে...

১৭| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই জাতি শারীরিক ভাবে দুর্বল জাতি। আমাদের শক্তিশালী লোক দরকার।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৯

কলাবাগান১ বলেছেন: তাহলে তো অন্য জাতি/গোত্র/ধর্মের লোকদের বিয়ে করা উচিত আমাদের ছেলেমেয়েদের (to suppress inbreeding depression among the children)

১৮| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মনে হয় না অন্য জাতি রাজি হবে।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৮

কলাবাগান১ বলেছেন: তারা যখন বুঝবে যে তাদের ও ভাল হবে, তখন রাজী হবে

১৯| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৫

সচেতনহ্যাপী বলেছেন: কলা বিভাগের ছাত্র হিসাবে এতকিছু জানতাম না।। শুধু ভাসা ভাসা জ্ঞ্যান ছিল।। লেখাটি সেই জ্ঞ্যানকেই কিছু এগিয়ে দিল।।
ধন্যবাদ।।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৭

কলাবাগান১ বলেছেন: জ্ঞানই পারে একজন লোক/জাতিকে এগিয়ে নিতে...

২০| ১২ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:১৫

ডঃ এম এ আলী বলেছেন: খুবই গুরত্বপুর্ণ পোষ্ট , অনেক ভাল তথ্য রয়েছে এতে ।
খুবই জটিল একটি বৈজ্ঞানিক বিষয়কে বেশ সহজ ভাষায় উদাহরণ সহ
প্রকাশ করা হয়েছে । তবে এ বিষয়ে ক্যাটাগরীকেলি একটি সর্বজন গ্রায্য
সিন্ধান্তে যেতে হলে আরো ব্যপক গবেষনার প্রয়োজন আছে বলে মনে হয় ।
এ বিষয়ে এ পোষ্টে যে সকল গবেষনা উপাত্ত ও তথ্য পরিবেশিত হয়েছে
তার ভিত্তিতে আপাতত দুরে দুরে বিয়ে করাই ভাল বলে হয। আমি নীজেও
কাজিন টাজিন না করে এ কর্ম করেছি অনেক দুরে। কাছে কাছে না হয়ে
দুর হতে কাছে হওয়াই দেখা যায় এখন সাইনটিফিকেলি সব থেকে ভাল। :)

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১২ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৩২

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ। কাজিন বিয়ের আগে আইন করে জেনেটিক পরীক্ষা করা উচিত ভবিষ্যতের সুস্হ্য/সবল শিশুর জন্য। একজন জিনগত রোগে আক্রান্ত শিশু দেশের স্বাস্হ্য ব্যবস্হার উপর অনেক চাপ তৈরী করে এবং এর জন্য অন্য শিশুরা ও সেবা থেকে বন্চিত হয়।

তাই তো বললাম যে টেকনাফের লোকজনের উচিত তেতুলিয়াতে বিয়ে করা।

২১| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:২৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ভালো লিখেছেন | নিকটাত্মীয়দের মধ্যে কখোনই বৈবাহিক সম্পর্ক হওয়া উচিত নয় |

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

কলাবাগান১ বলেছেন: সচেনতা বৃদ্ধির দরকার এ ব্যাপারে

২২| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪১

এলিয়ানা সিম্পসন বলেছেন: :)

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

কলাবাগান১ বলেছেন: :)

২৩| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২

চানাচুর বলেছেন: যাদের চোখ থাকতেও অন্ধ, তারা এগুলো বুঝবে না। আমার বড় ফুপা আর ফুপু কাজিন ছিল। তাদের বাচ্চারা সব নরমাল। কিন্তু তাদেরকে অনুসরণ করে আমাদের দুইটা কাজিনের বিয়ে হয়েছিল এবং প্রথম দুইটা বাচ্চাই এবনরমাল। একটা বেচে নাই। আর যেটা আছে, তার বুদ্ধি নেই :(
কিন্তু তারপরেও এখনো ষড়যন্ত্র চলে আত্নীয়স্বজনের মধ্যে কিভাবে বিয়ে দেওয়া যায়!

