নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

রেসিজম

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪



নতুন ছাত্র এসেছে ক্লাশে কিন্তু প্রথম মিড টার্মের দিনই অনুপস্হিত...যোগাযোগ করার খুবই দরকার ...বিদেশী স্টুডেন্ট ....কিন্তূ ইমেইল এড্রেস টা নাই...হঠাৎ হাটার পথে তার এক সহপাঠির সাথে দেখা...কথা বলা আরম্ভ করলাম...একথা ও কথার পর ভাবলাম ওকে বলি যেন নতুন ছাত্র আমার সাথে যোগাযোগ করে....কিন্তু বয়স হয়ে যাচ্ছে বুঝতে পারছি...কিছুতেই ছাত্রের নাম টা মনে করতে পারছিলাম না...।এটা বলি ..ওটা বলি ....সহপাঠি বুঝতে পারছে না কার কথা বলছি...অফিসে থাকলে ক্লাশ রোস্টার দেখে বলতে পারতাম...ফোন থেকে দেখে বলতে পারতাম কিন্তু তা করলাম না...জানি যে একবার যদি ওর শরীরে এর বর্ননা দেই, সহপাঠী সাথে সাথে ই চিনতে পারবে কেননা সে হল প্রায় ২২০-২৩০ পাউন্ডের ওজনের শরীর.... কিন্তু কোন ভাবেই বলতে পারিনাই ঐ যে 'মোটা' স্টুডেন্ড টা....

পরে ভাবতেছিলাম এটাকে ই বলে সভ্যতা....কারো গায়ের রং, শাররীক গঠন, ধর্ম, চাকরী নিয়ে বর্ননা করাই মানে অন্যকে ছোট করা...আমাদের ই একজন ব্লগার ঢালাও ভাবে উনার অফিসে কালো লোক চাকরী করতে আসার কথা যে ভাষায় বর্ননা করেছেন সেটা যে রেসিজমের পর্যায়ে যায় সেটা তিনি বুঝতে ও পারেন নাই...

আর আপনি যদি আপনার এমন মনভাব নিয়ে অপেন ফোরামে পোস্ট করেন বা টুইট করেন বসেন তাহলে আপনার জীবন যে কোথায় যাবে সেটা আমেরিকার অনেক জনপ্রিয় কমেডিয়ান রোজেন বার এর অবস্হা দেখেই বুঝা যায়। আগে উনি টুইট করার পর লাখের উপর লাইক পড়ত উনার নরমাল টুইটের উপর...যখন উনি ওবামার এক মহিলা উপদেস্টাকে মুসলিম ব্রাদারহুড/বানর এর সাথে তুলনা করে টুইট করেন সাথে সাথে ই তার টিভি সিরিয়াল প্রোগাম বাতিল করা হয় এবং তারপরে উনি যত টুইট ই করেন ২০-৩০টা লাইক ও পড়ে না কেননা কেউ উনার বর্নবাদী চরিত্রের সাথে নিজের নাম জড়াতে চায় না।

এখানে ই ভরসা যে মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে বর্নবাদীতা যে কত টা নিকৃস্ট তম অফেন্স...উন্নত বিশ্বের দিকে তাকালে ভরসা পাই যে বর্নবাদীতা আগে যেটা ছিল নরমাল সেটা এখন কত নীচু চোখে দেখা হয়..আমাদের ছেলে মেয়েরা বড় হচ্ছে বিদেশ বিভুয়ে..হোপফুল্লি তারা আরো লিবারেল ও টলারেন্ট সোসাইটি তে বড় হবে।

আমি আশা করি বাংলাদেশ ও এগিয়ে আসবে....কে হিন্দু/ কে মুসলিম/ কে কালো/ কে মোটা/ কে গরীব/ কে বড়লোক এসবের উর্দ্ধে উঠে মানুষ কে মানুষ হিসাবে ই গন্য করবে সবাই..।আশার কথা যে বাংলাদেশের ইয়ং জেনেরেশন সে পথেই হাটছে....বুড়া হাড় কে সোজা করা সহজ নয়

