নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Kickstarter campaign for Foldscopes
আমেরিকান বিশ্ববিদ্যালয়ে খুবই সস্তা কিন্তু একেবারে অনুবীক্ষন যন্ত্রের মত কাজ করে এমন 'মাইক্রস্কোপ' আবিস্কার হয়েছে...বিভিন্ন দেশের গরীব স্কুলগুলিতে এগুলি দান হিসাবে পাঠানো হচ্ছে যখনই কেউ এই কিকস্টার ক্যাম্পেইন ডোনেট করে। বাংলাদেশের গ্রামের স্কুল গুলিতে যদি ব্যাপক ভাবে এই 'পেপার মাইক্রস্কোপ' গুলি দেওয়া যেত, তাহলে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে অনেক এগিয়ে যেত। ১-২ ডলার দাম মাত্র...।এটা দিয়ে পানিতে কোন ব্যাক্টিরিয়া আছে কিনা... ধানে পোকা আসল কিনা... চোখে দেখা যায় না এমন অনুজীব কে দেখার জন্য খুবই ভাল একটা 'যন্ত্র'। আর যেহেতু ফোনের সাথে লাগানো যায়, তাই ছবি তোলাও খুব সহজ। বিভিন্ন দেশ যেখানে এগুলি পাঠানো হচ্ছে
এই ফোল্ডস্কোপ দিয়ে তোলা কিছু ব্যাক্টেরিয়ার ছবি নিচে
হামা ভাই যে হোম সাইন্স কিট ডেভেলপ করেছেন সেখানে যদি এটা সংযোজন করেন, তাহলে বাংলাদেশে ও এটার প্রচুর প্রচলন হবে।
সামু তে একটা প্রজেক্ট নেওয়া যায় গ্রামের গরীব স্কুলে এটার প্রসার ঘটানোর জন্য
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৪
কলাবাগান১ বলেছেন: শিশু মনে বিজ্ঞান কে জাগ্রত করতে এটা খুবই একটা ভাল উপায়...গ্রামের স্কুলে অনুবীক্ষন যন্ত্র নাই বললেই চলে
২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটা সাময়িক কেন হবে? আপনি পোষ্টটি রাখুন। এই নিয়ে অবশ্যই আমাদের সকলের কাজ করার সুযোগ আছে।
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৭
কলাবাগান১ বলেছেন: পর পর দুটা পোস্ট দিলাম যে
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৮
হাসান মাহবুব বলেছেন: খুবই ভালো প্রস্তাব। আমাদের আর এনডিকে দেখাবো বিষয়টি।
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৩
কলাবাগান১ বলেছেন: বিষয়টি জানার পর আপনার কথাই সবার আগে মনে পড়ল
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন: সু্ন্দর ভাবনা.....
দেখি রকমারি এটা যোগ করে কিনা....
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৮
কলাবাগান১ বলেছেন: যোগ হলে দেশের ছাত্র/ছাত্রী রা উপকার পাবে
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
নতুন বলেছেন: খুবই ভালো জিনিস.... অল্প দামে এই জিনিস স্কুলের ছেলেমেয়েদের দিলে অনেক উতসাহী হবে বিজ্ঞানের বিষয়ে।
আমার মেয়ে, ভাগিনাদের জন্য আমি ওডার দেবো। সাথে এলাকার স্কুলের জন্য ও কিছু দেবো। ৩৫$ এ বেশ কয়েকটি পাওয়া যাবে।
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৮
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫১
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !
ব্যাপার টা নিয়ে কাজ করার সম্ভাবনা আছে।
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯
কলাবাগান১ বলেছেন: ইয়েস..কাজ করা দরকার
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: স্কুল তো স্কুলই/ গরীব স্কুল আর ধনী স্কুল কি?
ধনী স্কুলে পড়ে কেউ নোবেল পায়নি। গরীব স্কুলে পড়েই নোবেল পেয়েছেন।
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯
কলাবাগান১ বলেছেন: আপনি কখনই গ্রামের স্কুলে পড়েন নাই
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫
কিরমানী লিটন বলেছেন: খুবই ভালো আর কার্যকর প্রস্তাব। আপনার এ উদ্যোগকে স্বাগত জানাই এবং এ পোস্টের জন্য অনেক ধন্যবাদ।
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০
কলাবাগান১ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
ব্লগার_প্রান্ত বলেছেন: অসাধারন হতো...
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০
কলাবাগান১ বলেছেন: অসাধারন হতো...
১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
অন্তরন্তর বলেছেন: এটা হলে ছোট ছাত্র ছাত্রীদের জন্য খুব ভাল হত। চমৎকার একটি পোস্ট করেছেন। শুভ কামনা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৯
কলাবাগান১ বলেছেন: শুভ কামনা।
১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫২
অপু দ্যা গ্রেট বলেছেন:
হ্যা গ্রাম আর শহরের স্কুল এর মাঝে বিস্তর পার্থক্য রয়েছে । তবে বেশির ভাগ সুবিধা পেয়েও কিন্তু শহরের ছাত্ররা গ্রামের ছাত্র ছাত্রীদের কাছে তুলনামুলক ভাবে কম মেধাবী আমার মনে হয় ।
আর আমি কিন্তু গ্রামের ছাত্র । তবে মেধাবী নই ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১২
কলাবাগান১ বলেছেন: আমি নিজেও গ্রামের ছাত্র
লেভেল/টেভেলে ই পড়িনাই
১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮
গরল বলেছেন: খুবই ভালো উদ্যোগ, অসাধারণ উদ্ভাবন।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪
কলাবাগান১ বলেছেন: অসাধারন দরকারী উদ্ভাবন
অনেকদিন পরে ব্লগে আসলেন মনে হয়..
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০১
খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি প্রস্তাবনা। আপনার এ উদ্যোগকে স্বাগত জানাই এবং এ পোস্টের জন্য অনেক ধন্যবাদ। আশাকরি, আপনার দেয়া এ তথ্যের উপর ভিত্তি করে অনেকেই অনেক কিছু করতে আগ্রহী হবেন।
পোস্টে প্লাস +