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩১

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ সমস্যা টা সামনে আনার জন্য। ফুপা-ফুপুএর ছেলে মেয়ে কয়জন?

" তারপরেও এখনো ষড়যন্ত্র চলে আত্নীয়স্বজনের মধ্যে কিভাবে বিয়ে দেওয়া যায়!" -লাভ টা কোন জায়গায়? আমি তো দেখি শুধু ক্ষতি

২৪| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬

গরল বলেছেন: তাহলে আমরা আরবিট্রেরী মিক্সিং না করে সবচেয়ে ভাল জাতি বাছাই করে বিয়ে সাদি করাতে পারি কিনা যাচাই করে দেখা যেতে পারে। তবে সমস্যা হল অনেকগুলো জেনারেশন লেগে যাবে একটা উপযুক্ত ম্যাচ বের করে আনতে এবং সেরকম সহায়ক আইনও তৈরী করতে হবে। ভবিষ্যতে আসলে এরকমই হবে, ব্যাংক থেকে স্পার্ম ও ওভিউল পছন্দ করে টেষ্টটিউবে নিষিক্ত করে জাস্ট ওভারীতে স্থাপন করে দিবে, এবং এভাবেই একটা উন্নত বাচ্চা পেয়ে যাবে বাবা মা। বাবা মা হওয়াটা আসলে যতটা না শারীরিক তার চেয়ে বেশী মানসিক।

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৯

কলাবাগান১ বলেছেন: আপনার চোখে যেটা সবচেয়ে ভাল জাতি, সেটা অন্যের চোখে না ও হতে পারে। এখনই পছন্দ মত টেস্ট টিউব বেবী হচ্ছে...
লাইগার এর ছবি দেখুন (সিংহ আর বাঘের মিলন এর ফল)...বাবা মা ভিন্ন প্রজাতি হওয়াতে দেখুন বাচ্চার সাইজ বাবা মাকে ও ছাড়িয়ে গিয়েছে.....ডিএনএ রুলস

২৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭

আখেনাটেন বলেছেন: সায়েন্সের এই বিষয়গুলো গোঁড়া লোকেদের ব্রেইন সেলে এত সহজে অাঘাত করে না। তবে দিন দিন মানুষ এই বিষয়গুলো বুঝে উঠছে।

ভালো পোস্ট।

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৩

কলাবাগান১ বলেছেন: আশার কথা যে গোড়া লোকে রা ও আস্তে আস্তে বুঝার চেস্টা করছে বিজ্ঞান কে....ইন্টারনেটের বড় রোল আছে এখানে। এই পোস্টে ও গোঁড়া ব্লগারদের কে দেখছি না আর্গু করতে...

২৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫০

চানাচুর বলেছেন: ফুপা ফুপুর ছেলে ২ জন আর মেয়ে ৪জন।

আর এই টাইপ বিয়ে দেওয়ার ক্ষেত্রে ষঢ়যন্ত্র চলে মূলত অর্থ সামাজিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। আর ক্ষতির কথা বলছেন, যখন আপনি তাদের বুঝাতে যাবেন, তাদের উত্তর থাকে, "সব কিছু আল্লাহ্‌র ইচ্ছা"

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪

কলাবাগান১ বলেছেন: আপনার ফুপা ফুপু ভাগ্যবান যে ছেলে মেয়েরা নরমাল (প্রবাবিলিটিতে প্রতি ৪ জনে একজন একটা জিনের দুইটা মিউটেটেড কপি পাওয়ার কথা). এনি ওয়ে এই বাচ্চারা যেন আবার কোন কাজিনের ধারে কাছে না যায়.।

২৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কুফরি পোস্ট দিয়েছেন !
ঈমানী যুবকরা যেমন টারজান০০০০৭ ,কাউয়ার জাত ,কূকরা ,গড়াই নদীর তীরে ইয়ে ফালাইতে এলো বলে!