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:২৬

স্পার্টাকাস৭১ বলেছেন:
খুই ঠিক কথা বলেছেন। বাংঙ্গালীরা জানেই না কোন টা রেসিজম আর কোনটা অন্যায় বা অসততা।
আমি অনককে পোষ্ট দিতে দেখেছি যে বলে "আমি অফিস ফাঁকি দেয় না, আমি অফিসে কাজের ফাঁকে ফাঁকে ব্লগে পোষ্ট দেয়"
আবার একজন কে পোষ্ট দিতে দেখলা শিরোনামটা হল "বন্ধুরা আগামী ২ সপ্তাহ আর দেখা হবে না, আফিস ছুটি। সবাই কে ঈদের অগ্রিম শুভেচ্ছা"। এই আবালটা আবার ন্যায়, নীতি আর নারী অধিকার নিয়ে এখনও বিরাট বিরাট জ্ঞান কপচায়।

০১ লা জুন, ২০১৮ রাত ৮:৪১

কলাবাগান১ বলেছেন: আমেরিকায় ২০-৩০ বছর ধরে থাকা অনেক বাংগালী কে দেখেছি কিভাবে তারা রেসিজম করে অন্য ধর্মের বর্নের লোকজনের সাথে কিন্তু আশার কথা তাদের ছেলেমেয়ে রা একেবারেই কালার ব্লাইন্ড...আমাদের নিজের ছেলে মেয়েদের সামনে যদি আপনি মুখ ফসকে কাউকে আপনার পুর্ব ধারনাকৃত মন থেকে কাউকে কিছু বলেন, দেখবেন যে তারা কত টা প্রতিবাদ করে উঠে...তাদের কে খেলা কম করে বেশী পড়তে বললেও এতটা রিয়্যাক্ট করে না।
যে রেসিস্ট সে সেটা প্রকাশ করতে ও দ্বিধা বোধ করে আর এতেই বুঝা যায় যে পৃথিবী এগিয়ে যাচ্ছে...। কালো পিপড়া হিন্দু আর লাল পিপড়া মুসলমান...এই ধারনা থেকে পৃথিবী বের হয়ে আসছে

২| ০১ লা জুন, ২০১৮ রাত ৯:৫৩

ব্লগার_প্রান্ত বলেছেন: RESPECT ভালো জিনিস নিয়ে লিখেছেন। আচ্ছা আমেরিকায় এশিয়ান (জাপানিজ, চায়নিজ) রা যে রেসিজমের শিকার হয় তাকে কি ইয়েলো রেসিজম বলে? ধন্যবাদ।

০১ লা জুন, ২০১৮ রাত ১০:০৬

কলাবাগান১ বলেছেন: অশিক্ষিত লোকজন ই বেশী বর্নবাদী হয়...এত বছর শিক্ষার সাথে জড়িত...কোনদিন বর্নবাদীর শিকার হই নাই কিন্তু এর বাইরে প্রায় অনেকেই রেসিজমের শিকার হয়েছে...রেসিজমের কোন রং নাই হলুদ/লাল/কালো যাই বলুক..। রেসিজম ইজ রেসিজম

৩| ০২ রা জুন, ২০১৮ রাত ১২:০৮

কাওসার চৌধুরী বলেছেন: রেসিজম নিয়ে চমৎকার একটা লেখা। আপনি ঠিকই বলেছেন, "অশিক্ষিত লোকজন ই বেশী বর্নবাদী হয়।"

০২ রা জুন, ২০১৮ রাত ১২:২৭

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ। হোম ওয়ার্ক করে পোস্ট দেওয়া আর হয়ে উঠে না

৪| ০২ রা জুন, ২০১৮ রাত ১২:৫৪

হবা পাগলা বলেছেন: পৃথিবীতে সবাই বর্ণবাদী, অশিক্ষিতরা বর্ণবাদ আচরন সরাসরি প্রকাশ করে, আর শিক্ষিতরা ঘুড়িয়ে ফিরিয়ে প্রকাশ করে। প্রকাশ ভঙ্গী ভিন্ন।