২৮| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: ধর্মে কি কাজিন বিয়ে নিষিদ্ধ??

অনেক ইসলামিক স্কলারের অভিমত আত্মীয়স্বজন যেমন-ফুফাতো, চাচাতো, মামাতো, খালাতো ভাই বোনদেরকে বিবাহ করলে সন্তান দুর্বল হয়। সে জন্য বলা হয়, বিবাহ দূরবর্তীদের সাথে হলেই ভালো হয়।

চিকিৎসাবিজ্ঞানও রক্ত সম্পর্কের বিবাহকে বেশি উৎসাহ দিতে রাজি নয়। যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড শহরে বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূত জনগোষ্ঠীর মধ্যে সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, নিকটাত্মীয়ের মধ্যে বিয়ের মাধ্যমে জন্মগ্রহণকারী সন্তানের জীনগত অস্বাভাবিকতার হার এবং স্বাস্থ্য ঝুঁকি সাধারণ শিশুদের তুলনায় ৩০ শতাংশ বেশি। এসব অস্বাভাবিকতার মধ্যে নবজাতকের অতিরিক্ত আঙুল গজানোর মতো সমস্যা থেকে শুরু করে হৃৎপিণ্ডে ছিদ্র বা মস্তিষ্কের গঠন প্রক্রিয়ায়, চোখে ও অন্যান্য স্বাস্থ্য ত্রুটি দেখা দিতে পারে। ফার্স্ট কাজিনদের (সরাসরি খালাতো, মামাতো, চাচাতো বা ফুফাতো ভাইবোন) জীনগত মিল প্রায় সাড়ে ১২ শতাংশ, অর্থাৎ তারা বংশপরম্পরায় অনেক জীন একইভাবে বহন করে চলেছেন। এ কারণে যে সব রোগবালাই তাদের বংশে রয়েছে, সে সব তাদের সন্তানদের মধ্যে আরও প্রকটভাবে দেখা দেওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে অটোসোমাল রিসেসিভ কিছু রোগ (যেমন, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস) পরবর্তী প্রজন্মের মধ্যে তীব্রতর হয়ে দেখা দিতে পারে। নিজ বংশ এবং নিজ গোত্রে বিবাহরীতির কারণে থ্যালাসেমিয়া ও জিনগত রক্তরোগ মধ্যপ্রাচ্যে একসময় এত প্রকট আকার ধারণ করেছিল যে, আরব সরকার বিয়ের আগে বর-কনের কিছু পরীক্ষা-নিরীক্ষা বাধ্যতামূলক করে দেয়। এ ছাড়া গবেষণা বলছে, পরস্পরের আত্মীয় স্বামী-স্ত্রীর সন্তানদের মধ্যে জন্মগত জটিলতা, ডাউনস সিনড্রোম, গর্ভপাত বা নবজাতক মৃত্যুর হার অন্যদের তুলনায় সামান্য হলেও বেশি।

১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

কলাবাগান১ বলেছেন: "অনেক ইসলামিক স্কলারের অভিমত আত্মীয়স্বজন যেমন-ফুফাতো, চাচাতো, মামাতো, খালাতো ভাই বোনদেরকে বিবাহ করলে সন্তান দুর্বল হয়। সে জন্য বলা হয়, বিবাহ দূরবর্তীদের সাথে হলেই ভালো হয়।"
কিন্তু তারপরেও আমাদের দেশের লোকজন এখনও এটার কুফলতা নিয়ে অজ্ঞ

২৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১২

খায়রুল আহসান বলেছেন: আলোচনাটি ভাল লাগলো।
ধন্যবাদ, বিষয়টিকে এতটা সহজ করে উপস্থাপনার জন্য।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৪

কলাবাগান১ বলেছেন: আপনাকে ও ধন্যবাদ

৩০| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২০

নাঈমুর রহমান আকাশ বলেছেন: চমৎকার আলোচনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.