০২ রা জুন, ২০১৮ রাত ২:০৮

কলাবাগান১ বলেছেন: শিক্ষিতরা ঘুড়িয়ে ফিরিয়ে প্রকাশ করে না তারা টলারেট করে (তাই সরাসরি কিছু বলে না)

৫| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: রেসিজম একটি কুৎসিত শব্দ।

০২ রা জুন, ২০১৮ রাত ১১:৪৯

কলাবাগান১ বলেছেন: হুম

৬| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

এলিয়ানা সিম্পসন বলেছেন: ঐ ব্লগারের বাচ্চারা লিবারেল আর টলারেন্ট হবে বলে আমার মনে হয় না।

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

কলাবাগান১ বলেছেন: উনি নিজেই তো ধর্ম বর্ন নিয়ে টলারেন্ট না....

৭| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

এলিয়ানা সিম্পসন বলেছেন: শুধু ধর্ম বর্ণ না। নারী নিয়ে পোস্ট দেয় কিন্তু আসলে সেক্সিস্ট!

আচ্ছা উনি কি সেক্সিস্ট শব্দের অর্থ জানেন? উনার আবার ইংলিশে দুর্বলতা আছে। ব্লগের কিছু ছাগল সেক্সিস্ট কে ভাবে সেক্সিয়েস্ট :P

৮| ২৫ শে জুন, ২০১৮ রাত ২:৫৮

রাকু হাসান বলেছেন: হ্যা আমরাও কে মুসলিম কে হিন্দু এইসব ভুলে মানুষজাতি হয়ে বাচঁতে চাই । ভয় শুধু সাম্প্রদায়িকতার ..ভাল থেকো বাংলাদেশ সব সময় আমরা ভাল থাকবো ।

৯| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:৫৬

আখেনাটেন বলেছেন: অামরা সকলেই ভিতরে ভিতরে কোনো না কোনো দিক থেকে ন্যূনতম হলেও রেসিস্ট। এর লেভেল যত নিম্নমুখী রাখা যতই ততই সমাজের জন্য মঙ্গল।

*আপনার বিজ্ঞান বিষয়ক পোস্ট অনেকদিন থেকেই দেখছি না।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

কলাবাগান১ বলেছেন: "*আপনার বিজ্ঞান বিষয়ক পোস্ট অনেকদিন থেকেই দেখছি না।"

আমার লাস্ট পোস্ট দুটি দেখুন

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৩

অপ্‌সরা বলেছেন: রেসিজম
০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪


আমি আশা করি বাংলাদেশ ও এগিয়ে আসবে....কে হিন্দু/ কে মুসলিম/ কে কালো/ কে মোটা/ কে গরীব/ কে বড়লোক এসবের উর্দ্ধে উঠে মানুষ কে মানুষ হিসাবে ই গন্য করবে সবাই..।আশার কথা যে বাংলাদেশের ইয়ং জেনেরেশন সে পথেই হাটছে....বুড়া হাড় কে সোজা করা সহজ নয় .........


ভেরি গুড!!!!

মানুষকে মানুষ হিসাবেই সবাই যেন গন্য করা শিখে..... :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৭

কলাবাগান১ বলেছেন: বুয়াদের প্রতি আমার অলওয়েজ শ্রদ্ধা...

আজ থেকে ২০ বছরের ও অধিক কোন কাজের লোক ছাড়াই চলছি ..দুজনেই কাজ করি বাইরে ভিতরে

১১| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪১

অপ্‌সরা বলেছেন: ভেরি গুড ভাইয়া!

আই অলসো লাভ দেম তাই তারাও আমাদেরকে ভালোবাসে....

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

মাহের ইসলাম বলেছেন: আমার কাছে মনে হয় আমাদের দেশে রেসিজম কম আছে।
ছোট বেলায় আমার হিন্দু ক্লাশ মেট দের বাড়িতে অনেক গিয়েছি, তাদের পুজার দাওয়াত খেয়েছি।
কখনো মনে হয়নি যে, তারা ভিন্ন বা আলাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.